এসএসসি আইসিটি (ICT)-বহুনির্বাচনি প্রশ্নোত্তর-চতুর্থ অধ্যায়-আমার লেখালেখি ও হিসাব

এসএসসি আইসিটি (ICT MCQ) সাজেশন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যায়

আমার লেখালেখি ও হিসাব

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)” বই থেকে গুরুত্বপূর্ণ  টপিক গুলো থেকে সাজেশন তৈরি করা হলো। বিষয়বস্তু ও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর এর পাশাপাশি সকলবোর্ড এর প্রশ্নগুলি উত্তর সহ তুলে ধরা হয়েছে।

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

আশা করি পাঠ্যবইয়ের পাশাপাশি আমাদের এই সাজেশন অনুসরণ করলে সামনে এসএসসি পরীক্ষায় “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)” বিষয়য়ে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে।

তথ্য কণিকা

ওয়ার্ড প্রসেসর : ওয়ার্ড প্রসেসর হলো কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারে লেখালেখিসহ এডিটিং, ফরমেটিং এবং প্রিন্টিংয়ের কাজে ওয়ার্ড প্রসেসর ব্যবহৃত হয়। লেখালেখির জগতে ওয়ার্ড প্রসেসর এক নতুন মাত্রা যোগ করেছে। ১৯৭৯ সালের দিকে রব বার্নাবি কতৃক সিপি/এম অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ওয়ার্ড স্টার নামক বাণিজ্যিক ওয়ার্ড প্রসেসর প্রস্তুত হয়। এটি পরবর্তীতে ডস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয় ।

ICT তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

মাইক্রোসফট ওয়ার্ড : মাইক্রোসফট ওয়ার্ড হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। যা সহজ এবং জটিল ডকুমেন্ট তৈরিতে সাহায্য করে যেমন মেমো অথবা রিপোর্ট তৈরি করা। লিখিত তথ্যের উন্নতি সাধনে যেমন ডকুমেন্টে স্পেলিং চেক করা, একত্রীকরণ করা, চিঠি তৈরি করা, গ্রাফিক্স অ্যাড করা ইত্যাদি কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহৃত হয়। মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট দ্বারা বিকশিত একটি ওয়ার্ড প্রসেসর। এটা প্রথম Xenix সিস্টেমের জন্য নাম মাল্টি টুল ওয়ার্ডের অধীনে ১৯৮৩ সালে মুক্তি পায়। পরবর্তীতে এটি IBMPCs এর ডস অপারেটিং সিস্টেমের জন্যও তৈরি হয়।

স্প্রেডশিট : স্প্রেডশিট হলো সারি ও কলামের সমন্বয়ে গঠিত একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। স্প্রেডশিট ব্যক্তিগত কম্পিউটার-এর সবচেয়ে জনপ্রিয় ব্যবহারসমূহের মধ্যে অন্যতম। একটি স্প্রেডশিট একটি ডেটাবেজ প্রোগ্রামের তুলনায় অনেক সহজ প্রোগ্রাম। ড্যান ব্রিকলিন এবং বর ফ্রাঙ্কস্টন নির্মিত visical প্রথম স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। ডস অপারেটিং সিস্টেমের লোটাস 1-2-3 এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাইক্রোসফট অফিস এক্সেল সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম ।

ডকুমেন্ট: ল্যাটিন শব্দ Documentum থেকে Document শব্দের উৎপত্তি যার অর্থ পাঠ থেকে উর্ধ্ব। ডকুমেন্ট হলো বিভিন্ন ধরনের লিখিত তথ্য, উপস্থাপন বা চিন্তার প্রতিনিধিত্ব নথিভুক্ত করা। অতীতে লিখিত তথ্যই সাধারণত প্রমাণ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে কম্পিউটার যুগে একটি ডকুমেন্ট সাধারণত ফন্ট, রং এবং অতিরিক্ত ইমেজ হিসাবে তার কাঠামো এবং নকশা, বরাবর প্রাথমিকভাবে একটি টেক্সচুয়াল ফাইল বর্ণনা করতে ব্যবহার করা হয়।

মাইক্রোসফট অফিস : মাইক্রোসফট অফিস মাইক্রোসফট দ্বারা উন্নত অ্যাপ্লিকেশন সার্ভার এবং পরিসেবার একটি অফিস প্যাকেজ। এটা প্রথম লাস ভেগাসের COMDEX-এ ১৯৮৮ সালের ১লা আগস্ট বিল গেটস দ্বারা প্রকাশিত হয়। মাইক্রোসফট অফিসের প্রথম সংস্করণ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। বর্তমানে Windows এবং OSX এর জন্য অফিস 2016 যৌথভাবে প্রকাশিত হয় ২২ সেপ্টেম্বর ২০১৫ এবং ৯ জুলাই ২০১৫।

পাঠ : ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ

মাইক্রোসফট অফিস সফটওয়্যারের প্যাকেজ হলো-

মাইক্রোসফট ওয়ার্ড- লেখালেখির কাজ।

মাইক্রোসফট এক্সেল হিসাব-নিকাশের কাজ।

জীববিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট- প্রেজেন্টেশনের কাজ।

মাইক্রোসফট এক্সেস- তথ্য ব্যবস্থাপনার কাজ (ডেটাবেজ)।

মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম হলো লেখালেখি করা।

ফাইন্ড-রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায় ।

ডকুমেন্ট বারবার ব্যবহার করতে চাইলে টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে হয়।

স্পেল চেকারে বানান সংশোধন করা যায়।

পাঠ : লেখালেখির সাজসজ্জা

লেখালেখির সাজসজ্জাকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় ফরমেটিং টেক্সট বলে।

ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে। এগুলোকে ফন্ট বলা হয়।

অফিস বাটন – New, Open, Save, Save as, Print, Prepare Send, Publish, Close.

পাঠ: ওয়ার্ড প্রসেসরের ব্যবহার

লেখালেখির সাজসজ্জাকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় ফরমেটিং টেক্সট বলে।

ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে। এগুলোকে ফন্ট বলা হয় ।

ছবি যোগ করে ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।

বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে টেবিল বা সারণি যোগ করা হয়।

ডকুমেন্ট প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া ।

জীববিজ্ঞান সপ্তম অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন

পাঠ :স্প্রেডশিট আমার হিসাবনিকাশ

এক্সেল বা স্প্রেডশিট প্রোগ্রামে কলামের নাম হয় ইংরেজী বর্ণ দিয়ে যেমন- A, B, C ইত্যাদি।

এক্সেলে সারির নাম হয় ইংরেজী সংখ্যা দিয়ে। যেমন- 1, 2, 3 ইত্যাদি।

সেলের মান = কলাম x সারি বা A1, C2, B3 ইত্যাদি।

স্প্রেডশিট প্রোগ্রামে (2007) সারির সংখ্যা- ১০,৪৮,৫৭৬।

স্প্রেডশিট প্রোগ্রামে (2007) কলামের সংখ্যা- ১৬,৩৮৪।

পাঠ : স্প্রেডশিট ব্যবহারের কৌশল

স্প্রেডশিটে যোগ, গুণ ও ভাগ দুইভাবে (ফর্মুলা ও ফাংশন) করা যায়।

সূত্র বা ফর্মূলা দিয়ে গুণ করতে চাইলে ফলাফল সেলে “= সেল*সেল” লিখতে হবে।

ফাংশন দিয়ে গুণ করতে চাইলে ফলাফল সেলে “=PRODUCT (সেল : সেল)” লিখতে হবে ।

P টাকার a% সুদ হলো, A3 * B3% যেখানে A3 হলো P এবং B3 হলো a ।

ক্রয়মূল্য P টাকা হলে a% লাভে বিক্রয়মূল্য হলো, A3 * B3% + A3, যেখানে A3 হলে P এবং B3 হলো a ।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?

ক. নান্দনিকতার জন্য

খ. পুনর্বিন্যাস করার জন্য

গ. বারবার ব্যবহারের জন্য

ঘ. কপি সুবিধার জন্য

উত্তর: গ. বারবার ব্যবহারের জন্য

২. কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?

ক. নিউ                                   খ. ওপেন

গ. সেইভ                                 ঘ. সেভ এজ

উত্তর: ঘ. সেভ এজ

৩. স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে

i. লেখালেখি করা সহজ

ii. সূত্র ব্যবহার করা যায়

iii. উপাত্ত বিন্যাস করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii  

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii  

জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের উদ্দীপকটি পড়ে নং প্রশ্নের উত্তর দাও :

সৌমিত্র শখের বশে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়।

8. সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়?

ক. ওয়ার্ড প্রসেসর                  খ. স্প্রেডশিট

গ. গ্রাফিক্স                               ঘ. ডাটাবেজ

উত্তর: ক. ওয়ার্ড প্রসেসর

. সৌমিত্রকে তার পেশাগত কাজে

i. টেমপ্লেট ব্যবহার করতে হয়

ii. সূত্র ব্যবহার করতে হয়

iii. উপাত্ত বিন্যাস করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii  

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

. কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয়?

ক. Open                                খ. New

গ. Save                                   ঘ. Save as

উত্তর: ঘ. Save as

৭. ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl + S                             খ. Ctrl + X

গ. Ctrl + P                             ঘ. Ctrl + U

উত্তর: ক. Ctrl + S

৮. লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়।

ক. স্প্রেডশিট                          খ. ফটোশপ

গ. ওয়ার্ড প্রসেসর                   ঘ. ডেটাবেস

উত্তর: গ. ওয়ার্ড প্রসেসর

৯. MS-Word দিয়ে করা যায়

ক. নির্ভুলভাবে লেখালেখি

খ. বেতন বিল প্রস্তুত

গ. কোনো কিছুর ডিজাইন

ঘ. ই-মেইল পাঠানো

উত্তর: ক. নির্ভুলভাবে লেখালেখি

১০. ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?

ক. টেবিল                                খ. ওয়ার্ড আর্ট

গ. ক্লিপ আর্ট                          ঘ. ফন্ট

উত্তর: গ. ক্লিপ আর্ট

১১. পৃষ্ঠার নম্বর দেয়ার কমান্ড কোনটি?

ক. Insert → Header Footer

খ. Home → Header Footer

গ. Page Layout → Header Footer

ঘ. View → Header Footer

উত্তর: ক. Insert → Header Footer

আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

১২. ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো-

i. ছবি

iii. শেপ

iii. চার্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii  

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

১৩. নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কী চাপতে হবে?

ক. শিফট কি                          খ. কন্ট্রোল কি

গ. এন্টার কি                           ঘ. ডাউন এ্যারো কি

উত্তর: গ. এন্টার কি

নিচের ওয়ার্কশিটটি লক্ষ কর এবং ১৪ ১৫নং প্রশ্নের উত্তর দাও :

 ABC
ক্রয়মূল্য (টাকা)লাভের হারবিক্রয় মূল্য
৩০০?

১৪. উদ্দীপকের আলোকে “?” সেলের ঠিকানা কী?

ক. B1                                      খ. B2

গ. C1                                      ঘ. C2

উত্তর: ঘ. C2

বাংলা প্রথম পত্র নিমগাছ সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৫. উক্ত সেলের সঠিক সূত্র কোনটি?

ক. =A2*B2%+A2                  খ. A2*B2%+A2

গ. =A2*B2+A2                      ঘ. A2*B2+A2

উত্তর: ক. =A2*B2%+A2

১৬. স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি?

ক.\                                          খ. ÷

গ. /                                         ঘ. *

উত্তর: গ. /

১৭. সারি কলামের সমন্বয়ে কী তৈরি হয়?

ক. সেল                                   খ. সেল পয়েন্টার

গ. রো                                      ঘ. কলাম

উত্তর: ক. সেল

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৮. স্প্রেডশিটের সাহায্যে করা যায়

i. বেতন হিসাব

ii. বাজার বিশ্লেষণ

iii. চার্ট তৈরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii  

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

১৯. স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়?

ক. =(×)                                খ. ×

গ. *                                         ঘ. =(/)

উত্তর: গ. *

২০. নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য কর :

নিট প্রাপ্ত বেতনের জন্য সঠিক ক্রম কোনটি?

ক. =(C4+D4)-E4, =C4 * 5%

খ. =C4 * 5%, =(C4+D4)- E4

গ. =C4 x 5%, (C4+D4) – E4

ঘ. =(C4+D4)- E4, = C4 x 5%

উত্তর: খ. =C4 * 5%, =(C4+D4)- E4

ওয়ার্কশিটটি লক্ষ কর এবং ২১ ২২নং প্রশ্নের উত্তর দাও :

২১. ‘?’ চিহ্নিত F2 সেলে কত হবে?

ক. 55.00                                 খ. 55.33

গ. 68.33                                  ঘ. 84.33

উত্তর: ক. 55.00

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

২২. ‘X’ এর Total number বের করতে সূত্র ব্যবহার করতে হবে

i. = B2 + C2 + D2

ii. Sum (B2+C2+D2)

iii. = Sum (B2:D2)

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii  

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii  

২৩. নিচের কোনটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অংশ নয়?

ক. এমএস অফিস এক্সেল

খ. এমএস অফিস এক্সেস

গ. এমএস অফিস গ্রুভ

ঘ. এমএস অফিস ইনফো

উত্তর: গ. এমএস অফিস গ্রুভ

২৪. মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টের ফাইলের নাম একই রেখে সেভ করার কমান্ড কোনটি?

ক. File new > save

খ. File > save as

গ. Format > save

ঘ. File > save

উত্তর: ঘ. File > save

২৫. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড নির্দেশ কী?

ক. Ctrl+O                               খ. Ctrl + N

গ. Ctrl+A                               ঘ. Ctrl+ D

উত্তর: খ. Ctrl + N

২৬. ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। যেমন

i. লেখার আকার ছোট-বড় করা, রঙিন করা

ii. ডকুমেন্ট সংরক্ষণ করে তা যতবার ইচ্ছা প্রিন্ট করা

iii. লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট যোগ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii  

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

২৭. বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে প্রথম কোন সফটওয়্যারটি ব্যবহার শুরু হয়?

ক. ফটোশপ                           খ. ইলাস্ট্রেটর

গ. প্রিমিয়ার                             ঘ. পাওয়ার পয়েন্ট

উত্তর: ক. ফটোশপ

ভূগোল ও পরিবেশ পঞ্চম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৮. ওয়ার্ড প্রসেসরে নতুন কোনো ডকুমেন্ট খুলতে প্রথমে কোন বাটনে ক্লিক করতে হবে?

ক. Home                                খ. Insert

গ. Office                                ঘ. Open

উত্তর: গ. Office

২৯. কল্পনার জগতকে বাস্তবে আনে কোনটি?

ক. লেখালেখির কাজ

খ. কবিতা

গ. সফটওয়্যারের কাজ

ঘ. শোনার কাজ

৩০. Word Processing শব্দটির অর্থ কী?

ক. শব্দ সম্ভার                         খ. শব্দ চয়ন

গ. শব্দ রচনা                           ঘ. শব্দ প্রক্রিয়াকরণ

উত্তর: ঘ. শব্দ প্রক্রিয়াকরণ

৩১. কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য কোন বোতামটি লিংক হিসাবে কাজ করে?

ক. G                                        খ. H

গ. D                                        ঘ. E

উত্তর: ক. G

৩২. কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য?

ক. কাগজের ফাইল

খ. টেমপ্লেট ফাইল

গ. ওয়ার্ড প্রসেসর

ঘ. ওয়ার্ড প্রসেসিং

উত্তর: খ. টেমপ্লেট ফাইল

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৩. পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি?

ক. মাইক্রোসফট অফিস

খ. অ্যাডোবি

গ. ফটোশপ

ঘ. নিও অফিস

উত্তর: ক. মাইক্রোসফট অফিস

৩৪. আধুনিক অফিস ব্যবস্থাপনার জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন?

ক. সফটওয়্যার ব্যবস্থাপনা

খ. ফাইল ব্যবস্থাপনা

গ. কম্পিউটার ব্যবস্থাপনা

ঘ. অফিস ব্যবস্থাপনা

উত্তর: খ. ফাইল ব্যবস্থাপনা

৩৫. মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো

ক. কাগজ                               খ. সংবাদপত্র

গ. কল্পনা                                 ঘ. লেখালেখি

উত্তর: ঘ. লেখালেখি

৩৬. ডকুমেন্ট এক সাথে সিলেক্ট করার কমান্ড কোনটি?

ক. Ctrl + C                             খ. Ctrl + V

গ. Ctrl + A                             ঘ. Ctrl + Z

উত্তর: গ. Ctrl + A

৩৭. লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দেওয়া যায় কোন সফটওয়্যার ব্যবহার করে?

ক. ওয়ার্ড প্রসেসর                  খ. স্প্রেডশিট

গ. গ্রাফিক্স                              ঘ. ডাটাবেজ

উত্তর: ক. ওয়ার্ড প্রসেসর

৩৮. টাইপরাইটারে কালির বদলে কী ব্যবহার করা হয়।

ক. রিবন                                 খ. কার্বন

গ. গ্রাফাইট                             ঘ. রঙ

উত্তর: ক. রিবন

৩৯. ফন্ট থাকে কোন মেনুতে?

ক. Home                                খ. Insert

গ. Review                               ঘ. Tools

উত্তর: ক. Home

৪০. সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায় ?

ক. এক বার                             খ. দুই বার

গ. পাঁচ বার                             ঘ. যত খুশি ততোবার

উত্তর: ঘ. যত খুশি ততোবার

৪১. যখন কোন ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয়, তখন তাকে কী আকারে সংরক্ষণ করা হয়?

ক. টেমপ্লেট আকারে

খ. ফাইল আকারে

গ. জিপ আকারে

ঘ. রিটার্ন ফাইল আকারে

উত্তর: ক. টেমপ্লেট আকারে

ভূগোল ও পরিবেশ চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪২. আমাদের লেখালেখি হিসাবের কাজ করার জন্য সাহায্যকারী সফটওয়্যার কোনটি।

ক. ছবি সম্পাদনা সফটওয়্যার

খ. অফিস সফটওয়্যার

গ. ব্যাংকিং সফটওয়্যার

ঘ. অ্যান্টিভাইরাস সফটওয়্যার

উত্তর: খ. অফিস সফটওয়্যার

৪৩. স্পেল চেকার কী?

ক. বানান শুদ্ধ করার সফটওয়্যার

খ. ফাইল ফর্মেটিং সফটওয়্যার

গ. হার্ডওয়্যার

ঘ. ফাইল

উত্তর: ক. বানান শুদ্ধ করার সফটওয়্যার

৪৪. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে কাজ করে যা তৈরি করা হয়, প্রোগ্রামের ভাষায় তাকে কী বলে?

ক. ডকুমেন্ট                           খ. ফাইল

গ. ওয়ার্কশিট                           ঘ. ফোল্ডার

উত্তর: ক. ডকুমেন্ট

৪৫. ইংরেজীর মূল ফন্ট কোনটি?

ক. Times old Roman

খ. Times Ancient Roman

গ. Times New Paris

ঘ. Times New Roman

উত্তর: ঘ. Times New Roman

৪৬. সাধারণ লেখার মূল ফন্ট সাইজ হলো-

ক. ১০ বা ১১                            খ. ১১ বা ১২

গ.১১ বা ১৩                             ঘ. ১২ বা ১৩

উত্তর: খ. ১১ বা ১২

৪৭. সেইভ এজ অপশনটি রয়েছে কোথায়?

ক. অফিস বাটনে                   খ. হোম বাটনে

গ. অফিস ট্যাবে                     ঘ. কুইক অ্যাক্সেস টুলবারে

উত্তর: ক. অফিস বাটনে

রসায়ন চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪৮. কাট, কপি, পেস্ট আইকন রয়েছে কোন গ্রুপে?

ক. হোম                                  খ. ইনসার্ট

গ. পেজ লেআউট                  ঘ. মেইলিংস

উত্তর: ক. হোম

৪৯. বাংলাদেশে ব্যবহৃত প্রথম বাংলা ফন্টের সফটওয়্যার হলো

ক. অভ্র                                   খ. বিজয়

গ. স্বাধীনতা                             ঘ. একাত্তর

উত্তর: খ. বিজয়

৫০. F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে এক সাথে বলা হয়

ক. ফাংশন কি                        খ. কমান্ড কি

গ. কন্ট্রোল কি                        ঘ. নিউমেরিক কি

উত্তর: ক. ফাংশন কি

৫১. ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো হলো

i. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়

ii. ছবি, গ্রাফ, টেবিল ইত্যাদি সংরক্ষণ করা যায়

iii. ডকুমেন্ট প্রতিস্থাপন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৫২. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে

i. শতকরা হিসাব করা যায়

ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়

iii. একই সাথে একাধিক document নিয়ে কাজ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৫৩. ফাইভ রিপ্লেস কমান্ড দ্বারা

i. ছবি যোগ করা যায়

ii. কোন বড় ডকুমেন্ট থেকে একটি শব্দ খুঁজে বের করে

iii. ডকুমেন্টের নির্দিষ্ট শব্দ প্রতিস্থাপন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

৫৪. সেইভ এজ কমাণ্ড ব্যবহার হয়

i. ডকুমেন্ট খুলতে

ii. সংরক্ষণ করতে

iii. নতুন নামে সংরক্ষণ করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

নিচের তথ্যের আলোকে ৫৫ ৫৬নং প্রশ্নের উত্তর দাও :

ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম খুলে প্রাপ্ত নতুন ডকুমেন্টে কিছু লেখা কম্পোজ করা হলো। কার্যরত ডকুমেন্টটি সংরক্ষণ করার জন্য Save as অপশনে ক্লিক করা হয়।

৫৫. কার্যরত ডকুমেন্টটি আর কী উপারে সংরক্ষণ করা যায়

ক. New                                   খ. Open

গ. Save                                   ঘ. Cut

উত্তর: ঘ. Cut

পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৬. উক্ত অপশনের সাহায্যে

i. একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায়

ii. পূর্বে সংরক্ষণ কোনো ডকুমেন্ট যে কোনো সময় খোলা যায়

iii. কোনো ডকুমেন্ট অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করা যায়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii                                  খ. i ও iii

গ. ii ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৭ ৫৮নং প্রশ্নের উত্তর দাও:

সেচ্ছাসেবী সাংবাদিক হওয়ার রফিক সাহেবকে মাঝে মাঝে সংবাদপত্রে ছবি যোগ করা লাগে। কর্মক্ষেত্রে তিনি একজন হিসাবরক্ষক হওয়ায় তাকে অফিসের কর্মচারীদের হিসাব রাখতে হয় এবং মাস শেষে প্রতিবেদন প্রদান করা লাগে।

৫৭. রফিক সাহেবকে তার সেচ্ছাসেবী কাজে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়?

ক. ওয়ার্ড প্রসেসর                  খ. স্প্রেডশিট

গ. গ্রাফিক্স                              ঘ. ডেটাবেজ

উত্তর: ক. ওয়ার্ড প্রসেসর

৫৮. রফিক সাহেবকে তার কর্মসংস্থানে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়?

ক. ওয়ার্ড প্রসেসর                  খ. গ্রাফিক্স

গ. স্প্রেডশিট                          ঘ. এমএস পাওয়ার পয়েন্ট

উত্তর: গ. স্প্রেডশিট

৫৯. এমএস অফিসে কোন কাজ আনডু করার জন্য কোনটি ব্যবহার করতে হয়?

ক. Control P                           খ. Control S

গ. Control N                           ঘ. Control Z

উত্তর: ঘ. Control Z

৬০. কোন অপশনটি ফন্ট গ্রুপে থাকে না?

ক. X2                                      খ. X2

গ. B                                         ঘ. Copy

উত্তর: ঘ. Copy

৬১. বিভিন্ন স্টাইলের অক্ষর নির্বাচন করার জন্য কোন অপশনে যেতে হবে?

ক. Insert মেনু

খ. স্টাইল নামের ড্রপ-ডাউন লিস্ট

গ. ফন্ট নামের ড্রপ-ডাউন বক্স

ঘ. Layout মেনু

উত্তর: খ. স্টাইল নামের ড্রপ-ডাউন লিস্ট

৬২. বুলেট নাম্বার আইনটি কোথায় পাওয়া যায়?

ক. এডিট মেনুর প্যারাগ্রাফে

খ. ইনসার্ট মেনুতে

গ. ভিউমেনের প্যারাগ্রাফে

ঘ. হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে

উত্তর: ঘ. হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে

৬৩. সাদা রং এর কালার কোড কত?

ক. # EEEEEE                         খ. #000000

গ. #FFFFFF                          ঘ. # FFF000

উত্তর: গ. #FFFFFF

৬৪. কোনটি ইনসার্ট ট্যাবের অংশ?

ক. নিউ                                   খ. সেভ

গ. চার্ট                                     ঘ. ওপেন

উত্তর: গ. চার্ট

পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৬৫. SutonnyMJ কী?

ক. বাংলা ডকুমেন্টের নাম

খ. বাংলা ফন্টের নাম

গ. ইংরেজী ডকুমেন্টের নাম

ঘ. ইংরেজী ফন্টের নাম

উত্তর: খ. বাংলা ফন্টের নাম

৬৬. ওয়ার্ড প্রসেসরের ভাষায় চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে কী বলা হয়?

ক. বোর্ড                                  খ. বুলেট

গ. কমান্ড                                ঘ. আইকন

উত্তর: খ. বুলেট

৬৭. Print বাটনের অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক. Print করা

খ. Print Preview

গ. Print Editing করা

ঘ. Print setup

উত্তর: গ. Print Editing করা

৬৮. মেনুতে কী থাকে?

ক. শিট                                    খ. কমান্ড

গ. ফাইল                                 ঘ. শিরোনাম

উত্তর: খ. কমান্ড

৬৯. ওয়ার্ক শিটের ছোট ছোট ঘরগুলোকে কী বলে?

ক. Row                                   খ. Cell

গ. Column                            ঘ. Room

উত্তর: খ. Cell

৭০. মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে latest version কোনটি?

ক. Microsoft word 2003

খ. Microsoft word 2007

গ. Microsoft word 2013

ঘ. Microsoft word 2016

উত্তর: ঘ. Microsoft word 2016

৭১. ওয়ার্ড প্রসেসিং এ নতুন ডকুমেন্ট খুলতে হলে কোনটিতে ক্লিক করতে হয়?

ক. Save                                 খ. New

গ. Home                                 ঘ. Close

উত্তর: খ. New

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply