আমার সম্পর্কে

Nitish

প্রিয় পাঠকবৃন্দ,

আমি নিতীশ চন্দ্র রায় সিনিয়র শিক্ষক ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়, শেরপুর, বগুড়া। আমি বিগত ২৩ বছর ধরে দক্ষতার সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। শিক্ষণ জীবনে আমি বুঝতে পেরেছি যে ডিজিটাল যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। সুতরাং, আমার নিজের উদ্যোগে, আমি এই  ওয়েবসাইটটির মাধ্যমে ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ করতে চাই। আমি আশা রাখি পাঠ্য পুস্তকের পাশাপাশি আমার NT Bangla ওয়েব সাইটটি শিক্ষার্থীদের শিক্ষায় দক্ষতা অর্জন করতে সহায়তা করবে। আমি NT Bangla WEB site, Facebook, YouTube, Twitter এবং Interregnum এর মাধ্যমে রাষ্ট্রিয় ডিজিটাল শিক্ষায় সহায়তা করতে চেষ্টা করছি। আমার এই ওয়েব সাইটটিতে থাকছে- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গণিত, বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন ও তথ্যপ্রযুক্তি সহ অন্যান্য বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সৃজনশীল প্রশ্নোত্তর, বহুনির্বাচনি প্রশ্নোত্তর, সুপারটিস্, সুপার সাজেশন। ইহা ছাড়াও থাকছে বিগত কয়েক বছরের PEC, JCS, SSC এর বোর্ড প্রশ্নোত্তর ও নমুনা প্রশ্নোত্তর। শিক্ষা বিষয়ক অন্যান্য তথ্য যেমন রুটিন, রেজাল্ট, শিক্ষা ও বিনোদনমূলক গল্প , টিউটোরিয়াল ভিডিও থাকবে এখানে। আপনাদের সহায়তা পেলে আমি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় এগিয়ে নিয়ে শিক্ষার মান ‍বৃদ্ধিতে সহায়তা করতে চেষ্টা করব। গরীব ও মেধাবী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের সহায়তা করাই আমার মূল লক্ষ্য।  শিক্ষার্থীদের কাছে ডিজিটাল শিক্ষা প্রদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করব। সবশেষে, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।