এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-কৃৎ-প্রত্যয় সাজেশন

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র- সাজেশন

অধ্যায়-৩: কৃৎ-প্রত্যয়

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তথ্য কণিকা

১. ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় – ক্রিয়াপদ।

২. ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় – ক্রিয়া-প্রকৃতি।

৩. ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত ধ্বনি বা ধ্বনিসমষ্টি – কৃৎ-প্রত্যয়।

জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন

৪. প্রকৃতি কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে ব্যবহার করা হয় – চিহ্ন।

৫. কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় – কৃদন্ত পদ।

৬. কৃৎ-প্রত্যয় যোগ করলে কৃৎ-প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়, এ পরিবর্তনকে বলে – গুণ ও বৃদ্ধি।

৭. কখনো কখনো প্রকৃতি সাথে প্রত্যয়যুক্ত হলে প্রত্যয়ের একটি অংশ লোপ পায়, তাকে – ইৎ বলে।

পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৮. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য – নতুন শব্দ গঠন।

৯. ভাববাচক বিশেষ্য গঠনে – ‘আও’ প্রত্যয় যুক্ত হয়।

১০. কৃৎ প্রত্যয় – দুই প্রকার।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

কৃৎপ্রত্যয়

. ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে?

ক. >               খ. <                গ.√                  ঘ. –

উত্তর: গ.√

ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

ক. ভাষা সংক্ষেপণ                             খ. শব্দের মিলন

গ. নতুন শব্দ গঠন                             ঘ. বাক্য অলংকরণ

উত্তর: গ. শব্দ গঠন

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩. বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার?

ক. দুই প্রকার                                      খ. চার প্রকার

গ. তিন প্রকার                                     ঘ. পাঁচ প্রকার

উত্তর: ক. দুই প্রকার

. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক. স্ত্রী প্রত্যয়                                       খ. কৃৎ প্রত্যয়

গ. বচন প্রত্যয়                                    ঘ. তদ্ধিত প্রত্যয়

উত্তর: খ. কৃৎ প্রত্যয়

. কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয় পরিবর্তনকে কী বলে?

ক. উপধা ও গুণ                                  খ. ইৎ ও টি

গ. টি ও উপধা                                    ঘ. গুণ ও বৃদ্ধি

উত্তর: ঘ. গুণ ও বৃদ্ধি

৬. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?

 অথবা, যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?

ক. কারক                                            খ. বিভক্তি

গ. যতি                                                ঘ. প্রকৃতি

উত্তর: ঘ. প্রকৃতি

. ধাতু বা প্রকৃতি অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?

ক. উপধা                                            খ. অনুধা

গ. ব্যবধা                                             ঘ. শতধা

উত্তর: ক. উপধা

. ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কী বলে?

ক. উপধা                                             খ. টি

গ. ইৎ                                                  ঘ.বৃদ্ধি

উত্তর: গ. ইৎ

পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৯.উক্ত’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

ঔ √উক + ত                                       খ. √উ + ত

গ. √বচ্ + ক্ত                                       ঘ. √ব + ক্ত

উত্তর: গ. √বচ্ + ক্ত

১০. ‘মোড়কশব্দটির প্রকৃতি প্রত্যয় হলো

ক. মোড় + অক                                 খ. মুড় + অক

গ. মোড়া + অক                                 ঘ.মুড়ি + অক

উত্তর: খ. মুড় + অক

১১. ‘শ্ৰমী’ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. শ্রম + বিন                                     খ. শ্রম + ইষ্ণু

গ. শ্রম + ঞ্ছ                                         ঘ. শ্ৰম + ইন্

উত্তর: ঘ. শ্ৰম + ইন্

১২. ‘মুক্তশব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় কোনটি?

ক. √মু + ক্ত                                         খ. √মুক্ + ত

গ. √মুহ + ক্ত                                       ঘ. √মুচ্‌ + ক্ত

উত্তর: ঘ. √মুচ্‌ + ক্ত

১৩. ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক. আন                                              খ. আই

গ. আল                                               ঘ. আও

উত্তর: খ. আই

জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন

১৪. ‘দাতাশব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. √দা + তৃচ                                      খ. √দাতৃ + আ

গ. √দা + তা                                        ঘ. √দাত + আ

উত্তর: ক. √দা + তৃচ

১৫. কোন প্রত্যয়টি যুক্ত হয়ে বিশেষণ পদ গঠিত হয়?

ক. ‘ই’                                                 খ. ‘না’

গ. ‘তা’                                                ঘ. ‘অন’

উত্তর: গ. ‘তা’

১৬. ‘শ্রবণ’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. √শ্রবণ+অ                                      খ. শ্রী+অন

গ. √শ্ৰব+অন                                      ঘ. √শ্রু+অন>অনট

উত্তর: ঘ. √শ্রু+অন>অনট

১৭. ‘দর্শনশব্দের প্রকৃতিপ্রত্যয় কোনটি?

ক. দৰ্শ + অন                                      খ. দৃশ + অনট

গ. দর্শ + ন                                          ঘ. দর + শন

উত্তর: খ. দৃশ + অনট

১৮. কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক. অ                                                  খ. অন

গ. অন্ত                                               ঘ. তা

উত্তর: ক. অ

ভূগোল ও পরিবেশ সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৯. ‘হতএর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. √হম্ + ক্ত                                       খ. √হন্ + ক্ত

গ. √হত্ + ক্ত                                      ঘ. √হম্ + ক্ত

উত্তর: খ. √হন্ + ক্ত

২০. শানচ্ প্রত্যয়েরআনবিকল্পে কী হয়?

ক. আনো                                            খ. আনা

গ. কান                                               ঘ. মান

উত্তর: ঘ. মান

২১. ‘দোলনা‘-এর প্রকৃতিপ্রত্যয় কোনটি?

ক. দুল্ + অনা                                    খ. দোল্ + না

গ. দিল্ + না                                        ঘ. দী্ল্ + অনা

উত্তর: ক. দুল্ + অনা

২২. উক্তিএর প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. বচ্ + ক্ত                                         খ. বচ্ + উক্তি

গ. বচ্ + ক্তি                                        ঘ. বচ্ + তি

উত্তর: গ. বচ্ + ক্তি

২৩. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

ক. ভাষা সংক্ষেপণ                             খ. শব্দের মিলন

গ. নতুন শব্দ গঠন                             ঘ. বাক্যে অলংকরণ

উত্তর: গ. নতুন শব্দ গঠন

২৪. বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?

ক. পাওনাদার                                      খ. যাচাই

গ. একঘরে                                         ঘ. ফুলদানি

উত্তর: খ. যাচাই

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৫. কৃৎপ্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?

ক. বিভক্তিযুক্ত পদ                              খ. সমাসবদ্ধ পদ

গ. কৃদন্ত পদ                                      ঘ. সমস্তপদ

উত্তর: গ. কৃদন্ত পদ

২৬. শান্তিএর প্রকৃতিপ্রত্যয় কোনটি?

ক. √শান্ত + ঈ                                     খ. √শাম + তি

গ. √শম + ক্তি                                     ঘ. √শম্ + ক্তি

উত্তর: ঘ. √শম্ + ক্তি

২৭. কোনটিতে সঠিক প্রকৃতি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?

ক. √ছিন্ + ক্ত = ছিন্ন                          খ. শুচ্ + ঘ্যণ = শোক

গ. √ভিদ + অল = ভেদ                      ঘ. √স্বপ্ + ক্ত = সুপ্ত

উত্তর: ঘ. √স্বপ্ + ক্ত = সুপ্ত

২৮. ‘নীলিমাশব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় কোনটি?

ক. নীল + ইমা                                     খ. নীল + ঈমন

গ. নীল + মা                                        ঘ. নীল + ইমন

উত্তর: ঘ. নীল + ইমন

২৯. ‘ছিন্নশব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কী?

ক. ছিন + ন                                         খ. √ছিদ্+ ক্ত

গ. ছি + ন্ন                                            ঘ. ছিদ + তৃচ

উত্তর: খ. √ছিদ্+ ক্ত

৩০. ‘লিখ + ইয়ে’–এর সঠিক প্রত্যয় সাধিত শব্দ কী?

ক. লেখক                                           খ. লেখা

গ. লিখিত                                            ঘ. লিখিয়ে

উত্তর: ঘ. লিখিয়ে

৩১. ‘কাঁদ + অন’-কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?

ক. কৃৎ প্রত্যয়                                     খ. তদ্ধিত প্রত্যয়

গ. বাংলা কৃৎ প্রত্যয়                           ঘ. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

উত্তর: গ. বাংলা কৃৎ প্রত্যয়

৩২. কৃদন্ত বিশেষণ গঠনে কৃৎ প্রত্যয় কোনটি?

ক. শ্রমী                                               খ. আত্মঘাতী

গ. চলিষ্ণু                                            ঘ. ভোজ্য

উত্তর: গ. চলিষ্ণু

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৩. কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ?

ক. হত                                                খ. ভয়

গ. জয়                                                ঘ. ঘুর

উত্তর: ঘ. ঘুর

৩৪. নিচের কোনটি সঠিক প্রত্যয়?

ক. √খা + অন = খাওন                       খ. √খা + ওন = খাওন

গ. √খা + উন = খাওন                        ঘ. √খা + অণ = খাওন

উত্তর: ক. √খা + অন = খাওন

৩৫. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?

ক. চল্ + অন = চলন                         খ. চোর + আ = চোরা

গ. বাঘ + আ = বাধা                            ঘ. বড় + আই = বড়াই

উত্তর: ক. চল্ + অন = চলন

৩৬. কারান্ত ধাতুর সঙ্গেঅনস্থলে কী হয়?

ক. আন                                               খ. আনো

গ. ওন                                                 ঘ. অনন

উত্তর: গ. ওন

৩৭. বিশেষ নিয়মে পঠিত কৃদন্ত শব্দ কোনটি?

ক. উড়ূ উড়ূ                                         খ. নাওন

গ. মানাচনা                                         ঘ. ঝলক

উত্তর: খ. নাওন

৩৮. কোনটিতে বিশেষ্য গঠনেপ্রত্যয় যুক্ত হয়েছে?

ক. ভাজি                                             খ. শুনানি

গ. সিলাই                                            ঘ. আঁটুনি

উত্তর: ক. ভাজি

৩৯. ‘ভোজনশব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. ভোজ + অন                                  খ. ভোজ + ন

গ. ভুজ + অনট                                  ঘ. ভো + জন

উত্তর: গ. ভুজ + অনট

৪০. কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?

ক. উক্তি                                              খ. মুক্তি

গ. ভক্তি                                              ঘ. শক্তি

উত্তর: ঘ. শক্তি

৪১. ‘চলিষ্ণুশব্দটির প্রকৃতি প্রত্যয় হলো

ক. √চল্ + ষ্ণু                                      খ. √চল্ + ঈষ্ণু

গ. √চল্ + ইষ্ণু                                    ঘ. √চল্ + উষ্ণু

উত্তর: গ. √চল্ + ইষ্ণু

ICT তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪২. ভাব অর্থেপ্রত্যয় যুক্ত হয়েছে নিচের কোন শব্দে?

ক. যাদব                                              খ. শৈব

গ. কৈশোর                                         ঘ. বৈদ্য

উত্তর: গ. কৈশোর

৪৩. ‘নয়ন‘-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী?

ক. নী + অনট                                    খ. নে + অনট

গ. নী + অট                                        ঘ. নে + অট

উত্তর: ক. নী + অনট

৪৪. ‘পূজকশব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. √পুঁজি + ণক                                 খ. √পূঁজি + নক

গ. √পূঁজী + অক                                ঘ. √পূঁজী + নক

উত্তর: ক. √পুঁজি + ণক

৪৫. কারান্ত ধাতুর পরে ণক প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে কী আসে?

ক. য                                                   খ. য় 

গ. র                                                    ঘ. ষ

উত্তর: খ. য় 

৪৬. গুণের ক্ষেত্রে , স্থলে কী হয়?

ক. ঐ                                                  খ. এ

গ. ও                                                    ঘ. ঔ

উত্তর: খ. এ

৪৭. ধাতুর সাথে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?

ক. বিশেষ্য                                           খ. অব্যয়

গ. বিশেষণ                                          ঘ. ক্রিয়া

উত্তর: গ. বিশেষণ

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪৮. ‘অল’-প্রত্যয়যুত শব্দের ব্যতিক্রম উদাহরণ কোনটি?

ক. ভি+অল=ভয়                                 খ. হন্+অল=বধ

গ. ক্ষি+অল=ক্ষয়                                ঘ. জি+অল=জয়

উত্তর: খ. হন্+অল=বধ

৪৯. ‘ভক্তি’শব্দের প্রকৃতি প্রত্যয় কোন্‌টি?

ক. ভুজ্+তি                                         খ. ভুজ্+ক্তি

গ. ভুচ্+তি                                           ঘ. ভজ্+ক্তি

উত্তর: ঘ. ভজ্+ক্তি

৫০. বিশেষণ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক. অন্ত-প্রত্যয়                                   খ. উ-প্রত্যয়

গ. আও-প্রত্যয়                                    ঘ. তি-প্রত্যয়

উত্তর: ক. অন্ত-প্রত্যয়

৫১. ‘মতি’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. √মম্+ক্তি                                       খ. √মান্+তি

গ. √ম্+ক্তি                                          ঘ. √ম্+ক্ত

উত্তর: গ. √ম্+ক্তি

৫২. ‘ঘঞ্প্রত্যয় কোনটি গঠন করে?

ক. কৃদন্ত বিশেষ্য                                খ. তদ্ধিত বিশেষ্য

গ. বিশেষণ                                          ঘ. ভাব বাচক বিশেষ্য

উত্তর: ক. কৃদন্ত বিশেষ্য

৫৩. নিচের কোন প্রত্যয়টি নিপাতনে সিদ্ধ?

ক. √বচ্ + ক্তি                                      খ. √শ্রম্ + ক্তি

গ. √শক্ + ক্তি                                     ঘ. √মুচ্‌ + ক্তি

উত্তর: গ. √শক্ + ক্তি

৫৪. ‘সুপ্ত’ এর সঠিক প্রকৃতিপ্রত্যয় কোনটি?

ক. √সৃজ্ + ক্ত                                     খ. √সুপ্ + ক্ত

গ. √স্বপ্ + ক্ত                                      ঘ. √স্বাপ্ + ক্ত

উত্তর: গ. √স্বপ্ + ক্ত

৫৫. কোন শব্দটিঅনট’ প্রত্যয়যোগে গঠিত?

ক. শুনানি                                           খ. নয়ন

গ. ডুবন্ত                                              ঘ. কাঁদন

উত্তর: খ. নয়ন

৫৬. কোনটি নিপাতনে সিদ্ধ কৃৎপ্রত্যয়?

ক. ধার্য                                                খ. গীতি

গ. জাত                                               ঘ. ছিন্ন

উত্তর: খ. গীতি

রসায়ন দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৭. ‘মাতাশব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. মা+তৃচ                                           খ. মা + ঞ্ছ

গ.মা + তা                                           ঘ. মাতা + ঞ্চ

উত্তর: ক. মা+তৃচ

৫৮. কোনো কোনো ধাতুর উপধা কারের বৃদ্ধি হয়এর উদাহরণ কোনটি?

ক. রতি                                                খ. দর্শন

গ. দাতা                                               ঘ. শান্তি

উত্তর: ঘ. শান্তি

৫৯. ‘শোক’-এর প্রকৃতিপ্রত্যয়

ক. শুচি+ঘৃণ                                        খ. শুচ+ঘঞ  

গ. শুক+অ                                         ঘ. শুচি+ঘঞ

উত্তর: খ. শুচ+ঘঞ  

৬০. কর্ম ভাববাচ্যে যোগ্যতা ঔচিত্য অর্থে কোন কৃৎ প্রত্যয় যুক্ত হয়?

ক. ঘ্যণ                                                খ. ষ

গ. তৃচ                                                 ঘ. শানচ্

উত্তর: খ. ষ

৬১. ণক প্রত্যয় পরে থাকলে নিজস্ত ধাতুর কোন কারের লোপ হয়?

ক. ‘আ’-কার                                        খ. ‘ই’-কার

গ. ‘ঈ’-কার                                         ঘ. ‘আ’ ও ‘ই’ কার

উত্তর: খ. ‘ই’-কার

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply