এসএসসি-বাংলা দ্বিতীয় পত্র-বহুনির্বাচনি প্রশ্নোত্তর-সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ

এসএসসি-বাংলা দ্বিতীয় পত্র সাজেশন

চতুর্থ অধ্যায়

সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরররর

তথ্যকণিকা

১. সকর্মক, অকর্মক ও দ্বিকর্মক হতে পারে — সমাপিকা ক্রিয়া।

২. ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়— সমাপিকা ক্রিয়া।

৩. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা — তিন প্রকার।

বাংলা প্রথম পত্র আম-আঁটির ভেঁপু- সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত কর্মপদকে বলে — ধাত্বর্থক কর্ম।

৫. অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়  — ইনে > নে।

৬. ‘কাটিতে কাটিতে ধান এলো বরষা’ – বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে — নিরন্তরতা অর্থে।

৭. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে অবশ্যই ব্যবহার করতে হয় — সমাপিকা ক্রিয়া।

৮. ব্যাপ্তি অর্থে যৌগিক ক্রিয়ার উদাহরণ — কথাটা ছড়িয়ে পড়েছে।

৯. ‘এখন শুয়ে পড়’ এখানে ‘পড়’ ধাতু ব্যবহৃত হয়েছে — সমাপ্তি অর্থে।

১০. রীতিস্নিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে অনুপস্থিত থাকে — সমাপিকা ক্রিয়া।

* গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর *

কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমানঅতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়?

ক. মিশ্র ক্রিয়া                                     খ. যৌগিক ক্রিয়া

গ. সমাপিকা ক্রিয়া                             ঘ. অসমাপিকা ক্রিয়া

উত্তর: গ. সমাপিকা ক্রিয়া

বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা‘-  বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক. সমকাল                                         খ. নিরন্তরতা

গ. সমাপ্তি                                           ঘ. সূচনা

উত্তর: খ. নিরন্তরতা

রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে কোন ক্রিয়া অনুপস্থিত থাকে?

ক. অসমাপিকা ক্রিয়া                         খ. সমাপিকা ক্রিয়া

গ. সকর্মক ক্রিয়া                                ঘ. অকর্মক ক্রিয়া

উত্তর: খ. সমাপিকা ক্রিয়া

পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?

ক. যৌগিক ক্রিয়া                               খ. অসমাপিকা ক্রিয়া

গ. সমাপিকা ক্রিয়া                             ঘ.কোনোটিই নয়

উত্তর: গ. সমাপিকা ক্রিয়া

বাক্যস্খিত সমাপিকা  অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হলে- তাকে কী বলে?

 ক. এক কর্তা                                      খ. অসমান কর্তা

গ. শর্তাধীন কর্তা                                 ঘ. নিরপেক্ষ কর্তা

উত্তর: ক. এক কর্তা

ভূগোল ও পরিবেশ সাজেশন পেতে এখানে ক্লিক করুন

কোন বাক্যে অসমান কর্তা রয়েছে?

ক. সে কেঁদে কেঁদে বলল

খ. বালিকাটি গান করে চলে গেল

গ. সে যেতে যেতে থেমে গেল

ঘ. তোমরা বাড়ি এলে আমি রওনা হব

উত্তর: ঘ. তোমরা বাড়ি এলে আমি রওনা হব

৭. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?

ক. তোমরা বাড়ি এলে আমরা রওনা হব

খ. তুমি চাকরি পেলে কী আর দেশে আসবে

গ. সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল

ঘ. যত্ন করলে রত্ন মেলে

উত্তর: গ. সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল

. ‘সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল।‘-  বাক্যটি কোন কর্তার উদাহরণ?

ক. এক কর্তা                                       খ. প্রযোজক কর্তা

গ. শর্তাধীন কর্তা                                 ঘ. নিরপেক্ষ কর্তা

উত্তর: ঘ. নিরপেক্ষ কর্তা

জীববিজ্ঞান অষ্টম অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

. ‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’ – এখানে সূর্য কোন ধরনের কর্তা?

ক. অসমান কর্তা                                খ. এক কর্তা

গ. প্রযোজক কর্তা                              ঘ. নিরপেক্ষ কর্তা

উত্তর: ঘ. নিরপেক্ষ কর্তা

১০কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?

ক. আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে

খ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

গ. বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না

ঘ. তুমি যদি যাও তবে সে যাবে

উত্তর: ক. আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে

১১. ‘চন্দ্ৰ আলো ছড়ালে চকোর পাখা মেলে‘- অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?

ক. এক কর্তা                                       খ. নিরপেক্ষ কর্তা

গ. ব্যতিহার কর্তা                                ঘ. প্রযোজক কর্তা

উত্তর: খ. নিরপেক্ষ কর্তা

১২. ‘কথাটা ছড়িয়ে পড়েছে‘-যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটির কোন অর্থে ব্যবহার হয়েছে?

ক. সমাপ্তি                                           খ. আকস্মিকতা

গ. ক্রমশ                                             ঘ. ব্যাপ্তি

উত্তর: ঘ. ব্যাপ্তি

১৩কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?

ক. ইয়া > এ                                         খ. ইলে >লে

গ. ইতে > তে                                      ঘ. ইনে > নে

উত্তর: ঘ. ইনে > নে

১৪. সমাপিকা ক্রিয়া গঠিত হয় —

ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে

খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে

গ. ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে

ঘ. ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে

উত্তর: ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে

ICT তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৫অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কত প্রকার কর্তা দেখা যায়?

ক. বারো প্রকার                                  খ. তিন প্রকার

গ. দুই প্রকার                                      ঘ. ছয় প্রকার

উত্তর: খ. তিন প্রকার

১৬. ‘বৃষ্টি থেমে গেল’-যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?

ক. অবিরাম অর্থ                                 খ. ক্রমশ অর্থ

গ. সমাপ্তি অর্থ                                    ঘ. সম্ভাবনা অর্থ

উত্তর: গ. সমাপ্তি অর্থ

১৭অনুসর্গরূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে?

ক. তোমার কি চাইতে ইচ্ছা করে

খ. সে আমার দিকে চাইতে থাকে

গ. এমন চাওয়া চাইতে নেই

ঘ. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল

উত্তর: ঘ. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

১৮. ‘সাপেক্ষতা‘ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?

ক. আজ গেলেও যা, কাল গেলেও তা

খ. তিনি গেলে কাজ হবে

গ. চারটা বাজলে স্কুল ছুটি হবে

ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

উত্তর: খ. তিনি গেলে কাজ হবে

১৯কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?

ক. এখন আমি যেতে চাই

খ. এখন ট্রেন ধরতে হবে

গ. পদ্মফুল দেখতে সুন্দর

ঘ. মেলা দেখতে ঢাকা যাব

উত্তর: ঘ. মেলা দেখতে ঢাকা যাব

২০কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে?

ক. বৃষ্টি থেমে গেল

খ. এক্ষুণি বৃষ্টি এসে পড়বে

গ. তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

ঘ. সে গান করতে পারে

উত্তর: গ. তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

২১কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করেছে?

ক. এখন আমি যেতে চাই

খ. এখন ট্রেন ধরতে হবে

গ. পদ্মফুল দেখতে সুন্দর

ঘ. মেলা দেখতে ঢাকা যাব

উত্তর: ঘ. মেলা দেখতে ঢাকা যাব

২২. ‘প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়’– বাক্যে ‘উঠলে’ পদটি কোন প্রকারের ক্রিয়াপদ?

ক. প্রযোজক ক্রিয়া                            খ. যৌগিক ক্রিয়া

গ. অসমাপিকা ক্রিয়া                         ঘ. সমাপিকা ক্রিয়া

উত্তর: গ. অসমাপিকা ক্রিয়া

বাংলা দ্বিতীয় উপসর্গ-বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

২৩কোন বাক্যটিতে ‘’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে?

ক. আমি যেতে চাই

খ. চেঁচিয়ে কথা বলো না

গ. দেখিতে বাসনা মাগো তোমার চরণ

ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

উত্তর: খ. চেঁচিয়ে কথা বলো না

২৪‘খোকা এখন হাঁটতে পারে‘- বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ক. জানা                                              খ. সামর্থ্য

গ. সূচনা                                              ঘ. ইচ্ছা

উত্তর: খ. সামর্থ্য

২৫কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে?

ক. পরীক্ষা দিতে ঢাকা যাব

খ. দেখতে দেখতে সে এসে গেল

গ. মেয়েটি গাইতে জানে

গ. রুমা খেতে ভালোবাসে

উত্তর: ক. পরীক্ষা দিতে ঢাকা যাব

২৬অনুসর্গরূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে?

ক. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল

খ. বাল্যকালে বিদ্যাভাস করতে হয়

গ. কাটিতে কাটিতে ধান এল বরষা

ঘ. এখনই ট্রেন ধরতে হবে

উত্তর: ক. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল

২৭. ‘মেলা দেখতে ঢাকা যাব‘-  বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহার হয়েছে?

ক. জানা                                             খ. দেখা

গ. ইচ্ছা                                               ঘ. উদ্দেশ্য

উত্তর: ঘ. উদ্দেশ্য

২৮কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে?

ক. প্রভাতে সূর্য উঠলে সবাই জেগে উঠে

খ. সুরমা নদীতে প্রচুর মাছ আছে

গ. সাপুড়ে সাপ খেলায়

ঘ. অন্ধকারে মানুষ ভয় পায়

উত্তর: ক. প্রভাতে সূর্য উঠলে সবাই জেগে উঠে

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২৯. ‘বিধি বোঝাতে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে?

ক. চারটা বাজলে স্কুলের ছুটি হবে

খ. বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়

গ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

ঘ. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?

উত্তর: খ. বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়

৩০. “তিনি গেলে কাজ হবে”- এখানে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. কার্যপরম্পরা                                 খ. সাপেক্ষতা

গ. বিস্ময়জ্ঞাপক                                 ঘ. সম্ভাবনার বিকল্প

উত্তর: খ. সাপেক্ষতা

৩১কোন বাক্যে ‘পরীক্ষা‘ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. কষ্টিপাথরে সোনা কষে নাও

খ. আমাকে করতে দাও

গ. এখন ভাবতে থাকো

ঘ. আমরা পরীক্ষা দিয়ে আসছি

উত্তর: ক. কষ্টিপাথরে সোনা কষে নাও

৩২. ‘আমার আর থাকা হয়ে উঠল না’বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সম্ভাবনা অর্থে                                খ. সামান্য অর্থে

গ. অবিরাম অর্থে                                ঘ. অভ্যাস অর্থে

উত্তর: ক. সম্ভাবনা অর্থে

পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৩নিরন্তর অর্থে যৌগিক ক্রিয়া কোনটি?

ক. ঘটনাটা শুনে রাখ

খ. তিনি বলতে লাগলেন

গ. ছেলে-মেয়েরা শুয়ে পড়ল

ঘ. সাইরেন বেজে উঠল

উত্তর: খ. তিনি বলতে লাগলেন

৩৪যৌগিক ক্রিয়ার গঠনে ‘যা’ ধাতুর ব্যবহারে ‘চা জুড়িয়ে যাচ্ছে’ কোন অর্থের উদাহরণ?

ক. সমাপ্ত                                            খ. অবিরাম

গ. ক্রমশ                                             ঘ. সম্ভাবনা

উত্তর: গ. ক্রমশ

৩৫পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে?

ক. এবার কাপড় চোপড় গুছিয়ে নাও

খ. এদিকে চেয়ে দেখ

গ. লবণটা চেখে দেখ

ঘ. এখন কাজে লাগোত দেখি

উত্তর: গ. লবণটা চেখে দেখ

৩৬কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?

ক. কাপড়-চোপড় গুছিয়ে নাও

খ. তিনি হয়তো বলে থাকবেন

গ. আমাকে যেতে দিন

ঘ. অপেক্ষা করে লাভ নেই

উত্তর: ক. কাপড়-চোপড় গুছিয়ে নাও

৩৭. ‘কাজটি শেষ করে দিলাম‘-  বাক্যে ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সামর্থ্য                                           খ. পূর্ণতা

গ. নিরস্তরতা                                       ঘ. ক্রমশ

উত্তর: খ. পূর্ণতা

৩৮. ‘কষ্টি পাথরে সোনাটা কষে নাও‘- বাক্যের যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পরীক্ষা                                          খ. নির্দেশ

গ. মনোযোগ আকর্ষণে                      ঘ. ফল সম্ভাবনায়

উত্তর: ক. পরীক্ষা

৩৯কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে?

ক. বৃষ্টি থেমে গেল

খ. এক্ষুণি বৃষ্টি এসে পড়বে

গ. আজ বিকেলে বৃষ্টি আসতে পারে

ঘ. আর দরকার নেই, এবার বসে থাক

উত্তর: গ. আজ বিকেলে বৃষ্টি আসতে পারে

৪০কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে?

ক. এ নদীতে প্রচুর মাছ আছে

খ. আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব

গ. রূপকথার গল্প শানো

ঘ. তুমি কোথায় যাচ্ছ

উত্তর: খ. আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব

৪১কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি বিস্ময় জ্ঞাপন রূপে ব্যবহৃত হয়েছে?

ক. গোলাপ ফুল দেখতে সুন্দর।

খ. সেঁউতি হইল সোনা দেখিতে দেখিতে।

গ. দেখিতে বাসনা মাগো তোমার চরণ।

ঘ. একবার মরলে কি কেউ ফেরে?

উত্তর: ঘ. একবার মরলে কি কেউ ফেরে?

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন

৪২কোন বাক্যে দার্শনিক সত্য প্রকাশে ‘ইলে’ > ‘লে’ বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে?

ক. বৃষ্টিতে ভিজলে সর্দি হয়

. ‘জন্মিলে মরিতে হবে’- অমার কে কোথা কবে

গ. একবার মরলে কি কেউ ফেরে

ঘ. দেখিতে বাসনা মাগো তোমার চরণ

উত্তর: খ. ‘জন্মিলে মরিতে হবে’- অমার কে কোথা কবে

৪৩নিচের কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. তুমি কি এখন বসে থাকবে

খ. কাজ করে সে বসে থাকবে

গ. তিনি হয়তো বসে থাকবেন

ঘ. অনেক কাজ করেছ, এখন বসে থাক

উত্তর: ঘ. অনেক কাজ করেছ, এখন বসে থাক

৪৪. ‘সাহেবকে বলে দেখ’ –বাক্যে কী অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. মনোযোগ আকর্ষণে

খ. ফল সম্ভাবনায়

গ. পরীক্ষা অর্থে

ঘ. সাহায্য প্রার্থনায়

উত্তর: খ. ফল সম্ভাবনায়

৪৫. ‘এখন ট্রেন ধরতে হবে‘- বাক্যে কী অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে?

ক. বিধি                                                খ. সামর্থ্য

গ. আবশ্যকতা                                    ঘ. ইচ্ছা

উত্তর: গ. আবশ্যকতা

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

এসএসসি সকল বিষয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply