এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-বহুনির্বাচনি প্রশ্নোত্তর-ধ্বনির পরিবর্তন

বাংলা দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

দ্বিতীয় অধ্যায়

পাঠ – ধ্বনির পরিবর্তন

তথ্য কণিকা

১. ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত – ভাষার পরিবর্তন।

২. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে – অন্তর্হতি।

৩. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে বলে – অপিনিহিতি।

৪. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে – অসমীকরণ।

এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন

৫. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে – স্বরসংগতি।

৬. প্রগত স্বরসঙ্গতির উদাহরণ – তুলা > তুলো, মুলা > মুলো।

৭. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনিরলোপকে বলে – সম্প্রকর্ষ।

৮. ব্যঞ্জনচুতির অপর নাম – ধ্বনিচ্যুতি।

৯. সমবর্ণের একটির পরিবর্তনকে বলে – বিষমীভবন।

১০. মধ্য স্বরাগম এর অপর নাম— বিপ্রকর্ষ বা স্বরভক্তি।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. Prothesiss অর্থ কী?

ক. মধ্য স্বরাগম                                     খ. আদি স্বরাগম 

গ. অন্ত স্বরাগম                                     ঘ. অপিনিহিতি

উত্তর: খ. আদি স্বরাগম 

২. ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত কোনটি?

ক. শব্দের পরিবর্তন                               খ. অর্থের পরিবর্তন

গ. ধ্বনির পরিবর্তন                                ঘ. ভাষার পরিবর্তন

উত্তর: ঘ. ভাষার পরিবর্তন

৩. স্বরভক্তির অপর নাম কী?

ক. বিপ্রকর্ষ                                           খ. অভিশ্রুতি 

গ. অন্ত্যস্বরাগম                                     ঘ. অপিনিহিতি

উত্তর: ক. বিপ্রকর্ষ 

৪. কোনটি মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?

ক. স্বপ্ন< স্বপন                                      খ. সত্য>সইত্য 

গ. বিলাত>বিলিতি                                 ঘ. ধপধপ>ধপাধপ

উত্তর: ক. স্বপ্ন< স্বপন

৫. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্যের উদাহরণ?

ক. রত্ন > রতন ; ভ্রু> ভুরু                  খ. সত্য > সইত্য

গ. বিলাত > বিলিতি                            ঘ. ধপধপ> ধপাধপ

উত্তর: ক. রত্ন > রতন ; ভ্রু> ভুরু

৬. মধ্য স্বরাগমএর অপর নাম কী?

ক. অসমীকরণ                                   খ. বিষমীভবন

গ. বিপ্রকর্ষ                                          ঘ. সমীভবন

উত্তর: গ. বিপ্রকর্ষ

এসএসসি সকল বিষয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৭. কোনটি স্বরভক্তির উদাহরণ?

ক. পিরীতি                                          খ. বিলিতি

গ. বসতি                                             ঘ. উড়নি

উত্তর: ক. পিরীতি

৮. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?

ক. আদি স্বরাগম                                 খ. স্বরলোপ

গ. মধ্য স্বরাগম                                   ঘ. অন্ত্যস্বরাগম

উত্তর: ক. আদি স্বরাগম

জীববিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৯. পরের কার  কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?

ক. বিপ্রকর্ষ                                         খ. ধ্বনি বিপর্যয়

গ. অভিশ্রুতি                                      ঘ. অপিনিহিতি

উত্তর: ঘ. অপিনিহিতি

১০. আজি > আইজ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

 ক. অপিনিহিতি                                 খ. মধ্য স্বরাগম

গ. স্বরসংগতি                                      ঘ. অন্ত্যস্বরাগম

উত্তর: ক. অপিনিহিতি

১১. সত্য > সইত্য কীসের উদাহরণ?

ক. আদি স্বরাগম                                 খ. মধ্য স্বরাগম

গ. অপিনিহিতি                                   ঘ. অভিশ্রুতি

উত্তর: গ. অপিনিহিতি

১২. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসেএরূপ স্বরকে বলা হয়

ক. অপিনিহিতি                                   খ. অসমীকরণ

গ. স্বরসঙ্গতি                                       ঘ. অন্ত্যস্বরাগম

উত্তর: ঘ. অন্ত্যস্বরাগম

১৩. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?

ক. টপাটপ                                          খ. বিলিতি

গ. দিশি                                               ঘ. রাইখ্যা

উত্তর: ঘ. রাইখ্যা

১৪. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে?

ক. পরাগত                                         খ. সম্প্রকর্ষ

গ. স্বরসংগতি                                      ঘ. অসমীকরণ

উত্তর: ঘ. অসমীকরণ

১৫. ঝম + ঝম > ঝমাঝমএটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?

ক. অপিনিহিতি                                  খ. অসমীকরণ

গ. বিষমীভবন                                    ঘ. সমীভবন

উত্তর: খ. অসমীকরণ

১৬. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক. স্বরলোপ                                        খ. সমীকরণ

গ. অন্ত্যস্বরলোপ                                ঘ. স্বরসংগতি

উত্তর: ঘ. স্বরসংগতি

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৭. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?

ক. আদি স্বরসংগতি                           খ. পরাগত স্বরসংগতি

গ. প্রগত স্বরসংগতি                           ঘ. মধ্য স্বরসংগতি

উত্তর: গ. প্রগত স্বরসংগতি

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৮. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?

ক. বিলিতি                                           খ. মুড়ো

গ. শিকে                                              ঘ. মুজো

উত্তর: ঘ. মুজো

১৯. দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদিঅন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?

ক. বিষমীভবন                                    খ. সমীভবন

গ. স্বরসংগতি                                      ঘ. সম্প্রকর্ষ

উত্তর: ঘ. সম্প্রকর্ষ

জীববিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২০. জানালা > জান্লা— এটি কীসের উদাহরণ?

 ক. সমীভবন                                      খ. অসমীকরণ

গ. স্বরসংগতি                                      ঘ. সম্প্রকর্ষ

উত্তর: ঘ. সম্প্রকর্ষ

২১. ‘ধ্বনি বিপর্যয়‘-এর উদাহরণ কোনটি?

ক. মুড়া > মুড়ে                                   খ. বাক্স > বাস্ক

গ. মোজা > মুজো                              ঘ. দেশি> দিশী

উত্তর: খ. বাক্স > বাস্ক

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২২. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলা হয়?

ক. ধ্বনি বিপর্যয়                                 খ. সমীভবন

গ. বিষমীভবন                                    ঘ. অভিশ্রুতি

উত্তর: ক. ধ্বনি বিপর্যয়

২৩. নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ?

ক. পিশাচ > পিচাশ                             খ. সত্য > সইত্য

গ. দেশি > দিশি                                  ঘ. শুনিয়া > শুনে

উত্তর: ঘ. শুনিয়া > শুনে

২৪. পিশাচ>পিচাশ – ধ্বনি পরিবর্তনে কীসের উদাহরণ?

ক. ধ্বনি বিপর্যয়                                  খ. সমীভবন

গ. অপিনিহিতি                                   ঘ. ব্যঞ্জন বিকৃতি

উত্তর: ক. ধ্বনি বিপর্যয়

২৫. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক. আজি > আইজ                             খ. পিশাচ > পিচাশ

গ. পাকা > পাক্কা                                 ঘ. স্কুল > ইস্কুল

উত্তর: খ. পিশাচ > পিচাশ

২৬. রিকসা>রিসকা– কিসের উদাহরণ?

ক. ব্যঞ্জন বিকৃতি                                খ. ধ্বনি বিপর্যয়

গ. বিষমীভবন                                    ঘ. বিপ্রকর্ষ  

উত্তর: খ. ধ্বনি বিপর্যয়

২৭. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করাকে কী বলে?

ক. সমীভবন                                       খ. অসমীকরণ

গ. মধ্যস্বর লোপ                                 ঘ. পরাগত সমীভবন

উত্তর: ক. সমীভবন

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৮. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ

ক. লাল > নাল                                    খ. শুনিয়া > শুনে

গ. লাফ > ফাল                                   ঘ. অলাবু > লাউ

উত্তর: গ. লাফ > ফাল

২৯. ‘বউদিদি > বউদি’ কিসের উদাহরণ?

ক. সমীভবন                                       খ. ব্যঞ্জনচ্যুতি

গ. অন্তর্হতি                                         ঘ. অভিশ্রুতি

উত্তর: খ. ব্যঞ্জনচ্যুতি

৩০. সুবর্ণ>স্বর্ণ কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে?

ক. আদিস্বরলোপ                                খ. মধ্যস্বরলোপ

গ. অন্ত্যস্বরলোপ                                 ঘ. কোনোটিই নয়  

উত্তর: খ. মধ্যস্বরলোপ

৩১. নিচের কোনটি অভিশ্রুতি?

ক. হাটুয়া > হাউটা                              খ. দেখিয়া > দেইখা

গ. মেজদিদি > মেজদি                       ঘ. ধাইমা > দাইমা

উত্তর: ক. হাটুয়া > হাউটা

৩২. অভিশ্রুতির কারণে পরিবর্তিত উচ্চারিত শব্দ কোনটি?

ক. ফাগুন                                           খ. মেছো

গ. জন্ম                                               ঘ. কপাট

উত্তর: ঘ. কপাট

৩৩. অপিনিহিতির চলিত রূপকে কী বলে?

ক. স্বরসঙ্গতি                                      খ. অন্তর্ভুতি

গ. অভিশ্রুতি                                      ঘ. ব্যঞ্জনচ্যুতি

উত্তর: গ. অভিশ্রুতি

৩৪. শরীর > শরীল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক. বিষমীভবন                                    খ. ধ্বনি বিপর্যয়

গ. সমীভবন                                       ঘ. অপিনিহিতি

উত্তর: ক. বিষমীভবন

৩৫. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?

ক. ফলার                                             খ. তত্ত্ব

গ. কপাট                                            ঘ. আলাদা

উত্তর: গ. কপাট

৩৬. করিয়া > কইরা > করে কীসের উদাহরণ?

ক. সম্প্রকর্ষ                                        খ. অপিনিহিতি

গ. অন্তৰ্হতি                                         ঘ. অভিশ্রুতি

উত্তর: ঘ. অভিশ্রুতি

৩৭. কোনটি বিষমীভবনের উদাহরণ?

ক. জন্ম > জন্ম                                   খ. লাল > নাল

গ. সত্য > সচ্চ                                    ঘ. লাফ > ফাল

উত্তর: খ. লাল > নাল

ICT চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৮. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধনির পরিবর্তন ঘটে এমন উদাহরণ কোনটি?

ক. আশা > আশা                                 খ. চক্র > চকক

গ. জানালা > জানলা                          ঘ. বিলাতি > বিলিতি

উত্তর: খ. চক্র > চকক

৩৯. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

ক. সমীভবন                                       খ. ব্যঞ্জন বিকৃতি

গ. ব্যঞ্জনদ্বিত্বতা                                 ঘ. বিষমীভবন

উত্তর: ঘ. বিষমীভবন

৪০. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে এর উদাহরণ কোনটি?

ক. লাল >নাল                                      খ. লগ্ন > লগন্

গ. করলাম > কল্লাম                           ঘ. পিশাচ > পিচাশ

উত্তর: ক. লাল >নাল

৪১. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?

ক.ফাগুণ                                            খ.সক্কাল

গ. ধোপা                                             ঘ. শরীল

উত্তর: গ. ধোপা

৪২. অন্ত্যস্বরাগম এর উদাহরণ কোনটি?

ক. সত্য > সত্যি                                  খ. দেশি > দিশি

গ. সত্য > সইত্য                                 ঘ. সত্য > সচ্চ

উত্তর: ক. সত্য > সত্যি

৪৩. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?

ক. ফলার                                              খ. তক্ব

গ. কপাট                                              ঘ. আলাদা

উত্তর: গ. কপাট

আমাদের ইউটিউব চ্যানেল

নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং টিউটরিয়াল গুলি ধারা বাহিক ভাবে দেখতে থাকুন।

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply