এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-সন্ধি-বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাজেশন

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন

দ্বিতীয় অধ্যায়

পাঠ-সন্ধি

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

তথ্য কণিকা

১. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের – ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

২. সন্ধির উদ্দেশ্য – স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতাকে সম্পাদন।

৩. ধ্বনিমাধুর্য রক্ষিত হলো সেক্ষেত্রে বিধান নেই – সন্ধির ।

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি যে নিয়মে হয় – সমীভবন।

৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে হয় – ব্যঞ্জনসন্ধি।

৬. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি – ৩ প্রকার।

৭. ‘বনস্পতি’ এর সন্ধি বিচ্ছেদ – বন + পতি।

৮. বস্তুত র্ এবং স্ এর সংক্ষিপ্ত রূপ – বিসর্গ ।

৯. খাঁটি বাংলায় যে সন্ধি নেই – বিসর্গ সন্ধি।

১০. ‘অহরহ’ এর সন্ধি বিচ্ছেদ – অহঃ + অহ।

১১. সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম – সন্ধি।

১২. সন্ধি, শব্দ উচ্চারণে সহজপ্রবণ ও ধ্বনিমাধুর্য সম্পাদন করে।

১৩. বাংলা ব্যঞ্জনসন্ধি সমীভবনের নিয়মে হয়।

১৪. বাংলা সন্ধি দুধরনের–স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।

১৫. সংস্কৃত বা তৎসম  শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মে হয়।

১৬. তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। যথা-

  1. স্বরসন্ধি-নরাধম, প্রাণাধিক, বিদ্যালয় ইত্যাদি।
  2. ব্যঞ্জনসন্ধি-নিজন্ত, বিপচ্ছায়া, কুজ্ঝটিকা ইত্যাদি।
  3. বিসর্গ সন্ধি-তপোবন, পুনরায় ইত্যাদি।

১৭. যে সন্ধি কোনো নিয়ম মেনে হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

. কোনটি সন্ধির উদ্দেশ্য?

ক. শব্দের মিলন                                 খ. বর্ণের মিলন

গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন               ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন

উত্তর: গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন

. সন্ধির প্রধান সুবিধা কী?

ক. পড়ার সুবিধা                                  খ. লেখার সুবিধা

গ. উচ্চারণের সুবিধা                           ঘ. শোনার সুবিধা

উত্তর: গ. উচ্চারণের সুবিধা

. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয়, সেক্ষেত্রে কীসের বিধান নেই?

ক. সমাসের                                         খ. প্রত্যয়ের

গ. সন্ধির                                             ঘ. বচনের

উত্তর: গ. সন্ধির

. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই।

ক. আয়াসের লাঘব হলে                     খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে

গ. শ্রুতিমধুর হলে                              ঘ. স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে

উত্তর: খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে

. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি মূলত কোন নিয়মে হয়ে থাকে?

ক. সমীভবন                                       খ. বিষমীভবন

গ. অসমীকরণ                                   ঘ. অপিনিহিতি

উত্তর: ক. সমীভবন

. নিচের কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ?

ক. ঘোড়দৌড়                                      খ. তিলেক

গ. কাঁচকলা                                        ঘ. নিন্দুক

উত্তর: ঘ. নিন্দুক

. নিচের কোনটি বাংলা সন্ধি?

ক. মিথ্যুক                                           খ. কথামৃত

গ. মহার্ঘ                                              ঘ. সদানন্দ

উত্তর: ক. মিথ্যুক

. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?

ক. স্বরসন্ধি                                          খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি                                     ঘ. বাংলা সন্ধি

উত্তর: গ. বিসর্গ সন্ধি

রসায়ন দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

. মিতা + আলি = মিতালিএটি কোন সন্ধি?

ক. খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি                 খ. খাঁটি বাংলা স্বরসন্ধি

গ. তৎসম স্বরসন্ধি                              ঘ. তৎসম ব্যঞ্জন সন্ধি

উত্তর: গ. তৎসম স্বরসন্ধি

১০. তৎসম সন্ধি কয় প্রকার?

ক. তিন                                                খ. দুই

গ. চার                                                 ঘ. পাঁচ

উত্তর: ক. তিন

১১. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?

ক. তৎসম সন্ধি                                   খ. বাংলা সন্ধি

গ. স্বরসন্ধি                                          ঘ. ব্যঞ্জন সন্ধি

উত্তর: ক. তৎসম সন্ধি

১২. সন্ধির নিয়মে কারে কারে কার হয়েছে কোনটিতে?

ক. হিমাচল                                          খ. রত্নাকর

গ. মহার্ঘ                                              ঘ. বিদ্যালয়

উত্তর: ক. হিমাচল

১৩. ‘যথার্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো

ক. যথা + অর্থ                                     খ. যথো + অর্থ

গ. যথা + আর্থ                                     ঘ. যথঃ + অর্থ

উত্তর: ক. যথা + অর্থ

১৪. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. কাঁচা + কলা = কাঁচকলা               খ. নাতি + বৌ = নাতবৌ

গ. বদ্ + জাত = বজ্জাত               ঘ. রুপা + আলি = রুপালি

উত্তর: ঘ. রুপা + আলি = রুপালি

১৫. ‘বিদ্যালয়’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বিদ্য + আলয়                                খ. বিদ্যা + অলয়

গ. বিদ + আলয়                                  ঘ. বিদ্যা + আলয়

উত্তর: ঘ. বিদ্যা + আলয়

১৬. + = হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?

ক. প্রাণাধিক                                        খ. কথামৃত

গ. রত্নাকর                                          ঘ. মহাশয়

উত্তর: ঘ. মহাশয়

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৭. ‘কার কিংবাকারের পরকার কিংবা কার থাকলে উভয়ে মিলে-

ক. ঈ-কার হয়                                     খ. উ-কার হয়

গ. ও-কার হয়                                     ঘ. এ-কার হয়

উত্তর: ঘ. এ-কার হয়

১৮. `শুভেচ্ছাশব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক. শুভ + অচ্ছা                                  খ. শুভ + এচ্ছা

গ. শুভ + ইচ্ছা                                    ঘ. শুভে + ইচ্ছা

উত্তর:

১৯. ‘পূর্ণেন্দুকোন সন্ধি?

ক. স্বরসন্ধি                                          খ. ব্যঞ্জন সন্ধি

গ. বিসর্গ সন্ধি                                     ঘ. নিপাতনেসিদ্ধ সন্ধি

উত্তর: ক. স্বরসন্ধি

২০. + = নিয়মের বাইরে কোনটি?

ক. মহেশ                                             খ. রমেশ

গ. ঢাকেশ্বরী                                       ঘ. গণেশ

উত্তর: ঘ. গণেশ

২১. নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত?

ক. মহা + ঈশ = মহেশ                      খ. হিমা + আলয় = হিমালয়

গ. পরি + ইক্ষা = পরীক্ষা                    ঘ. বাগ্ + দান = বাগদান

উত্তর: ক. মহা + ঈশ = মহেশ

২২. কার কিংবা কারের পরে কার কিংবা ঊকার থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. ও-কার                                           খ. ঔ-কার

গ. এ-কার                                           ঘ. ঐ-কার

উত্তর: ক. ও-কার

২৩. ‘শীতার্তশব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. শীত + ঋত                                    খ. শীত + আর্ত

গ. শিত + ঋত                                     ঘ. শিত + অর্ত

উত্তর: ক. শীত + ঋত  

২৪. ‘সদা + এবএর সঠিক সন্ধি হলো

ক. সর্বদা                                             খ. সর্বত্র

গ. সদৈব                                             ঘ. সর্বৈব

উত্তর: গ. সদৈব

ICT প্রথম অধ্যায় বহুনির্বাচনি সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৫. ‘জনৈকশব্দটির সন্ধিবিচ্ছেদ

ক. জন + ঐক                                    খ. জন + নৈক

গ. জন + এক                                     ঘ. জন + ঔক

উত্তর: গ. জন + এক

২৬. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি

ক. মত + এক                                      খ. মত + ঐক্য

গ. মতঃ + এক                                    ঘ. মতঃ + ঐক্যঃ

উত্তর: খ. মত + ঐক্য

২৭. + = এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

ক. মহৌষধি                                        খ. মহৌষধ

গ. বনৌষধি                                         ঘ. পরমৌষধ

উত্তর: ক. মহৌষধি

২৮. কারের পর কার থাকলে উভয়ে মিলে কার হয়এর উদাহরণ কোনটি?

ক. মহৌষধ                                         খ. বনৌষধি

গ. পরমৌষধ                                      ঘ. পরমৌষধি

উত্তর: গ. পরমৌষধ

২৯. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. উদ্ধার                                            খ. পুরস্কার

গ. তিরস্কার                                         ঘ. অতীত

উত্তর: ঘ. অতীত

৩০. ‘পরীক্ষা‘-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. পরি + ঈক্ষা                                  খ. পরী + ঈক্ষা

গ. পরী + ইক্ষা                                     ঘ. পরি + ইক্ষা

উত্তর: ক. পরি + ঈক্ষা

৩১. ‘ + = ‘- সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?

ক. অতীত                                           খ. পরীক্ষা

গ. সতীন্দ্র                                            ঘ. সতীশ

উত্তর: গ. সতীন্দ্র

জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩২. ‘মস্যাধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মসি + আধার                                খ. মস্যা + আধার

গ. মসিহ + আধার                              ঘ. মসী + আধার

উত্তর: ঘ. মসী + আধার

৩৩. + = এর উদাহরণ কোনটি?

ক. পরীক্ষা                                          খ. অতীত

গ. সতীন্দ্র                                            ঘ. সতীশ

উত্তর: ক. পরীক্ষা

৩৪. ‘রবীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. রব + ইন্দ্র                                       খ. রবী + ইন্দ্র

গ. রবি + ইন্দ্র                                      ঘ. রবি + ঈন্দ্র

উত্তর: গ. রবি + ইন্দ্র

৩৫. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

 ক. অত্য + অন্ত                                 খ. অতি + অন্ত্য

গ. অতি + ন্ত                                       ঘ. অতি + অন্ত

উত্তর: ঘ. অতি + অন্ত

৩৬. ‘উপরি + উক্ত’ এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

ক. উপরিউক্ত                                      খ. উপর্যপরি

গ. উপর্যুক্ত                                          ঘ. পুনরপি

উত্তর: গ. উপর্যুক্ত

৩৭. ‘পর্যন্ত‘-এর সন্ধিবিচ্ছেদ কোনটি

ক. পর্য +ন্ত                                          খ.পরি + অন্ত

গ. পর্য + অন্ত                                      ঘ. প + অন্ত

উত্তর: খ.পরি + অন্ত

৩৮. ‘পশু+অধম‘-এর শুদ্ধ সন্ধি কী?

ক. পশ্বধম                                          খ. পশ্বাধম

গ. পশুধম                                          ঘ. পশাধম

উত্তর: ক. পশ্বধম

৩৯. ‘অবেষণশব্দটি কোন সন্ধি?

ক. স্বরসন্ধি                                          খ. ব্যঞ্জন সন্ধি

গ. বিসর্গ সন্ধি                                     ঘ. নিপাতনেসিদ্ধ সন্ধি

উত্তর: ক. স্বরসন্ধি

৪০. ‘তন্বী’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

ক. তনু + ঈ                                         খ. তনু + ই

গ. তন্বী + ঈ                                        ঘ. তনী +ব

উত্তর: ক. তনু + ঈ

পদার্থ বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪১. ‘স্বাগতশব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সু + আগত                                    খ. স্ব + আগত

গ. সা + আগত                                   ঘ. সৃ + আগত

উত্তর: ক. সু + আগত

৪২. ‘অন্বেষণ‘-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক. অম্ব + এষণ                                   খ. অনু + এষণ

গ. অন্ব + ষণ                                       ঘ. অনু + ষণ

উত্তর: খ. অনু + এষণ

৪৩. ‘গায়ক’-এর সন্ধি কোনটি?

ক. গা +ওক                                         খ. গ + অক

গ. গা + য়ক                                         ঘ. গৈ + অক

উত্তর: ঘ. গৈ + অক

৪৪. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. না + ইক                                        খ. নো + ইক

গ. নৌ + ইক                                       ঘ. না + বিক

উত্তর: গ. নৌ + ইক

৪৫. + = আব্ + সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটি?

ক. পাবক                                            খ. নাবিক

গ. ভাবুক                                            ঘ. গায়ক

উত্তর: গ. ভাবুক

৪৬. ‘গবেষণাশব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক গব + এষণা                                     খ. গো + এষণা

গ. গো + ষণা                                       ঘ. গ + বেষণা

উত্তর: খ. গো + এষণা

৪৭. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?

ক. কুলটা                                             খ. গায়ক

গ. পশ্বধম                                           ঘ. নদ্যম্বু

উত্তর: ক. কুলটা

৪৮. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

ক. প্রত্যেক                                          খ. মার্তণ্ড

গ. স্বল্প                                                 ঘ. তন্বী

উত্তর: খ. মার্তণ্ড

৪৯. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

ক. পাবক                                            খ. গবাক্ষ

গ. সুবন্ত                                              ঘ. তন্বী

উত্তর: খ. গবাক্ষ

৫০. ‘মার্তণ্ডকোন সন্ধি সাধিত শব্দ?

ক. স্বর                                                 খ. ব্যঞ্জন

গ. বিশেষ নিয়ম                                  ঘ. নিপাতন

উত্তর: ঘ. নিপাতন

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫১. ‘দিগন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক দিগ + অন্ত                                     খ. দিক্+অন্ত

গ. দিক+অন্ত                                      ঘ. দিগ্‌+অন্ত

উত্তর: খ. দিক্+অন্ত

৫২.সঞ্চয়শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সন্ + চয়                                       খ. সম্ + চয়

গ. সঙ + চয়                                       ঘ. সং+ চয়

উত্তর: খ. সম্ + চয়

৫৩. ‘সংস্কারশব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সঃ + কার                                      খ. সম্ + কার

গ. সং + কার                                      ঘ. সৎ + কার

উত্তর: খ. সম্ + কার

৫৪. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দু+ লোক                                       খ. দ্বি + লোক

গ. দুই + লোক                                    ঘ. দিব্ + লোক

উত্তর: ঘ. দিব্ + লোক

৫৫. ‘মুখছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?

ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি                  খ. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

গ. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি                   ঘ. ব্যঞ্জনধ্বনি + বিসর্গধ্বনি

উত্তর: ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

৫৬. ‘মনীষাশব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মন + ঈষা                                     খ. মনঃ + ইষা

গ. মনস + ঈষা                                   ঘ. মনো + ঈষা

উত্তর: গ. মনস + ঈষা

৫৭. ‘রাজ্ঞী’-এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

ক. রাজ্ + নী                                       খ. রাগ + গী

গ. রাজন + গী                                    ঘ. রাজা + গি

উত্তর: ক. রাজ্ + নী

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৮. ‘বৃষ্টি‘-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বৃস + টি                                         খ. বৃশ + টি

গ. বৃষ্ + তি                                         ঘ. বৃষ + টি

উত্তর: গ. বৃষ্ + তি

৫৯, ‘ষষ্ঠ‘-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষট্ +থ                                           খ. ষষ্+থ

গ. ষষ্+ট                                             ঘ. ষষ্+ঠ

উত্তর: খ. ষষ্+থ

৬০. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

ক. সংস্কার/পরিস্কার                            খ. অতএব

গ. সংশয়                                            ঘ. মনোহর

উত্তর: ক. সংস্কার/পরিস্কার

৬১. বিশেষ নিয়মে সাধিত সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পরি + কার = পরিষ্কার                  খ. নৌ + ইক = নাবিক

গ. নমঃ + কার = নমস্কার                   ঘ. বাক্ + দান = বাগদান

উত্তর: ক. পরি + কার = পরিষ্কার

৬২. বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?

ক. গবাদি                                             খ. উত্থাপন

গ. একাদশ                                          ঘ. বনস্পতি

উত্তর: খ. উত্থাপন

৬৩. বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?

ক. সংস্কৃত                                           খ. পরস্পর

গ. মণীষা                                             ঘ. সম্রাট

উত্তর: ক. সংস্কৃত

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

৬৪. আধুনিক বাংলায় ম্এর পর কণ্ঠ্যবর্গীয় ধ্বনি থাকলে ম্ স্থানে না হয়ে কোনটি হয়?

ক. ৎ                                                    খ.ঃ 

গ. ং                                                  ঘ. ঁ

উত্তর: গ. ং  

৬৫. সন্ধিএর সন্ধি বিচ্ছেদ কী?

ক. সম+ধি                                          খ. সম্+ধি

গ. সম্+ন্ধি                                           ঘ. সণ্+ধি

উত্তর: খ. সম্+ধি

৬৬. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ

ক. কৃ + ক্তি                                         খ. কৃষ্ + তি

গ. কৃঃ+ তি                                          ঘ. কৃষ + টি

উত্তর: খ. কৃষ্ + তি

৬৭. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

ক. উত্থান                                            খ. তস্কর

গ. গোস্পদ                                         ঘ. পরস্পর

উত্তর: ক. উত্থান

৬৮. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

ক. বনস্পতি                                        খ. পদস্খালন

গ. গবাদি                                             ঘ. উত্থাপন

উত্তর: ঘ. উত্থাপন

৬৯. এর পরে নাসিক্য ধ্বনি কী হয়?

ক.তালব্য                                            খ. দন্ত্য

গ. মূর্ধন্য                                             ঘ. ওষ্ঠ্য

উত্তর: ক.তালব্য

এসএসসি সকল বিষয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৭০. ‘ষোড়শ‘-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষট + অশ                                      খ. ষট্ + দশ

গ. ষড় + অশ                                      ঘ. ষড় + দশ

উত্তর: খ. ষট্ + দশ

৭১. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক. তস্কর                                              খ. উত্থান

গ. পরিস্কার                                         ঘ. সংস্কার

উত্তর: ক. তস্কর

৭২. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?

ক. পরিষ্কার                                         খ. উত্থান

গ. সংস্কার                                           ঘ. বৃহস্পতি

উত্তর: ঘ. বৃহস্পতি

৭৩. ‘বনস্পতি‘-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বনস্ + পতি                                  খ. বনঃ + পতি

গ. বন + পতি                                      ঘ. বনো + পতি

উত্তর: গ. বন + পতি

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন

৭৪. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কীসের বিধান নেই?

ক. সমাসের                                         খ. প্রত্যয়ের

গ. সন্ধির                                              ঘ. বচনের

উত্তর: গ. সন্ধির

৭৫. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন রীতিতে ?

ক. সাধু                                                খ. কথ্য

গ. চলিত                                             ঘ. আদর্শ চলিত

উত্তর: খ. কথ্য

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

এসএসসি সকল বিষয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply