এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-প্রথম অধ্যায়-বহুনির্বাচনি প্রশ্নোত্তর

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়-বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

পাঠ–১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

  • মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়েছে।
  • একুশ শতকের সম্পদ- জ্ঞান ও সাধারণ মানুষ।
  • আধুনিক পৃথিবীর সম্পদ হলো তথ্য।
  • একুশ শতকে দুটি বিষয় শুরু হয়েছে। যথা : Globalization (বিশ্বায়ন) ও Internationalization (আন্তর্জাতিকতা)।
  • যেকোনো দেশের ভৌগোলিক সীমানা নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে-বিশ্বায়ন।
  • কোনো দেশের অধিবাসী হয়েও পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে থাকা- আন্তর্জাতিকতা।
  • ১৮৪২ সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বর্ণনা দেন।
  • জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরেন (চৌম্বকীয় বল)।
  • জগদীশ চন্দ্র বসু বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল হোন (অতিক্ষুদ্র তরঙ্গ)।

পাঠ-২: ই-লার্নিং ও বাংলাদেশ

  • ই-লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং প্রযুক্তি ডিসটেন্স লার্নিং হিসেবেও পরিচিত।
  • ই-লার্নিং সনাতন পাঠদানের বিকল্প নয়, পরিপূরক।
  • ই-লার্নিং পদ্ধতিতে সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করা হয়।
  • আমাদের দেশের বিদ্যালয়ে দক্ষ শিক্ষকের ও প্রয়োজনীয় উপকরণের অভাব এবং ল্যাবরেটরি অপ্রতুল।
  • ই-লার্নিং এর জন্য ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ই-লার্নিং এর শিখন সামগ্রীগুলো প্রয়োজন।
  • ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা এখন ক্লাসে উপস্থিত না থেকেও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারে।
  • ই-লার্নিং এ মানবিক বিষয় অনুপস্থিত থাকায় এটিকে যান্ত্রিক মনে হয়।
  • বাংলায় কোর্স করার জন্য রয়েছে ওয়েবসাইট পোর্টাল।

ICT দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

পাঠ-৩: ই-গভর্ন্যান্স ও বাংলাদেশ

  • গভর্ন্যান্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা।
  • শাষণ ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হচ্ছে ই-গভর্ন্যান্স।
  • ই-গভর্ন্যান্সের ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে এবং দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক হয়।
  • পাবলিক পরীক্ষার ফলাফল ও উচ্চ শিক্ষায় ভর্তির আবেদন হলো ই-গভর্ন্যান্স।
  • জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ই-সেবা কেন্দ্র।
  • তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে ৮০-৯০ শতাংশ কম সময় লাগে।
  • বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল মোবাইলে বা অনলাইনে পরিশোধ করা যায়।
  • ২৪ ঘন্টা X ৭ কর্মদিবস X ৩৬৫ দিন পাওয়া যায় ATM সেবা, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি।

পাঠ–৪ : ই–কমার্স ও বাংলাদেশ

  • ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করাকে ই-কমার্স বা ই-বাণিজ্য বলে।
  • যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের দুইটি শর্ত থাকে।
  • ই-কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান থাকে।
  • ই-কমার্সে মূল্য পরিশোধ করা যায়- মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ক্যাশ অন ডেলিভারীর (COD) মাধ্যমে।
  • বাংলাদেশে ২০১১-১২ সাল থেকে ই-কমার্সের প্রসার হচ্ছে।
  • ই-কমার্স করা যায় এ ধরনের অতিপরিচিত ওয়েবসাইট হলো:

www.bikroy.com, www.amazon.com, www.ebay.com ইত্যাদি।

পাঠ–৫: বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি

  • বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সাধারণ দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়।
  • কর্মক্ষেত্রে আইসিটির দুই ধরনের প্রভাব রয়েছে।
  • ব্যাংকিং সফটওয়্যার একটি বিশেষায়িত সফটওয়্যার।

পাঠ–৬ : সামাজিক যোগাযোগ ও বিনোদনে আইসিটি

  • সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার।
  • www.statica.com এর রিপোর্ট অনুযায়ী মার্চ-২০১৫ তে বিশ্বে ফেসবুক ব্যবহারকারী ১৪১৫ মিলিয়ন।
  • টুইটারে ১৪০ অক্ষরের টুইট করা যায়। টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে Follower বা অনুসারী বলে।
  • রেডিও > টেলিফোন > কম্পিউটার > ইন্টারনেট।
  • কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিনোদনের জন্য।

পাঠ–৭ : ডিজিটাল বাংলাদেশ

  • ডিজিট শব্দের অর্থ সংখ্যা বা অঙ্ক।
  • ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলো সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র মোচনের অঙ্গীকার বাস্তবায়ন।
  • ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে।
  • সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাচ্ছে।
  • ইউনিয়ন পর্যায়ে রয়েছে ইনফরমেশন সার্ভিস সেন্টার।
  • পোস্ট অফিসকে করা হয়েছে ই-সেন্টার।
  • ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ হলো গ্রামীণ মানুষকে তথ্য প্রযুক্তির সেবায় আনা।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

ক. ১৮৩৩                                            খ. ১৮৪২

গ. ১৯৫৩                                            ঘ. ১৯৯১

উত্তর: ঘ. ১৯৯১

. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

ক. চার্লস ব্যাবেজ                               খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল              ঘ. জগদীশ চন্দ্র বসু

উত্তর: চার্লস ব্যাবেজ

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩. ফেসবুকের নির্মাতা কে?

ক. স্টিভ জবস                                    খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ                            ঘ. টিম বার্নার্স লি

উত্তর: গ. মার্ক জাকারবার্গ

৪. কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আতঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে?

ক. Arpanet                                        খ. Omninet

গ. Ithernet                                         ঘ. Intranet

উত্তর: ক. Arpanet

৫. DOS অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?

ক. অ্যাপল                                          খ. এইচপি

গ. মাইক্রোসফট                                ঘ. ডেল

উত্তর: গ. মাইক্রোসফট

৬. কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন?

ক. চার্লস ব্যাবেজ                                খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক-ম্যাক্সওয়েল              ঘ. বিল গেটস

উত্তর: খ. অ্যাডা লাভলেস

৭. HTTP এর পূর্ণরূপ কী?

ক. Hyper Text Transfer Protocol

খ. Hyper Text Terminate Protocol

গ. Hyper Text Type Program

ঘ. Hyper Thought Markup Language

উত্তর: ক. Hyper Text Transfer Protocol

[ব্যাখ্যা : যোগাযোগের জন্য HTTP, HTTPS, FTP ইত্যাদি Protocol ব্যবহার করা হয়।]

৮. পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?

ক. কৃষি                                               খ. কম্পিউটার

গ. জ্ঞান                                              ঘ. ইন্টারনেট

উত্তর: গ. জ্ঞান

৯. বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয়?

ক. বিল গেটস                                     খ. স্টিভ জবস

গ. টিম বার্নার্স লি                                ঘ. মার্ক জুকারবার্গ

উত্তর: ঘ. মার্ক জুকারবার্গ

১০. বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?

ক. ই-পুর্জি                                           খ. ই-পর্চা

গ. ই-ল্যান্ড                                          ঘ. ই-রেকর্ড

উত্তর: খ. ই-পর্চা

নিচের অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

আব্দুর রহমান সাহেব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। কিন্তু তিনি লন্ডনে না গিয়ে বাংলাদেশ থেকেই নিয়মিত ক্লাস করেন।

১১. আব্দুর রহমান সাহেবের ক্লাস করার ক্ষেত্রে সহজতম প্রযুক্তি কোনটি?

ক. কম্পিউটার                                    খ. মোবাইল

গ. ফ্যাক্স                                             ঘ. টেলিফোন

উত্তর: ক. কম্পিউটার

১২. মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?

ক ১৯৬৫                                            খ. ১৯৭১

গ. ১৯৮৯                                            ঘ. ২০০৯

উত্তর: খ. ১৯৭১

১৩. আধুনিক কম্পিউটারের জনক কে?

ক. অ্যাডা লাভলেস                            খ. মার্ক জুকারবার্গ

গ. চার্লস ব্যাবেজ                                ঘ. স্টিভ জবস 

উত্তর: গ. চার্লস ব্যাবেজ

[ব্যাখ্যা : স্টিভ জবস অ্যাপল এর নির্মাতাবিল গেটস Microsofi এর নির্মাতাটিম বার্নার্স লি World Wide Web (www) এর নির্মাতা।]

১৪. একজন লোক কীভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন?

ক. ই-পৰ্চা সেবার                                খ. ইএমটিএস

গ. টেলিমেডিসিনের                           ঘ. ই-পুর্জি

উত্তর: গ. টেলিমেডিসিনের

১৫. স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি?

ক. ইভিএম                                          খ. ইএমআর

গ. ইএমটিএস                                     ঘ. এমটিসি

উত্তর: গ. ইএমটিএস

[ব্যাখ্যা : ইএমটিএস এর পূর্ণরূপ হলো– ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম।]

১৬. অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়

i. ডেবিট কার্ডের মাধ্যমে

ii. আইডি কার্ডের মাধ্যমে

iii. ক্রেডিট কার্ডের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii  

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii 

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

নিচের উদ্দীপকটি পড়ে ১৭  ১৮নং প্রশ্নের উত্তর দাও :

করিম সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনা-বেচা করে থাকেন।

১৭করিম সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কী?

ক. ই-কমার্স                                        খ. ই-মেইল

গ. ই-বিজনেস                                     ঘ. ই-পুর্জি

উত্তর: ক. ই-কমার্স

১৮অনলাইনে কেনাবেচার মাধ্যম হলো

i. ডেবিট কার্ড

ii. ক্রেডিট কার্ড

iii. আইডি কার্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

১৯ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি?

ক. ই-পূর্জি                                           খ. ই-ট্রেড

গ. ই-ক্রেডিট                                       ঘ. ই-কমার্স

উত্তর: ঘ. ই-কমার্স

২০সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করেছে?

ক. ভাচুয়াল ক্লাস                                 খ. ই-লার্নিং

গ. ই-ক্লাস                                            ঘ. ই-টকিং

উত্তর: খ. ই-লার্নিং

২১বাংলাদেশে ডাক বিভাগের MTS এর মাধ্যমে  মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়?

ক. ৪০,০০০                                        খ. ৫০,০০০

গ. ৬০,০০০                                        ঘ. ৭০,০০০

উত্তর: খ. ৫০,০০০

২২চিনি কলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে তা আখ চাষিরা নিচের কোনটির মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাচ্ছে?

ক. ই-মেইল                                         খ. ই-পূৰ্জি

গ. ই-কমার্স                                         ঘ. ই-সার্ভিস

উত্তর: খ. ই-পূৰ্জি

২৩ফ্রিল্যাণের কাজ করার জন্য প্রয়োজন –

i. ইংরেজি ভাষার দক্ষতা

ii. উন্নত নেটওয়ার্ক

iii. ধৈৰ্য্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছদটি পড় এবং ২৪  ২৫নং প্রশ্নের উত্তর দাও:

রফিক CSE তে উচ্চতর ডিগ্রি গ্রহণ করে সফটওয়্যার তৈরির লক্ষ্যে একটি আইটি ফার্ম গঠন করেন। তৈরিকৃত সফটওয়্যারগুলো দেশ বিদেশে বিক্রয় করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। এর পাশাপাশি তিনি বিশেষ সংস্থার মাধ্যমে মেধাস্বত্বও সংরক্ষণ করেন।

২৪রফিকের সফটওয়্যার বিদেশে রপ্তানির ফলে

i. দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে

ii. জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে

iii. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি রোধ হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

ICT দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৫কোন উদ্দেশ্য নিয়ে রফিক তার কোম্পানির মেধাস্বত্ব সংরক্ষণ করেছেন?

ক. কোম্পানির সুনাম অক্ষুন্ন রাখা

খ. পাইরেসির হাত থেকে রক্ষা

গ. ভাইরাসের হাত হতে রক্ষা

ঘ. সফটওয়্যার ব্যবহার বৃদ্ধি করা

উত্তর: খ. পাইরেসির হাত থেকে রক্ষা

উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

কবির তথ্য প্রযুক্তিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে কিছু কম্পিউটার ক্রয় করে বাড়িতে আইটি ফার্ম খুলেছে। সে সহ আরও ৭৫ জন কর্মী নিয়ে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করেন।

২৬উদ্দীপকের কবিরের অর্থ উপার্জন পদ্ধতিটিকে কী বলে?

ক আউটসোর্সিং                                  খ. ফ্রিল্যান্সার

গ. ইনফরমেশন সার্ভিস সেন্টার         ঘ. ই-গভর্ন্যান্স

উত্তর: ক আউটসোর্সিং

২৭শিল্পের উৎপাদন কাজে কম্পিউটার ব্যবহারের ফলে –

i. পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে

ii. উৎপাদন ব্যয় কম হবে

iii. বাজারে চাহিদা বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮  ২৯ নং প্রশ্নের উত্তর দাও:

নাহিদ ঢাকায় না গিয়ে অনলাইনের মাধ্যমে সরকারি আলিয়া মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য আবেদন করল।

২৮নাহিদ ভর্তি ফরম নিচের কোন মাধ্যমে পূরণ করেছিল?

ক. তার বন্ধুকে মাদ্রাসায় পাঠিয়ে

খ. কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

গ. মোবাইল ফোনের মাধ্যমে

ঘ. ডাক বিভাগের মাধ্যমে

উত্তর: গ. মোবাইল ফোনের মাধ্যমে

২৯উদ্দীপকে প্রযুক্তির কোন ধারণার ব্যবহার দেখানো হয়েছে?

ক. ই-লার্নিং                                         খ. ই-গভর্ন্যান্স

গ. ই-কমার্স                                         ঘ. ই-মেইল

উত্তর: খ. ই-গভর্ন্যান্স

৩০ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে

i. স্বাস্থ্যসেবা

ii. মানব সম্পদ উন্নয়ন

iii. জনগণের সম্পৃক্ততা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii 

৩১কখন উইলিয়াম হেনরি বিল গেটস জম্মগ্রহণ করেন?

ক. ১৯৩৩                                            খ. ১৯৭৪

গ. ১৯৫৫                                            ঘ. ১৯৮৪

উত্তর: গ. ১৯৫৫

৩২বিশ্বায়নের ফলে একটি দেশের পরিসীমা

ক. বাড়ে                                              খ. কমে

গ. একই থাকে                                    ঘ. কোনোটিই না

উত্তর: ক. বাড়ে

৩৩জ্ঞান সৃষ্টি করতে পারে কারা?

ক. মানুষ                                             খ. পশু

গ. গাছ                                                 ঘ. যন্ত্র

উত্তর: ক. মানুষ

৩৪. “তুমি গরিব হয়ে জন্মালে সেটা তোমার ভুল নয় কিন্তু যদি তুমি গরিব অবস্থায় মারা যাও এটা তোমার ভুল” কে বলেছেন?

ক. স্টিভ জবস                                    খ. মার্ক জুকারবার্গ

গ. রোনাল্ড ওয়েন                               ঘ. কোনোটিই নয়

উত্তর: ঘ. কোনোটিই নয়

৩৫আধুনিক বিশ্বের সম্পদ কোনটি?

ক. ইন্টারনেট                                      খ. উপাত্ত

গ. কম্পিউটার                                    ঘ. তথ্য

উত্তর: ঘ. তথ্য

৩৬কোন কোম্পানি অপারেটিং সিস্টেম তৈরি করে?

ক. Google                                          খ. Microsoft

গ. Apple                                            ঘ. Oracle

উত্তর: খ. Microsoft

৩৭. বাংলাদেশে কবে অনলাইন ইন্টারনেট সার্ভিস চালু হয়?

ক. ৫ মে ১৯৯২                                   খ. ৪ জুন ১৯৯৬

গ. ২ মার্চ ১৯৯৭                                 ঘ. ৬ আগস্ট ১৯৯৯

উত্তর: খ. ৪ জুন ১৯৯৬

৩৮. ডেস্কটপ পাবলিশিং আবিস্কৃত হয়

ক. ১৯৮৪                                            খ. ১৯৮৫

গ. ১৯৮৬                                           ঘ. ১৯৮৭

উত্তর: খ. ১৯৮৫

বিজ্ঞান নবম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৯. প্রথম প্রজন্মের কম্পিউটারের কোনটি ছিল?

ক. ভ্যাকুয়াম টিউব এবং ম্যাগনেটিক ড্রাম

খ. ইন্টিগ্রেটেড সার্কিট

গ. ম্যাগনেটিক টেপ এবং ট্রানজিস্টার

ঘ. ওপরের সবগুলো

উত্তর: ক. ভ্যাকুয়াম টিউব এবং ম্যাগনেটিক ড্রাম

৪০. কত সালে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণা প্রকাশ করেছিলেন?

ক. ১৯৫১ খ্ৰী                                        খ. ১৯৫২

গ. ১৯৫৩                                            ঘ. ১৯৫৪

উত্তর: গ. ১৯৫৩

৪১. ১লা এপ্রিল ১৯৭৬ তারিখটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত?

ক. আরপানেট আবিষ্কৃত হয়

খ. অ্যাপল প্রতিষ্ঠান চালু হয়

গ. আইবিএম কোম্পানি চালু হয়

ঘ. মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়

উত্তর: খ. অ্যাপল প্রতিষ্ঠান চালু হয়

৪২. পরিমাপন পদ্ধতিতে কাজ করে

ক. ডিজিটাল কম্পিউটার                   খ. এনালগ কম্পিউটার

গ. হাইব্রিড কম্পিউটার                      ঘ. সুপার কম্পিউটার

উত্তর: খ. এনালগ কম্পিউটার

৪৩. কোনটি সঠিক

ক. মাইক্রো সেকেন্ড > মিলি সেকেন্ড

খ. মাইক্রো সেকেন্ড > ন্যানো সেকেন্ড

গ. মাইক্রো সেকেন্ড < ন্যানো সেকেন্ড

ঘ. মাইক্রো সেকেন্ড < পিকো সেকেন্ড

উত্তর: খ. মাইক্রো সেকেন্ড > ন্যানো সেকেন্ড

৪৪. রোমান ভাষায় ক্যালকুলি (Calculi) এর বাংলা অর্থ হলো

ক. পাথর                                             খ. নুড়ি

গ. মার্বেল                                            ঘ. ইটের টুকরা

উত্তর: ক. পাথর

৪৫. এনালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কি?

ক. হ্রাস বৃদ্ধি পরিমাণ করা                  খ. চাপ কমবেশি হওয়া

গ. বৃদ্ধি পরিমাণ করা                          ঘ. পর্যায়ক্রমিকভাবে ওঠা নামা করা

উত্তর: খ. চাপ কমবেশি হওয়া

৪৬. পরিবর্তনশীল ডাটাকে সংকেতের মাধ্যমে প্রকাশ করলে তাকে কী বলে?

ক. ডিজিটাল সংকেত                         খ. এনালগ সংকেত

গ. সংকেত                                          ঘ. গাণিতিক সংকেত

উত্তর: খ. এনালগ সংকেত

৪৭. চার্লস ব্যাবেজের পরিকল্পনা অনুযায়ী কোথায়কখন একটি ইঞ্জিন তৈরি হয়?

ক. আমেরিকায়, ১৯৭১-এ                   খ. ইতালির বিজ্ঞান গবেষণাগারে, ১৯৮১

গ. যুক্তরাজ্যে, ১৯৮৫-তে                   ঘ. লন্ডনের বিজ্ঞান যাদুঘরে, ১৯৯১-এ

উত্তর: ঘ. লন্ডনের বিজ্ঞান যাদুঘরে, ১৯৯১-এ

৪৮. আমাদের জীবনে আইসিটির কী ধরনের প্রভাব  ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে?

ক. একমুখী                                         খ. দ্বিমুখী

গ. ত্রিমুখী                                            ঘ. বহুমুখী

উত্তর: ঘ. বহুমুখী

৪৯. তড়িৎ শক্তি  চুম্বকীয় বলের মধ্যে সমন্বয় করেন কে?

ক. মার্কনী                                           খ. টমলিনসন

গ. জেমস ম্যাক্সওয়েল                        ঘ. কোনোটিই নয়

উত্তর: গ. জেমস ম্যাক্সওয়েল

৫০. জগদীশ চন্দ্র বসু বিনা তারে বার্তা প্রেরণে প্রথমবারের মত সফল হোন কোনটির সাহায্যে?

ক. রেডিও ওয়েভ                                খ. মাইক্রোওয়েভ

গ. ইনফ্রারেড                                      ঘ. কোনটিই নয়

উত্তর: খ. মাইক্রোওয়েভ

৫১. প্রথম কোন কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে?

ক. ইনটেল                                          খ. আইবিএম

গ. অ্যাপল                                          ঘ. জেরন

উত্তর: খ. আইবিএম

৫২. কোনটির কারণে মানুষ সারা পৃথিবীব্যাপী যোগাযোগ করতে পারছে?

ক. Globalization                                খ. Internationalization

গ. Good Communication               ঘ. Good Citizenship

উত্তর: ক. Globalization

পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৩. মাইক্রোওয়েভ অঙ্গ প্রথম উদ্ভাবন করেন কে?

ক. গুগলিয়েলমো মার্কনি                   খ. জগদীশ চন্দ্র বোস  

গ. চার্লস ব্যাবেজ                                ঘ. বিল গেটস

উত্তর: খ. জগদীশ চন্দ্র বোস

৫৪. Raymond Samuel Tomlinson কে কিসের অগ্রদূত বলা হয়?

ক. Facebook                                    খ. Internet

গ. Email                                             ঘ. Twitter

উত্তর: গ. Email

৫৫. আরপানেটের জন্ম হয় কখন?

ক. বিশ শতকের পঞ্চাশ-ষাট দশকে

খ. বিশ শতকের ষাট-সত্তরের দশকে

গ. একুশ শতকের পঞ্চাশ-ষাট দশকে

ঘ. বিশ শতকে সত্তর-আশির দশকে

উত্তর: খ. বিশ শতকের ষাট-সত্তরের দশকে

৫৬. কোন কোম্পানি প্রথম পারসোনাল কম্পিউটার তৈরি করে?

ক. Apple                                            খ. IBM

গ. Samsung                                     ঘ. Microsoft

উত্তর: ক. Apple

৫৭. কোনটির উপর নির্ভর করে মানুষ পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে?

ক. জ্ঞানের উপর                                খ. তথ্যের উপর

গ. ইচ্ছার উপর                                   ঘ. যন্ত্রের উপর

উত্তর: ক. জ্ঞানের উপর

৫৮. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার                 খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. বিশ্বগ্রাম                                         ঘ. বিশ্বায়ন

উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৫৯. অ্যাডা লাভলেস প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন কোনটিকে কাজে লাগানোর জন্য?

ক. আধুনিক কম্পিউটার

খ. চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিন

গ. চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন

ঘ. লজিক ইউনিট

উত্তর: খ. চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিন

৬০. মাইক্রোসফট প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত অপারেটিং সিস্টেম হলো

i. এমএস ডস

ii. উইন্ডোজ

iii. লিনাক্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৬১কম্পিউটারের রয়েছে

i. তথ্য গ্রহণ ক্ষমতা

ii. তথ্য সংরক্ষণ ক্ষমতা

iii. বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের ক্ষমতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

রসায়ন দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৬২যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের শর্ত হলো

i. বিক্রেতার কাছে পণ্য থাকা

ii. ক্রেতা কর্তৃক পণ্যের মূল্য পরিশোধ

iii. ক্রেতার ইন্টারনেট সংযোগ থাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৬৩ক্রেতা অনলাইনের মাধ্যমে –

i. পছন্দের পণ্যটি নির্বাচন করেন

ii. পছন্দের পণ্যটির মূল্য পরিশোধ করতে পারেন

iii. হাতে হাতে পণ্য পেয়ে যান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৬৪ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে

i. ক্রেতা বিক্রেতার ওয়েবসাইটে বসে পছন্দের পণ্যটির অর্ডার দেয়

ii. বিক্রেতা ক্রেতার পছন্দকৃত পণ্যটি ক্রেতার কাছে পাঠিয়ে দেয়

iii. ক্রেতা পণ্য পেয়ে বিল পরিশোধ করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৬৫কমার্সের ব্যবহার ক্ষেত্র –

i. পণ্য বা সেবা বিপণনে

ii. পণ্যের বিজ্ঞাপনে

iii. নাগরিক সেবা প্রদানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৬  ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ফারুক সাহেব একজন সফল ব্যবসায়ী। তিনি কম্পিউটার নেটওয়ার্কের আওতায় ইলেকট্রনিক ব্যবস্থায় তার পণ্য কেনাবেচা করেন।

৬৬ফারুক সাহেবের ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদ্ধতিতে প্রয়োজন হয়

i. ক্রেডিট কার্ড বহন করা

ii. ডেবিট কার্ড বহন করা

iii. নগদ টাকা-পয়সা বহন করা।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

ICT দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৬৭ফারুক সাহেবের গৃহীত পদ্ধতি বাস্তবায়নে কোন প্রযুক্তিটি মুখ্য ভূমিকা পালন করছে?

ক. আধুনিক প্রযুক্তি                            খ. কৃত্রিম প্রযুক্তি

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি              ঘ. যন্ত্র প্রযুক্তি

উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৬৮বর্তমানে সামাজিক যোগাযোগ বলতে বোঝায়

i. মানুষে মানুষে ভার্চুয়াল যোগাযোগকে

ii. নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকে

iii. সামাজিক যোগাযোগ ভিত্তিক ওয়েবসাইট ব্যবহার করাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii 

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৬৯অতিরিক্ত কম্পিউটারে গেম খেলার ফলে

i. কম্পিউটারের প্রতি এক ধরনের আসক্তির সৃষ্টি হয়

ii. চোখের ক্ষতি হয়

iii. সময় অপচয় হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii 

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৭০প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি?

ক. আইবিএম-৬৫০                            খ. আইবিএম-৪৫০

গ. ইউনিভ্যাক-১                                  ঘ. মার্ক-১

উত্তর: গ. ইউনিভ্যাক-১

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply