এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-উপসর্গ-বহুনির্বাচনি সাজেশন

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্নোত্তর

অধ্যায়-৩ : উপসর্গ

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তথ্যকণিকা

১. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নাম – উপসর্গ।

২. উপসর্গের প্রভাবে পরিবর্তন ঘটে – পাঁচ ধরনের।

৩. নিজস্ব অর্থবাচকতা নেই – উপসর্গের।

বিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪. নতুন শব্দ সৃজনের ক্ষমতা বা অর্থদ্যোতকতা আছে – উপসর্গের।

৫. বাংলা ভাষায় উপসর্গ আছে – তিন প্রকার।

৬. বাংলা উপসর্গ মোট – ২১টি এবং তৎসম উপসর্গ মোট – ২০টি।

৭. বাংলা উপসর্গ ও তৎসম উপসর্গ উভয় ক্ষেত্রেই পাওয়া যায় – আ, সু, বি, নি চারটি উপসর্গ।

৮. বাংলা উপসর্গ সাধারণ বাংলা শব্দের – পূর্বে যুক্ত হয়।

রসায়ন চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৯. আম, খাস, লা, গর ইত্যাদি – আরবি উপসর্গ।

১০. হর – হিন্দি উপসর্গ।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

. উপসর্গ কী?

ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম

খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়

উত্তর: গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ                                   খ. নতুন শব্দ গঠন

গ. ভাবের পার্থক্য নিরূপণ                 ঘ. যতি সংস্থাপন

উত্তর: খ. নতুন শব্দ গঠন

বাংলা দ্বিতীয় বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

. শব্দের আগে বসে কোনটি?

বা নিচের কোনটি শব্দের শুরুতে বসে?

ক. অনুসর্গ                                          খ. উপসর্গ

গ. প্রত্যয়                                            ঘ. বিভক্তি

উত্তর: খ. উপসর্গ

. কোনটি অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক.  শব্দ বিভক্তি                                   খ. ক্রিয়া বিভক্তি

গ.  প্রত্যয়                                           ঘ. উপসর্গ

উত্তর: ঘ. উপসর্গ

. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?

ক. এগারোটি                                       খ. একুশটি

গ. বাইশটি                                          ঘ. আঠারোটি

উত্তর: খ. একুশটি

. ‘অজমূর্খ’ শব্দেরঅজকোন জাতের উপসর্গ?

ক. বাংলা                                             খ. সংস্কৃত

গ. দেশি                                              ঘ. বিদেশি

উত্তর: ক. বাংলা

. অঘা, অজ, অনাকোন উপসর্গ?

ক. আরবি উপসর্গ                              খ. বাংলা উপসর্গ

গ. ফরাসি উপসর্গ                               ঘ. সংস্কৃত উপসর্গ

উত্তর: খ. বাংলা উপসর্গ

. নিচের কোন উপসর্গগুলো তৎসম বাংলায় পাওয়া যায়?

ক. অ, অঘা, অজ, অনা                    খ. সু, বি, নি, আ

গ. আ, উপ, অপ, অপি                     ঘ. অনা, ইতি, কু, সম

উত্তর: খ. সু, বি, নি, আ

রসায়ন চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৯. কোন গরটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?

ক. অ, অজ, অনা, আ                        খ. সু, বি, নি, আ

গ. কু, ইতি, রাম, আ                           ঘ. সা, আন, আব, আ

উত্তর: খ. সু, বি, নি, আ

১০. কোনটি খাটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?

ক. ইতিহাস                                          খ. অনুবাদ

গ. অভিযান                                        ঘ. গরমিল

উত্তর: ক. ইতিহাস

১১. ‘নিদাঘশব্দেক অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?

ক. নিতান্ত অর্থে                                  খ. ন্যূন অর্থে

গ. নঞ অর্থে                                      ঘ. সামান্য অর্থে

উত্তর: ক. নিতান্ত অর্থে

১২. ‘নিখুঁতশব্দেনি’ উপসর্গটি কোন প্রকারের?

ক. অর্ধ-তৎসম                                    খ. বিদেশি

গ. সংস্কৃত                                           ঘ. খাঁটি বাংলা

উত্তর: ঘ. খাঁটি বাংলা

১৩. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?

বা বাংলা উপসর্গ কোনটি?

ক. আম                                               খ. রাম

গ. সম                                                 ঘ. নিম

উত্তর: খ. রাম

১৪. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?

ক. অ, অঘা,অজা                               খ. আ, উপ, আপ

গ. সু, বি, নি                                        ঘ. কু, অনা, ইতি

উত্তর: গ. সু, বি, নি

১৫. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাটি বাংলা ?

ক. আ, সু, অব, আড়                          খ. ফি, নি, বি, সু

গ. অজ, আন, ইতি, পাতি                  ঘ. কু, বি, এ, নি

উত্তর: গ. অজ, আন, ইতি, পাতি

১৬. কোনটি বাংলা উপসর্গ?

ক. আধ                                               খ. উৎ

গ. নিম                                                ঘ. আড়

উত্তর: ঘ. আড়

১৭. কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ?

ক. বিশুদ্ধ                                            খ. বিজ্ঞান

গ. বিশুস্ক                                             ঘ. বিপথ

উত্তর: ঘ. বিপথ

১৮. ‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’— ‘অজ’ কোন ধরনের উপসর্গ?

ক. বিদেশি                                           খ. খাঁটি বাংলা

গ. তৎসম                                           ঘ. উপসর্গ

উত্তর: খ. খাঁটি বাংলা

১৯. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে‘- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?

বা, ‘মা বলিতে প্রাণ করে আনচান।‘- ‘আনচানকোন উপসর্গযোগে গঠিত শব্দ ?

ক. বাংলা                                             খ. সংস্কৃত

গ. হিন্দি                                              ঘ. বিদেশি

উত্তর: ক. বাংলা

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২০. ‘নিন্দিতঅর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?

ক. কদ্                                                খ. কু

গ. আব                                               ঘ. হা

উত্তর: ক. কদ্

২১. ‘রামছাগল’- এররামউপসর্গটি কোন প্রকার?

ক. ক্ষুদ্র                                                খ. নিকৃষ্ট

গ. উৎকৃষ্ট                                           ঘ. সম্যক

উত্তর: গ. উৎকৃষ্ট

২২. ‘রাম ছাগলশব্দেররাম’ উপসর্গটি কোন প্রকার?

ক. বাংলা                                             খ. সংস্কৃত

গ. বিদেশি                                           ঘ. খাঁটি বাংলা

উত্তর: ঘ. খাঁটি বাংলা

২৩.সুকাজশব্দটিরসু’ কোন প্রকার উপসর্গ?

ক. হিন্দি                                              খ. তৎসম

গ. আরবি                                            ঘ. খাঁটি বাংলা

উত্তর: ঘ. খাঁটি বাংলা

২৪. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?

ক. সুনীল                                             খ. সুখবর

গ. সুকণ্ঠ                                             ঘ. সুনিপুণ

উত্তর: খ. সুখবর

২৫, উপসর্গ কত প্রকার?

ক. দুই প্রকার                                      খ. তিন প্রকার

গ. চার প্রকার                                      ঘ. পাঁচ প্রকার

উত্তর: খ. তিন প্রকার

২৬. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহূত হয়েছে ?

ক. সুনজর                                          খ. সুকঠিন

গ. সুচতুর                                            ঘ. সুনিপুণ

উত্তর: ক. সুনজর

২৭. ‘কদাকারশব্দেরকদ্’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. নিন্দিত                                          খ. পূর্ণতা

গ. ক্রমাগত                                        ঘ. উৎকৃষ্ট

উত্তর: ক. নিন্দিত

২৮. নিচের কোনটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ?

ক. সুকণ্ঠ                                             খ. সুনীল

গ. সুখবর                                            ঘ. সুপ্রিয়

উত্তর: গ. সুখবর

২৯. তৎসম উপসর্গ কয়টি?

ক. ১৯টি                                              খ. ২০টি

গ. ২১টি                                              ঘ. ২২টি

উত্তর: খ. ২০টি

ভূগোল ও পরিবেশ তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩০. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?

ক. সংস্কৃত                                           খ. আরবি

গ. ফারসি                                            ঘ. বাংলা

উত্তর: ক. সংস্কৃত

৩১. ‘পরিপূর্ণ’ শব্দটিতে উপসর্গপূর্ণ’ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে?

ক. নতুন অর্থবোধক শব্দ তৈরি

খ. শব্দের অর্থে পূর্ণতা সাধন

গ. শব্দের অর্থের সম্প্রসারণ

ঘ. শব্দের অর্থের সংকোচন

উত্তর: খ. শব্দের অর্থে পূর্ণতা সাধন

৩২. বিশেষ অর্থেউপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?

ক. উপকূল                                         খ. উপভোগ

গ. উপবন                                           ঘ. উপকণ্ঠ

উত্তর: খ. উপভোগ

৩৩. তৎসম উপসর্গ কোনটি?

ক. গর                                                 খ. অনা

গ. লা                                                   ঘ. সম

উত্তর: ঘ. সম

৩৪. তৎসম উপসর্গ কোনটি?

ক. অজ                                              খ. গর

গ. পরা                                                ঘ. পাতি

উত্তর: গ. পরা

৩৫. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?

ক. অনুসর্গের                                      খ. বিভক্তির

গ. উপসর্গের                                      ঘ. পদাশ্রিত অব্যয়ের

উত্তর: গ. উপসর্গের

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩৬. ‘সুনিপুণ’ শব্দেরসু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে?

ক. আতিশয্য                                      খ. বিশেষ

গ. নিশ্চয়                                            ঘ. নিষেধ

উত্তর: ক. আতিশয্য

৩৭. পরাকাষ্ঠা শব্দেরপরাউপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সম্যক                                           খ. অভাব

গ. অল্পতা                                            ঘ. আতিশয্য

উত্তর: ঘ. আতিশয্য

৩৮. ‘বিজ্ঞানশব্দেবি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অভাব                                            খ. গতি

গ. সাধারণ                                          ঘ. বিশেষ

উত্তর: ঘ. বিশেষ

৩৯. ‘উত্তমঅর্থেসুউপসর্গের ব্যবহার কোনটি?

ক. সুনীল                                            খ. সুলভ

গ. সুতী                                                ঘ. সুচতুর

উত্তর: ক. সুনীল

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৪০. ‘নিদাঘশব্দেনি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?

ক. গভীর                                             খ. না

গ. অল্পতা                                            ঘ. আতিশয্য

উত্তর: ঘ. আতিশয্য

৪১. কোনটি অসম উপসর্গযোগে গঠিত শব্দ?

ক. বিফল                                            খ. আলুনি

গ. নিলাজ                                           ঘ. সুনজর

উত্তর: ক. বিফল

৪২. ‘অভিকোন ভাষার উপসর্গ?

ক. বাংলা                                             খ. তৎসম

গ. আরবি                                            ঘ. ফারসি

উত্তর: খ. তৎসম

৪৩. ‘উংক্ষিপ্ত’ শব্দেউৎউপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ঊর্ধ্বে                                             খ. আতিশয্য

গ. প্রস্তুতি                                            ঘ. নিশ্চয়তা

উত্তর: ক. ঊর্ধ্বে

৪৪. ‘অপকর্ম’ শব্দেঅপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

ক. উৎকৃষ্ট                                           খ. আকৃষ্ট

গ. নিকৃষ্ট                                             ঘ. বিশিষ্ট

উত্তর: গ. নিকৃষ্ট

৪৫. ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

ক. অভিযান                                        খ. অভিভূত

গ. অভিব্যক্তি                                      ঘ. অভিবাদন

উত্তর: ক. অভিযান

৪৬. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি ?

ক. এত অত্যাচার আর সহ্য হয় না

খ. এটি একটি অতিপ্রাকৃত গল্প

গ. অতিকায় হস্তী লোপ পেয়েছে

ঘ. অতি চালাকের গলায় দড়ি

উত্তর: ঘ. অতি চালাকের গলায় দড়ি

৪৭. ‘আতিশয্য’ অর্থেসুউপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে?

ক. সুগম                                              খ. সুসাধ্য

গ. সুচরিত্র                                           ঘ. সুনিপুণ

উত্তর: ঘ. সুনিপুণ

৪৮. ফারসি উপসর্গ কয়টি?

ক. ১০টি                                              খ. ১১টি

গ. ১২টি                                               ঘ. ১৩টি

উত্তর: ক. ১০টি

৪৯. ‘নিমকোন ভাষার উপসর্গ?

ক. আরবি                                            খ. হিন্দি

গ. ফারসি                                            ঘ. উর্দু

উত্তর: গ. ফারসি

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫০. ‘নিমরাজিশব্দটিতে ব্যবহৃতনিমকোন উপসর্গ?

ক. আরবি                                           খ. বাংলা

গ. তৎসম                                            ঘ. ফারসি

উত্তর: ঘ. ফারসি

৫১. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ

ক. আরবি                                            খ. হিন্দি

গ. ফারসি                                            ঘ. উর্দু

উত্তর: গ. ফারসি

৫২. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?

ক. লাপাত্তা                                          খ. বকলম

গ. আমদরবার                                    ঘ. অবগাহন

উত্তর: খ. বকলম

৫৩. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?

ক. চোরটি বমাল ধরা পড়েছে             খ. অনুকরণ করো না

গ. সমাগত সুধী                                   ঘ. কুজনে কুরব করে

উত্তর: ক. চোরটি বমাল ধরা পড়েছে

৫৪. ‘লাপাত্তাশব্দেরলাকোন শ্রেণির উপসর্গ?

ক. ফারসি                                           খ. উর্দু

গ. আরবি                                            ঘ. হিন্দি

উত্তর: গ. আরবি

৫৫. ‘লাখেরাজশব্দটিরলাউপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?

ক. বিশেষ                                            খ. না

গ. সাধারণ                                          ঘ. আধা

উত্তর: খ. না

ICT তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৬. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

ক. প্রহার                                             খ. খাসকামরা

গ. আগ্রহ                                            ঘ. উপকার

উত্তর: খ. খাসকামরা

৫৭. সাজিরা সাজোয়ান শব্দ দুটিতেসাউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. উৎকৃষ্ট                                           খ. বিশিষ্ট

গ. সঙ্গে                                               ঘ. নিকৃষ্ট

উত্তর: ক. উৎকৃষ্ট

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫৮. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?

ক. সাব-জজ                                       খ. উপাধ্যক্ষ

গ. সহযোগী                                        ঘ. উপকূল

উত্তর: ক. সাব-জজ

৫৯. গরমিল শব্দেরগর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

ক. বিশেষ                                            খ. মন্দ

গ. না                                                   ঘ. অভাব

উত্তর: ঘ. অভাব

৬০. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?

ক. তৎসম                                           খ. ইংরেজি

গ. ফারসি                                            ঘ. বাংলা

উত্তর: খ. ইংরেজি

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

বাংলা প্রথম পত্র সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply