নবম দশম-বাংলা প্রথম-বঙ্গবাণী সাজেশন

এসএসসি বাংলা প্রথম পত্র বঙ্গবাণী আবদুল হাকিম [১৬২০–১৬৯০] পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  বিষয়াদি কবি সম্পর্কিত তথ্য জন্ম :  আনুমানিক ১৬২০ সালে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আবদুল হাকিম জন্মগ্রহণ করেন। মৃত্যু : ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন। সাহিত্যিক পরিচয়: তাঁর লেখায় মাতৃভাষার প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা মধ্যযুগীয় প্রেক্ষাপটে এক বিরল দৃষ্টান্ত। তাঁর কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থ: নূরনামা, ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুলমুলুক,