এসএসসি-বাংলা দ্বিতীয় পত্র-বহুনির্বাচনি প্রশ্নোত্তর-কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ

বাংলা দ্বিতীয় পত্রসাজেশন

অধ্যায়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ

*তথ্যকণিকা*

১. ক্রিয়া সংঘটনের সময়কে বলে – কাল।

২. ক্রিয়ার কাল প্রধানত – তিন প্রকার।

৩. ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায় – পুরুষভেদে।

৪. ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না – বচনভেদে।

জীববিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫. অনুজ্ঞা ব্যবহৃত হয় – বর্তমান ও ভবিষ্যৎ কালে।

৬. প্রাচীন লেখকের উদ্ধৃতিতে অতীত কালের অর্থে – সাধারণ বর্তমান কাল হয়।

৭. অভ্যস্ততা বোঝাতে – নিত্যবৃত্ত কাল হয়।

৮. আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে ব্যবহৃত হয় – ভবিষ্যৎ কাল।

৯. স্থায়ী সত্য প্রকাশে নিত্যবৃত্ত বর্তমানের প্রয়োগ – চার আর তিনে সাত হয়।

১০. অনুপস্থিত ব্যক্তিকে বলে – নাম পুরুষ।

* বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর *

১. কাল কাকে বলে?

ক. ক্রিয়া সংঘটনের সময়কে             খ. যেকোনো সময়কে

গ. কর্তা যা করে তাকে                       ঘ. ক্রিয়ার কাজকে

উত্তর: ক. ক্রিয়া সংঘটনের সময়কে  

২. ক্রিয়া বর্তমানেঅতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?

ক. ক্রিয়ার ভাব                                    খ. ক্রিয়ার কাল

গ. ক্রিয়ার অনুজ্ঞা                              ঘ. ক্রিয়ার কর্ম

উত্তর: খ. ক্রিয়ার কাল

৩. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?

ক. এক প্রকার                                     খ. দশ প্রকার

গ. তিন প্রকার                                     ঘ. পাঁচ প্রকার

উত্তর: গ. তিন প্রকার

ICT চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪. কীসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?

ক. প্রয়োগভেদে                                  খ. অর্থভেদে

গ. বচনভেদে                                      ঘ. বর্ণনাভেদে

উত্তর: গ. বচনভেদে

৫. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’ –উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ                                          খ. ঘটমান

গ. নিত্যবৃত্ত                                         ঘ. পুরাঘটিত

উত্তর: গ. নিত্যবৃত্ত

৬. কোন কালে মধ্যম পুরুষ  নাম পুরুষের ক্রিয়ারূপ অভিজ্ঞ থাকে?

ক. অতীত কালে                                 খ. ভবিষ্যৎ কালে

গ. বর্তমান কালে                                 ঘ. বর্তমান ও ভবিষ্যৎ কালে

উত্তর: খ. ভবিষ্যৎ কালে

৭. স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়

ক. পুরাঘটিত বর্তমান কাল                খ. সাধারণ বর্তমান কাল

গ. নিত্যবৃত্ত বর্তমান কাল                   ঘ. ঘটমান বর্তমান কাল

উত্তর: গ. নিত্যবৃত্ত বর্তমান কাল

৮. ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’ – এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?

ক. ঘটমান বর্তমান                             খ. পুরাঘটিত বর্তমান

গ. ঘটমান অতীত                               ঘ. সাধারণ অতীত

উত্তর: খ. পুরাঘটিত বর্তমান

৯. ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?

ক. সাধারণ বর্তমান                             খ. পুরাঘটিত অতীত

গ. নিত্যবৃত্ত বর্তমান                            ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: গ. নিত্যবৃত্ত বর্তমান

১০. সন্ধ্যায় সূর্য অস্ত গেল —উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ                                          খ. ঘটমান

গ. নিত্যবৃত্ত                                         ঘ. পুরাঘটিত

উত্তর: গ. নিত্যবৃত্ত

১১. ‘চার আর তিন মিলে সাত হয়‘- বাক্যটিতে কী প্রকাশে নিত্যবৃত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে ?

ক. স্থায়ী সত্য                                      খ. অনিশ্চয়তা

গ. কামনা                                           ঘ. সম্ভাবনা

উত্তর: ক. স্থায়ী সত্য

১২. ‘বুকের রক্তে লিখেছি একটি নামবাংলাদেশ‘- বাক্যের ক্রিয়াটি কোন কালের?

ক. সাধারণ বর্তমান                            খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত অতীত                           ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: ঘ. পুরাঘটিত বর্তমান

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৩. ‘চিন্তা করো নাকালই আসছি’–বাক্যটি কোন কালের?

ক. ঘটমান ভবিষ্যৎ কাল                    খ. পুরাঘটিত বর্তমান কাল

গ. ঘটমান বর্তমান কাল                      ঘ. সাধারণ ভবিষ্যৎ কাল

উত্তর: গ. ঘটমান বর্তমান কাল

১৪. ‘হাসান বই পড়ছে‘- কোন বর্তমান কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত                                         খ. সাধারণ

গ. ঘটমান                                           ঘ. পুরাঘটিত

উত্তর: গ. ঘটমান

১৫. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?

ক. শীতের বাতাস বইছে                      খ. কৃষ্ণচূড়া ফুটল

গ. আকাশে মেঘ ডেকেছিল               ঘ. বৃষ্টিতে পথে কাদা হয়েছে

উত্তর: ঘ. বৃষ্টিতে পথে কাদা হয়েছে

১৬. কোন বাক্যটি ঐতিহাসিক বর্তমানের ক্রিয়াপদ দ্বারা গঠিত?

ক. দেখে এলাম তারে                         খ. আবার আসিব ফিরে

গ. কেন যে তুমি আসনা                     ঘ. হুমায়ুনের পর আকবর বাদশা হন

উত্তর: ঘ. হুমায়ুনের পর আকবর বাদশা হন

১৭. চন্ডীদাস বলেন, ‘সবার উপরে মানুষ সত্যতাহার উপরে নাই‘— এটি কোন কালের বাক্য?

ক. সাধারণ বর্তমান                             খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত অতীত                           ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: ক. সাধারণ বর্তমান

১৮. ‘দুলিতেছে তরী ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ‘- বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে?

ক. ঘটমান বর্তমান                             খ. সাধারণ বর্তমান

গ. নিত্যবৃত্ত বর্তমান                            ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: ক. ঘটমান বর্তমান

১৯. অসম্পূর্ণ বর্তমান কালের সঠিক উদাহরণ কোনটি?

ক. অমলা গান গাইছে                        খ. সে রোজ সকালে বেড়াতে আসে

গ. আমি ভাত খাই                               গ. তুহিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে

উত্তর: ক. অমলা গান গাইছে

২০. ‘বৃষ্টি যদি আসেআমি বাড়ি চলে যাব‘- বাক্যটি কোন কালের?

ক. সাধারণ অতীত                              খ. সাধারণ ভবিষ্যৎ

গ. সাধারণ বর্তমান                             ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ

উত্তর: গ. সাধারণ বর্তমান

২১. “বিপদ যখন আসে তখন এমনি করেই আসে।‘ কোন কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান                             খ. সাধারণ ভবিষ্যৎ

গ. ঘটমান বর্তমান                              ঘ. নিত্যবৃত্ত অতীত

উত্তর: ক. সাধারণ বর্তমান

২২. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি‘- বাক্যটি কোন কালের?

ক. সাধারণ বর্তমান                            খ. পুরাঘটিত বর্তমান

গ. ঘটমান অতীত                               ঘ. সাধারণ অতীত

উত্তর: খ. পুরাঘটিত বর্তমান

২৩. তিনি গতকাল হাটে যাননি ক্রিয়াটি কোন কালের?

ক. সাধারণ বর্তমান                             খ. পুরাঘটিত বর্তমান

গ. সাধারণ অতীত                               ঘ. পুরাঘটিত অতীত

উত্তর: ক. সাধারণ বর্তমান

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

২৪. কাব্যের ভনিতায় কোন কালের ব্যবহার হয়?

ক. নিত্যবৃত্ত বর্তমান                           খ. ঘটমান বর্তমান

গ. নিত্যবৃত্ত অতীত                             ঘ. ঘটমান অতীত

উত্তর: ক. নিত্যবৃত্ত বর্তমান

২৫. ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কাদের?

ক. সাধারণ বর্তমান                             খ. পুরাঘটিত অতীত

গ. নিত্যবৃত্ত অতীত                             ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: ঘ. পুরাঘটিত বর্তমান

২৬. ‘এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে।’ কোন কালের উদাহরণ?

ক. ঘটমান বর্তমান                              খ. পুরাঘটিত বর্তমান

গ. সাধারণ অতীত                              ঘ. ঘটমান অতীত

উত্তর: গ. সাধারণ অতীত

২৭. “এক্ষণে জানিলামকুসুমে কীট আছে” এটি

ক. নিত্যবৃত্ত অতীত                             খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত বর্তমান                         ঘ. সাধারণ বর্তমান

উত্তর: খ. সাধারণ অতীত

২৮. ‘শিকারী পাখিটিকে গুলি করল’ কোন কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান                            খ. সাধারণ অতীত

গ. নিত্যবৃত্ত বর্তমান                            ঘ. পুরাঘটিত অতীত

উত্তর: খ. সাধারণ অতীত

২৯. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?

ক. বেলা যে পড়ে এল

খ. আকাশে চাঁদ ছিল

গ. আমরা রোজ ফুল কুড়াতাম

ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়

উত্তর: গ. আমরা রোজ ফুল কুড়াতাম

৩০. আজ যদি মাহমুদ আসতকেমন মজা হতো— বাক্যটি কোন কালের?

বা আজ যদি সুমন আসতকেমন মজা হতো। বাক্যটি কোন কালের উদহরণ?

ক. ঘটমান অতীত                               খ. পুরাঘটিত অতীত

গ. নিত্যবৃত্ত অতীত                             ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: গ. নিত্যবৃত্ত অতীত

৩১. নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি?

ক. তুমি পড়তে থাকবে                       খ. আমি সেখানে যেতাম

গ. তুমি গিয়েছিলে                              ঘ. আমি লিখে থাকব

উত্তর: খ. আমি সেখানে যেতাম

৩২. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?

ক. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি

খ. চোখের আলোয় দেখেছিলেম

গ. আকাশ জুড়ে মেঘ করেছে

ঘ. নকুল দা জুতো মচমচিয়ে চলছিলেন

উত্তর: ক. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি

৩৩. শৈশবে অমি কুড়াতে আনন্দ পেতামউক্ত বাক্যটি কোন অতীতকাল?

ক. সাধারণ অতীত                              খ. নিত্যবৃত্ত অতীত

গ. ঘটমান অতীত                               ঘ. পুরাঘটিত অতীত

উত্তর: খ. নিত্যবৃত্ত অতীত

রসায়ন চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৪. অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?

ক. নিত্যবৃত্ত অতীত কাল                   খ. পুরাঘটিত অতীত কাল

গ. ঘটমান অতীত কাল                      ঘ. সাধারণ অতীত কাল

উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত কাল

৩৫. ‘সাতাশ হতো যদি একশ সাতাশ‘–এখানে ‘হতো‘ কোন কালের ক্রিয়া?

বা আটাশ হতো যদি একশ আটাশবাক্যটি কোন কালের?

ক. নিত্যবৃত্ত অতীত                            খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত অতীত                           ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত

৩৬. নিচের কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?

ক. আজ যদি খোকা আসত কেমন মজা হতো

খ. সাতাশ হতো যদি একশ সাতাশ

গ. বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন

ঘ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো

উত্তর: ঘ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো

৩৭. নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?

ক. আমি রোজ সকালে বেড়াই

খ. তোমাকে আজ স্কুলে যেতে হবে

গ. আমি রোজ বেড়াতে যাব

ঘ. আমি রোজ স্কুলে যেতাম

উত্তর: ঘ. আমি রোজ স্কুলে যেতাম

৩৮. ‘আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম‘- এটি কোন কালের বাক্য?

ক. পুরাঘটিত বর্তমান                         খ. ঘটমান অতীত

গ. নিত্যবৃত্ত অতীত                             ঘ. পুরাঘটিত অতীত

উত্তর: গ. নিত্যবৃত্ত অতীত

৩৯. ‘১৯৭১ সালে এদেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছি‘- কোন কালের উদাহরণ?

ক. সাধারণ অতীত                              খ. পুরাঘটিত অতীত

গ. সাধারণ বর্তমান                             ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: খ. পুরাঘটিত অতীত

৪০. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?

ক. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

খ. এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে

গ. কাজটি কি তুমি করেছিলে

ঘ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো

উত্তর: ক. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

৪১. ‘সেবার তাকে সুস্থই দেখেছিলাম’ কোন কালের উদাহরণ?

ক. সাধারণ অতীত                              খ. নিত্যবৃত্ত অতীত

গ. পুরাঘটিত অতীত                           ঘ. ঘটমান অতীত

উত্তর: গ. পুরাঘটিত অতীত

৪২. “বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন”– এখানে দেখছিলেন কোন কালের উদাহরণ?

ক. ঘটমান অতীত                              খ. পুরাঘটিত অতীত

গ. নিত্যবৃত্ত অতীত                             ঘ. সাধারণ অতীত

উত্তর: ক. ঘটমান অতীত

৪৩. ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।‘- ক্রিয়াটি কোন কালের?

ক. সাধারণ অতীত                              খ. ঘটমান অতীত

গ. নিত্যবৃত্ত অতীত                             ঘ. পুরাঘটিত অতীত

উত্তর: খ. ঘটমান অতীত

৪৪. কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?

ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম

খ. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি

ঘ. কে জানত আমার ভাগ্য এমন হবে

উত্তর: ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম

৪৫. কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে?

ক. আমরা গিয়েছি                              খ. সে কি গিয়েছিল

গ. তুমি যেতে থাক                             ঘ. সেখানে গিয়ে দেখে আস

উত্তর: খ. সে কি গিয়েছিল

পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪৬. দুটি অতীত কালের ক্রিয়ার বর্ণনার সংগতি রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহৃত হয়?

ক. সাধারণ অতীত কাল                      খ. পুরাঘটিত অতীত কাল

গ. ঘটমান বর্তমান কাল                     ঘ. পুরাঘটিত বর্তমান কাল

উত্তর: খ. পুরাঘটিত অতীত কাল

৪৭. অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়?

ক. বর্তমান ও ভবিষ্যৎ                        খ. ভবিষ্যৎ ও অতীত

গ. বর্তমান ও অতীত                          ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত

উত্তর: ক. বর্তমান ও ভবিষ্যৎ

৪৮. বিশেষ ইচ্ছা অর্থে বর্তমান কালের পরিবর্তে অতীতকালের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?

ক. তোমরা যা খুশি কর, আমি বিদায় হলাম

খ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো

গ. ভাবলাম, তিনি বাড়ি গিয়ে থাকবেন

ঘ. সকলেই যেন সভায় হাজির থাকে

উত্তর: ক. তোমরা যা খুশি কর, আমি বিদায় হলাম

৪৯. ‘শীঘ্রই বৃষ্টি আসবে”- কোন কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান                             খ. বর্তমান অনুজ্ঞা

গ. সাধারণ ভবিষ্যৎ                            ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা

উত্তর: গ. সাধারণ ভবিষ্যৎ

৫০. সে হয়তো ‘এসে থাকবে‘- এখানে কোন কালের পরিবর্তে সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়েছে?

ক. পুরাঘটিত বর্তমান                         খ. পুরাঘটিত ভবিষ্যৎ

গ. ঘটমান অতীত                               ঘ. সাধারণ অতীত

উত্তর: ঘ. সাধারণ অতীত

৫১. যদিযখনযেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত  ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য কোন কালের ব্যবহার হয়?

ক. সাধারণ অতীত                              খ. সাধারণ ভবিষ্যৎ

গ. সাধারণ বর্তমান                             ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: গ. সাধারণ বর্তমান

৫২. আমি দেখেছি বাচ্চাটা রোজ কাঁদে– বাক্যটি কোন কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত বর্তমান                           খ. সাধারণ বর্তমান

গ. ঘটমান বর্তমান                              ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: ক. নিত্যবৃত্ত বর্তমান

বাংলা প্রথম পত্র-শিক্ষা ও মনুষ্যত্ব-সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৩. অতীত কালের স্থলে কখন ভবিষ্যৎ কালের ক্রিয়ার রূপ ব্যবহৃত হয়?

ক. আক্ষেপ প্রকাশে                           খ. সন্দেহ প্রকাশে

গ. স্থায়ী প্রকাশে                                  ঘ. নিত্যদিনের ঘটনা প্রকাশে

উত্তর: ক. আক্ষেপ প্রকাশে

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল প্লেলিস্ট

বিজ্ঞান নবম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply