এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্নোত্তর-শব্দের শ্রেণিবিভাগ-নোট

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সজেশন

তৃতীয় অধ্যায়

পাঠ-শব্দের শ্রেণিবিভাগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

তথ্য কণিকা

১. গঠনগত দিক থেকে শব্দ হলো দুই শ্রেণির- ক. মৌলিক ও খ. সাধিত।

২. অর্থগত দিক থেকে শব্দ তিন শ্রেণির- ক. যৌগিক, খ. রূঢ়ি এবং গ. যোগরূঢ়।

৩. উৎস অনুযায়ী বাংলা শব্দ – পাঁচ প্রকার।

৪. ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই- যৌগিক শব্দের।

এসএসসি সকল বিষয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৫. প্রত্যয় বা উপসর্গযোগে শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থজ্ঞাপন করে- রূঢ়ি শব্দ।

৬. যে শব্দকে বিশ্লেষণ করা যায় না – মৌলিক শব্দ।

৭. ‘সন্দেশ’ শব্দটি – রূঢ়ি শব্দ।

৮. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে – শব্দ।

বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৯. ‘রাজপুত’ শব্দটির যোগরূঢ় হিসেবে অর্থ জাতিদির শেষ।

১০. যে তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা যায় তা হলো – উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. তিন ভাগে                                     খ. চার ভাগে

গ. পাঁচ ভাগে                                      ঘ. ছয় ভাগে

উত্তর: ক. তিন ভাগে

. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী?

ক. উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক

খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক

গ. উৎপত্তিমূলক, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক

ঘ. উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক

উত্তর: ক. উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক

. যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ?

বা যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কী বলে?

ক. মৌলিক শব্দ                                  খ. যৌগিক শব্দ

গ. রূঢ়ি শব্দ                                        ঘ. যোগরূঢ় শব্দ

উত্তর: খ. যৌগিক শব্দ

ভূগোল ও পরিবেশ তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

. গঠন অনুসারে শব্দ কত প্রকার?

ক. দু প্রকার                                        খ. তিন প্রকার

গ. চার প্রকার                                      ঘ. পাঁচ প্রকার

উত্তর: ক. দু প্রকার

. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

ক. দুই                                                 খ. তিন

গ. চার                                                 ঘ. পাঁচ

উত্তর: খ. তিন

. কোন দুটি যৌগিক শব্দ ?

ক. দৌহিত্র, গায়ক                              খ. হস্তী, বাঁশি।

গ. রাজপুত্র, মহাযাত্রা                        ঘ. পঙ্কজ, জলধি

উত্তর: ক. দৌহিত্র, গায়ক

. কোন দুটি যৌগিক শব্দ?

ক. দৌহিত্র, গায়ক                              খ. হস্ত, গবেষণা

গ. গরমিল, ডুবুরি                               ঘ. রাজপুত্র, মহাযাত্রা

উত্তর: ক. দৌহিত্র, গায়ক

ICT তৃতীয় অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

. যৌগিক শব্দ কোনটি?

ক. গায়ক                                            খ. প্রবীণ

গ. তৈল                                               ঘ. জলধি

উত্তর: ক. গায়ক

, ‘চিকামারা‘ – বলতে কোনটি বোঝায়?

ক. দেয়ালে লেখা                                খ. হীনশত্রুর সাথে লড়া

গ. শত্রুকে বিনাশ করা                       ঘ. বাজে কাজ করা

উত্তর: ক. দেয়ালে লেখা

১০. কোনটি যৌগিক শব্দ?

ক. বাঁশি                                               খ. পাঞ্জাবি

গ. পঙ্কজ                                            ঘ. বাবুয়ানা

উত্তর: ঘ. বাবুয়ানা

১১. ‘দৌহিত্র’ কোন শব্দ?

বা অর্থানুসারেদৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?

ক. রূঢ়ি শব্দ                                        খ. যৌগিক শব্দ

গ. যোগরূঢ় শব্দ                                 ঘ. দেশি শব্দ

উত্তর: খ. যৌগিক শব্দ

১২. ‘দৌহিত্র’ অর্থ কী?

ক. দুজন হিতাকাঙ্ক্ষী                        খ. দেয়ালের লেখন

গ. কন্যার পুত্র                                    ঘ. ছেলের পুত্র

উত্তর: গ. কন্যার পুত্র

১৩. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামি না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থজ্ঞাপন করে তাকে কী বলে?

ক. যৌগিক শব্দ                                  খ. রূঢ়ি শব্দ

গ. যোগরূঢ় শব্দ                                 ঘ. মৌলিক শব্দ

উত্তর: খ. রূঢ়ি শব্দ

১৪. কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে?

ক. বাঁশি                                               খ. তৈল

গ. পাঞ্জাবি                                          ঘ. প্রবীণ

উত্তর: ঘ. প্রবীণ

১৫. কোনটি রূটি শব্দ?

ক. বাঁশি                                               খ. দৌহিত্র

গ. জলধি                                             ঘ. গায়ক

উত্তর: ক. বাঁশি

১৬. কোনটি রূঢ়ি শব্দ?

ক. সন্দেশ                                           খ. মধুর

গ. চিকামারা                                       ঘ. মহাযাত্রা

উত্তর: ক. সন্দেশ

১৭. কোনটি রূঢ়ি শব্দ?

ক. কর্তব্য                                            খ. হস্তী

গ. জলধি                                             ঘ. দৌহিত্র

উত্তর: খ. হস্তী

১৮. কোনটি রূঢ়ি শব্দ?

ক. প্রবীণ                                             খ. মহাযাত্রা

গ. চিকামারা                                       ঘ. কর্তব্য

উত্তর: ক. প্রবীণ

পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

১৯. প্রত্যয় নিষ্পন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ আলাদা হলে তাকে কী বলে?

ক. যৌগিক শব্দ                                  খ. মৌলিক শব্দ

গ. রূঢ়ি শব্দ                                        ঘ. যোগরূঢ় শব্দ

উত্তর: গ. রূঢ়ি শব্দ

২০. ‘তৈলকোন ধরনের শব্দ?

ক. রূঢ়ি শব্দ                                        খ. যৌগিক শব্দ

গ. যোগরূঢ় শব্দ                                  ঘ. পারিভাষিক শব্দ

উত্তর: ক. রূঢ়ি শব্দ

২১. ‘সন্দেশকোন শ্রেণির শব্দ?

ক. যৌগিক                                          খ. রূঢ়ি

গ. দেশি                                              ঘ. যোগরূঢ়

উত্তর: খ. রূঢ়ি

বাংলা প্রথম পত্র-কপোতাক্ষ নদ-সাজেশন পেতে এখানে ক্লিক করুন

২২. যোগরূঢ় শব্দ কোনটি?

ক. বাঁশি                                               খ. পাঞ্জাবি

গ. পঙ্কজ                                            ঘ. বাবুয়ানা

উত্তর: গ. পঙ্কজ

২৩. ‘রাজপুতশব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?

ক. পুত্রের রাজা                                   খ. রাজা যে পুত্র

গ. রাজার পুত্র                                    ঘ. জাতি বিশেষ

উত্তর: গ. রাজার পুত্র

২৪. ‘পঙ্কজশব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়তাই শব্দটি-

ক বিভক্তিযুক্ত শব্দ                              খ. বিদেশি শব্দ

গ. প্রাতিপদিক শব্দ                             ঘ. যোগরূঢ় শব্দ

উত্তর: ঘ. যোগরূঢ় শব্দ

২৫. অর্থগতভাবে গবেষণাকোন ধরনের শব্দ?

 ক. যৌগিক শব্দ                                 খ. রূঢ় শব্দ

গ. যোগরূঢ় শব্দ                                  ঘ. নবসৃষ্ট শব্দ

উত্তর: খ. রূঢ় শব্দ

২৬. ‘সন্দেশশব্দটির প্রকৃতি প্রত্যয়গত অর্থ কী?

বাসন্দেশ‘-এর প্রত্যয়গত অর্থ

ক. অন্যদেশ                                       খ. সুস্বাদু খাবার

গ. সংবাদ                                            ঘ. মিষ্টান্ন

উত্তর: গ. সংবাদ

২৭. ‘মহাযাত্রা‘— কোন প্রকারের শব্দ?

ক. যৌগিক                                         খ. রূঢ়ি

গ. মৌলিক                                          ঘ. যোগরূঢ় শব্দ

উত্তর: ঘ. যোগরূঢ় শব্দ

২৮. ‘মহাযাত্রা‘- যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?

ক. মহাসমারোহে যাত্রা                       খ. বিরাট আকারের যাত্রা

গ. মৃত্যুযাত্রা                                       ঘ. জাকজমকপূর্ণ যাত্রা

উত্তর: গ. মৃত্যুযাত্রা

২৯. জলধি কোন শব্দ?

ক. যৌগিক শব্দ                                  খ. মৌলিক শব্দ

গ. রূঢ়ি শব্দ                                         ঘ. যোগরূঢ় শব্দ

উত্তর: ঘ. যোগরূঢ় শব্দ

৩০. ‘রাজপুতকোন শব্দের উদাহরণ?

ক. যোগরূঢ় শব্দ                                 খ. মৌলিক শব্দ

গ. রূঢ়ি শব্দ                                        ঘ. যৌগিক শব্দ

উত্তর: ক. যোগরূঢ় শব্দ

বিজ্ঞান পঞ্চম অধ্যায় সাজেশন পেতে এখানে ক্লিক করুন

৩১. জলধি যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?

ক. জলাশয়                                         খ. জল রাখার পাত্র

গ. সমুদ্র                                              ঘ. কলসি

উত্তর: গ. সমুদ্র

৩২. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?

ক. প্রবীণ                                             খ. গায়ক

গ. তৈল                                               ঘ. জলধি

উত্তর: ঘ. জলধি

৩৩. প্রাতিপদিককে আর কোন শব্দ বলে আখ্যায়িত করা যায়?

ক. সাধিত শব্দ                                    খ. মৌলিক শব্দ

গ. পারিভাষিক শব্দ                            ঘ. তৎসম শব্দ

উত্তর: খ. মৌলিক শব্দ

৩৪. সাধিত শব্দ কোনটি?

ক. দম্পতি                                          খ. মুখ

গ. ক্ষুদ্র                                                ঘ. দারোগা

উত্তর: ক. দম্পতি

বাংলা দ্বিতীয় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করুন

৩৫. অর্থ অনুসারেহরিণকোন ধরনের শব্দ?

ক. যৌগিক                                          খ. মৌলিক

গ. যোগরূঢ়                                         ঘ. রূঢ়ি

উত্তর: ঘ. রূঢ়ি

৩৬. যৌগিক শব্দ কোনটি?

ক. রাজপুত                                        খ. তৈল 

গ. কর্তব্য                                            ঘ. জলধি

উত্তর: গ. কর্তব্য

৩৭. রূঢ়ি ও যোগরূঢ়ি শব্দে মূল পার্থক্য কোন ক্ষেত্রে?

ক. গঠন                                              খ. অর্থে 

গ. কর্তব্য                                            ঘ. দৌহিত্র

উত্তর: খ. অর্থে 

৩৮. যোগরূঢ় শব্দ কোনটি?

ক. প্রবীণ                                             খ. রাজপথ

গ. কর্তব্য                                            ঘ. দৌহিত্র 

উত্তর: খ. রাজপথ

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল

ICT বিষয়ে সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply