এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-ধাতু-সাজেশন

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-সাজেশন

অধ্যায়- ৩ : ধাতু

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তথ্যকণিকা

১. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে — ২টি অংশ পাওয়া যায়।

২. ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে—ধাতু।

৩. ধাতুর আরেক নাম— ক্রিয়ামূল।

৪. ধাতু তিন প্রকার— ১. মৌলিক ধাতু, ২. সাধিত ধাতু, ৩. যৌগিক ধাতু।

ICT প্রথম অধ্যায় বহুনির্বাচনি সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫. বাংলা ভাষায় মৌলিক ধাতু—তিন প্রকার।

৬. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম—মৌলিক ধাতু।

৭. মৌলিক ধাতুর অপর নাম — সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু।

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৮. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি ধাতুগুলো এসেছে – হিন্দি ভাষা থেকে।

৯. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু – তিন প্রকার।

১০. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়—প্রযোজক ধাতু।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

ক. যতি                                                খ. ধাতু

গ. উক্তি                                               ঘ. প্রকৃতি

উত্তর: খ. ধাতু

. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়কী কী?

ক. মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু             খ. ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি

গ. গম্ ও গঠ্ ধাতু                               ঘ. স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু

উত্তর: খ. ক্রিয়ামূল  ও ক্রিয়া বিভক্তি

রসায়ন দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

. ধাতু কয় প্রকার?

ক. দুই                                                 খ. তিন

গ. চার                                                 ঘ. পাঁচ

উত্তর: খ. তিন

. গঠনরীতি অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?

ক. দুই                                                 খ. তিন

গ. চার                                                 ঘ. পাঁচ

উত্তর: খ. তিন

. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?

ক. সাধিত ধাতু                                    খ. মৌলিক ধাতু

গ. যৌগিক ধাতু                                  ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: খ. মৌলিক ধাতু

. কোন ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়?

বা যে সকল ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় তাদের নাম কী?

ক. স্বয়ংসিদ্ধ ধাতু                                খ. সাধিত ধাতু

গ. যৌগিক ধাতু                                   ঘ. নাম ধাতু

উত্তর: ক. স্বয়ংসিদ্ধ ধাতু

জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

. মৌলিক ধাতুর অপর নাম কী?

ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু                  খ. ণিজন্ত ধাতু

গ. নাম ধাতু                                         ঘ. প্রযোজক ধাতু

উত্তর: ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু

. ‘পড়্, চল্ ’ দুটি কোন ধাতু?

ক. খাটি বাংলা                                     খ. স্বয়ংসিদ্ধ

গ. সংস্কৃত মূল                                     ঘ. সাধিত ধাতু

উত্তর: খ. স্বয়ংসিদ্ধ

. খাঁটি বাংলা ধাতু কোনটি?

ক. আঁক                                              খ. অঙ্ক

গ. ডর                                                 ঘ. কাট্

উত্তর: ক. আঁক

১০. কোন বাক্যটিতে নাম ধাতুর ক্রিয়াপদ রয়েছে?

ক. আমরা তাজমহল দর্শন করলাম  

খ. তুমি যেতে পার

গ. মন দিয়ে লেখাপড়া কর

ঘ. শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন

উত্তর: ক. আমরা তাজমহল দর্শন করলাম  

১১. ‘ঘৃষধাতুর বাংলা রূপ কোনটি?

 ক. ঘষা                                               খ. ঘিষ্

গ. ঘষ্                                                 ঘ. ঘাষ্

উত্তর: গ. ঘষ্

১২. ‘দৃশধাতুর বাংলা রূপ কোনটি?

ক. দে                                                  খ. দেখ্

গ. দেন                                                ঘ. দেখন

উত্তর: খ. দেখ্

১৩. ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণির ধাতু থেকে গঠিত?

ক. দেশি                                              খ. সংস্কৃত মূল

গ. বিদেশি                                            ঘ. খাঁটি বাংলা

উত্তর: খ. সংস্কৃত মূল

১৪. কৃ, গম, ধৃ,গঠ, স্থ ইত্যাদি-

ক. মৌলিক ধাতু                                  খ. বিদেশি ধাতু

গ.বাংলা ধাতু                                       ঘ. সংস্কৃত ধাতু

উত্তর: ঘ. সংস্কৃত ধাতু

১৫. কোনটি সংস্কৃত মূল ধাতু?

ক. আঁকা                                             খ. খাদ্

গ. বেতা                                              ঘ. ফির

উত্তর: খ. খাদ্

পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৬. সে কাজটা করে থাকবে‘- বাক্যটিতে থাকধাতু কী অর্থ করছে?

ক. সম্ভাবনা                                         খ. সূচনা

গ. সন্দেহ                                            ঘ. সম্পূর্ণতা

উত্তর: গ. সন্দেহ

১৭. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?

ক. ফারসি                                           খ. হিন্দি

গ. আরবি                                            ঘ. উর্দু

উত্তর: খ. হিন্দি

১৮. ‘বিগড়ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক. প্রণাম করা                                     খ. মূর্তি সংক্রান্ত

গ. নষ্ট হওয়া                                       ঘ. উঁচু হওয়া

উত্তর: গ. নষ্ট হওয়া

১৯. নিচের কোনটি বিদেশি ধাতু?

ক. টুট্                                                 খ. শ্রু

গ. ধৃ                                                    ঘ. রক্ষ

উত্তর: ক. টুট্

২০. বিদেশি ধাতু কোনটি?

ক. ছাষ্                                                খ. ডর্

গ. গড়                                                 ঘ. বুধ্

উত্তর: খ. ডর্

২১. খাট্এই বিদেশি ধাতুটির অর্থ কী?

ক. আহ্বান                                           খ. মেহনত করা

গ. ছিন্ন হওয়া                                      ঘ. দোলা

উত্তর: খ. মেহনত করা

২২. যে ক্রিয়া পদের মূল বা ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে তাকে কী বলে?

ক. সংস্কৃতমূল ধাতু                              খ. অজ্ঞাতমূল ধাতু

গ. বিদেশি ধাতু                                    ঘ. ণিজন্ত ধাতু

উত্তর: গ. বিদেশি ধাতু

২৩. বিদেশি ধাতু কোনটি?

ক. কৃৎ                                                খ. টান্

গ. রাখ্                                                ঘ. খাদ্

উত্তর: খ. টান্

২৪. ‘ফিরধাতুটি কী অর্থে বাক্যে ব্যবহৃত হয়?

ক. প্রার্থনা                                           খ. পুনরাগমন

গ. ঝুলানো                                          ঘ. ঠেলা

উত্তর: খ. পুনরাগমন

২৫. নিচের কোনটি বিদেশাগত ধাতু?

ক. ডাক্                                               খ. থাক্

গ. হাস্                                                ঘ. বুঝ্

উত্তর: ক. ডাক্

পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৬. ‘হের দুয়ারে দাঁড়িয়ে কে‘- বাক্যে ব্যবহৃতহেরধাতুটি কোন প্রকারের?

বা হের কোন প্রকারের ধাতু?

ক. আরবি                                            খ. হিন্দি

গ. ফারসি                                            ঘ. অজ্ঞাতমূল

উত্তর: ঘ. অজ্ঞাতমূল

২৭. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?

বা, অজ্ঞাতমূল ধাতু কোনটি?

ক. হ্ন                                                   খ. টান্

গ. হের                                                 ঘ. কহ্

উত্তর: গ. হের

২৮. মৌলিক ধাতুর সঙ্গেপ্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়?

ক. সংযোগমূলক ধাতু                        খ. মৌলিক ধাতু

গ. বিদেশি ধাতু                                   ঘ. সাধিত ধাতু

উত্তর: ঘ. সাধিত ধাতু

ভূগোল ও পরিবেশ তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৯. নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?

ক. পড়ু                                                খ. পড়া

গ. ড়া                                                  ঘ. শোন্

উত্তর: খ. পড়া

৩০. এখনও সাবধান হও, নতুবা আখের খারাপ হব‘।হওক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?

ক. সাধিত ধাতু                                    খ. মৌলিক ধাতু

গ. সংযোগমূলক ধাতু                         ঘ. কর্মবাচ্যের ধাতু

উত্তর: গ. সংযোগমূলক ধাতু

৩১. কোনটি নাম ধাতু?

ক. খা                                                  খ. কর

গ. ঘুমা                                                ঘ. ছাড়

উত্তর: গ. ঘুমা

রসায়ন তৃতীয় অধ্যায় সাজেশন

৩২. কোন বাক্যটিতে নাম ধাতুর উদাহরণ রয়েছে ?

ক. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন           খ. শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন

গ. রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে       ঘ. পুলিশ চোরকে পেটাচ্ছে

উত্তর: খ. শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন

৩৩. কোনটি নাম ধাতু?

ক. ধর্ + আ                                        খ. নাচ্ + আ

গ. কৃ + তব্য                                        ঘ. ঘুম + আ

উত্তর: ঘ. ঘুম + আ

বিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৪. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থেপ্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?

ক. প্রযোজক বা ণিজন্ত ধাতু              খ. সাধিত ধাতু

গ. সংযোগমূলক ধাতু                         ঘ. কর্মবাচ্যের ধাতু

উত্তর: ক. প্রযোজক বা ণিজন্ত ধাতু

৩৫. ‘শিক্ষক হাটিকে বেতাচ্ছেন‘- কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে?

বা, “তিনি ছেলেকে পড়াচ্ছেন।”— কোন ধাতুর উদাহরণ?

ক. মৌলিক ধাতু                                  খ. প্রযোজক ধাতু

গ. নামধাতু                                          ঘ. কর্মবাচ্যের ধাতু

উত্তর: খ. প্রযোজক ধাতু

৩৬. প্রযোজক ধাতু উদাহরণ কোনটি?

ক. বসিয়ে রেখো না                            খ. কাজটি ভালো দেখায় না

গ. এখনও সাবধান হও                       ঘ. মেয়েটি গান গাচ্ছে

উত্তর: ক. বসিয়ে রেখো না

৩৭. প্রযোজক ধাতুর অপর নাম কী?

ক. বিদেশী ধাতু                                   খ. ণিজন্ত ধাতু

গ. নাম ধাতু                                         ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: খ. ণিজন্ত ধাতু

৩৮. কাজটি ভালো দেখায় না। বাক্যে কোন ধাতুর প্রয়োগ দেখানো হয়েছে?

ক. সাধিত                                            খ. কর্মবাচ্যের

গ. প্রযোজক                                       ঘ. সংযোগমূলক

উত্তর: খ. কর্মবাচ্যের

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৯. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’- এখানে হারায় কোন ধাতু?

ক. নাম ধাতু                                        খ. সংযোগমূলক ধাতু

গ. কর্মবাচ্যের ধাতু                             ঘ. ভাববাচ্যের ধাতু

উত্তর: গ. কর্মবাচ্যের ধাতু

৪০. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরেপ্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে?

 ক. সাধিত ধাতু                                    খ. সংযোগমূলক ধাতু

গ. নাম ধাতু                                         ঘ. প্রযোজক ধাতু/ ণিজন্ত ধাতু

উত্তর: গ. নাম ধাতু

৪১. নিচের কোনটি সংযোগমূলক ধাতুর উদাহরণ?

ক. আঁট                                               খ. কাট্

গ. খাট্                                                ঘ. টুট্

উত্তর: খ. কাট্

৪২. ‘সাবধান হও নতুবা বিপদে পড়বে’ক্রিয়াটি কোন ধাতুজাত?

ক. মৌলিক ধাতু                                  খ. নাম ধাতু

গ. প্রযোজক ধাতু                               ঘ. সংযোগমূলক ধাতু

উত্তর: ঘ. সংযোগমূলক ধাতু

৪৩. বিদেশাগত ধাতুর উদাহরণ কোনটি?

ক. কর্                                                খ. জম্

গ. খা                                                   ঘ. রাখ্

উত্তর: খ. জম্

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪৪. নিচের কোন শব্দগুচ্ছ সংস্কৃত ধাতু সাধিত?

ক. বোধ, ধরন                                     খ. হাসা, ক্রীত

গ. গঠিত, স্থানীয়                                 ঘ. পড়ন, দর্শন

উত্তর: ক. বোধ, ধরন

৪৫. ‘হাস্‘- কোন ধাতু?

ক. সংস্কৃতমূল ধাতু                              খ. বিদেশাগত ধাতু

গ. বাংলা ধাতু                                      ঘ. অজ্ঞাতমূল ধাতু

উত্তর: গ. বাংলা ধাতু

৪৬. কোনটিতে নাম ধাতুর ব্যবহার হয়েছে?

ক. মা সন্তানকে চাঁদ দেখায়               খ. আমায় ধমকিও না

গ. কাজটি ভালো দেখায় না               ঘ. স্যার আমাদের পড়ায়

উত্তর: খ. আমায় ধমকিও না

৪৭. কর্মবাচ্যের ধাতু কোন্ ধাতুর অন্তর্ভুক্ত?

ক. প্রযোজক                                      খ. মৌলিক

গ. সংযোগমূলক                                 ঘ. সাধিত ধাতু

উত্তর: ক. প্রযোজক

৪৮. নিচের কোন বাক্যটি সংযোগমূলক ধাতুর উদাহরণ?

ক. খাবারগুলো ঢাকা দে                     খ. কাজটি ভালো দেখায় না

গ. আমাকে ধমকিও না                      ঘ. মা শিশুটিকে গান শোনায়

উত্তর: ক. খাবারগুলো ঢাকা দে

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

৪৯. নিচের কোনটি সংযোগমূলক ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ?

ক. এখন সাবধান হও                          খ. কাজটা ভালো দেখায় না

গ. আমাকে ধমকিও না                      ঘ. আমি তোমাকে শিখাচ্ছি

উত্তর: ক. এখন সাবধান হও

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply