বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
দ্বিতীয় অধ্যায়
পাঠ – ধ্বনিতত্ত্ব
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
তথ্য কণিকা
১. বাংলায় মৌলিক স্বরধ্বনি – ৭টি।
২. বাংলা বর্ণমালায় মোট বর্ণ – পঞ্চাশটি।
৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে – ৩২, ৮, ১০।
৪. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় – স্পর্শ বর্ণ।
৫. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ – কার ।
৬. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপ – ফলা।
৭. বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫টি।
৮. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২টি – ঐ এবং ঔ।
৯. উচ্চারণস্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি – ৫ প্রকারের।
১০. যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় – মহাপ্রাণ ধ্বনি।
১১. ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত – ভাষার পরিবর্তন।
১২. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে – অন্তর্হতি।
১৩. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে বলে – অপিনিহিতি।
১৪. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে – অসমীকরণ।
১৫. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে – স্বরসংগতি।
১৬. প্রগত স্বরসঙ্গতির উদাহরণ – তুলা > তুলো, মুলা > মুলো।
১৭. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনিরলোপকে বলে – সম্প্রকর্ষ।
১৮. ব্যঞ্জনচুতির অপর নাম – ধ্বনিচ্যুতি।
১৯. সমবর্ণের একটির পরিবর্তনকে বলে – বিষমীভবন।
২০. মধ্য স্বরাগম এর অপর নাম— বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
২১. বাংলা ভাষায় সাধারণত ব্যবহার নেই – মূর্ধন্য-ণ এর।
২২. তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহারের নিয়মই – ণত্ব বিধান।
২৩. ‘ণ’ এর ব্যবহার হয় না – খাঁটি বাংলা ও বিদেশি শব্দে।
২৪. ‘ত’ বর্গীয় বর্ণের সঙ্গে ব্যবহৃত ‘ন’ কখনো – ‘ণ‘ হয় না।
২৫. সমাসবদ্ধ শব্দে খাটে না – ণত্ব বিধান।
২৬. স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার বীণা, ভণিতা, গুণ।
২৭. তৎসম শব্দের বানানে ‘ষ’ এর সঠিক ব্যবহারের নিয়মই – ষত্ব বিধান।
২৮. ‘ষ’ এর ব্যবহার হয় না – বিদেশি ও তদ্ভব শব্দে।
২৯. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয় – আষাঢ়, ভাষণ, ভাষা ইত্যাদি শব্দে।
৩০. সংস্কৃত সাৎ প্রত্যয়যুক্ত পদে – ‘ষ’ ব্যবহৃত হয় না।
৩১. সন্ধি বাংলা ব্যাকরণের – ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
৩২. সন্ধির উদ্দেশ্য – স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতাকে সম্পাদন।
৩৩. ধ্বনিমাধুর্য রক্ষিত হলো সেক্ষেত্রে বিধান নেই – সন্ধির ।
৩৪. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি যে নিয়মে হয় – সমীভবন।
৩৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে হয় – ব্যঞ্জনসন্ধি।
৩৬. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি – ৩ প্রকার।
৩৭. ‘বনস্পতি’ এর সন্ধি বিচ্ছেদ – বন + পতি।
৩৮. বস্তুত র্ এবং স্ এর সংক্ষিপ্ত রূপ – বিসর্গ ।
৩৯. খাঁটি বাংলায় যে সন্ধি নেই – বিসর্গ সন্ধি।
৪০. ‘অহরহ’ এর সন্ধি বিচ্ছেদ – অহঃ + অহ।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. Symbol অর্থ কী?
ক. প্রতীক খ. শব্দ
গ. বাক্য ঘ. বর্ণ
উত্তর: ক. প্রতীক
২. ধ্বনিদ্যোতক লিখিত রূপকে কী বলে?
ক. অক্ষর খ. বর্ণ
গ. বর্ণমালা ঘ. চিহ্ন
উত্তর: খ. বর্ণ
৩. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ খ. ৪
গ. ৬ ঘ. ৮
উত্তর: ক. ২
৪. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. বর্ণ খ. চিহ্ন
গ. বর্ণমালা ঘ. অক্ষর
উত্তর: ক. বর্ণ
৫. স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি?
ক. সাতটি খ. নয়টি
গ. দশটি ঘ. এগারটি
উত্তর: ঘ. এগারটি
৬. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠ্যধ্বনি খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি
উত্তর: গ. ব্যঞ্জনধ্বনি
৭. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ খ. বর্ণমালা
গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ
উত্তর: খ. বর্ণমালা
৮. বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
বা বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?
ক. এগারোটি খ. উনচল্লিশটি
গ. উনপঞ্চাশটি ঘ. পঞ্চাশটি
উত্তর: ঘ. পঞ্চাশটি
৯. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৩টি ঘ. ১১টি
উত্তর: ঘ. ১১টি
১০. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক. ১৩টি খ. ১১টি
গ. ৪৯টি ঘ. ৩৯টি
উত্তর: ঘ. ৩৯টি
১১. বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?
ক. এগারোটি খ. পঁচিশটি
গ. চল্লিশটি ঘ. পঞ্চাশটি
উত্তর: ঘ. পঞ্চাশটি
১২. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে–
ক. ৩২, ৮, ১০ খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২ ঘ. ৩২, ৭, ৯
উত্তর: ক. ৩২, ৮, ১০
১৩. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ৯টি
১৪. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৬টি
গ. ৫টি ঘ. ৪টি
উত্তর: খ. ৬টি
১৫. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি খ. দশটি
গ. আটটি ঘ. এগারটি
উত্তর: গ. আটটি
১৬. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. ফলা খ. কার
গ. রেখা ঘ. যুক্ত বর্ণ
উত্তর: খ. কার
১৭. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. আ খ. অ
গ. উ ঘ. ঋ
উত্তর: খ. অ
১৮. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. ফল খ. ফলা
গ. ফলাই ঘ. ফলের
উত্তর: খ. ফলা
১৯. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. ছয়টি খ. আটটি
গ. দশটি ঘ. এগারটি
উত্তর: ক. ছয়টি
২০. কয়টি ব্যঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
ক. ৬টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৯টি
উত্তর: ক. ৬টি
২১. স্বরধ্বনির উচ্চারণ স্থান কয়টি?
ক. ৫টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৬টি
উত্তর: খ. ৭টি
২২. বাংলা বর্ণমালার উৎস কী?
ক. খরোষ্ঠীলিপি খ. ব্রাহ্মীলিপি
গ. দেবনাগরীলিপি ঘ. তিব্বতিলিপি
উত্তর: খ. ব্রাহ্মীলিপি
২৩. ধ্বনি সৃষ্টি হয় কীসের সাহায্যে?
ক. সাউন্ড বক্সের সাহায্যে খ. ঠোঁটের সাহায্যে
গ. বাগযন্ত্রের দ্বারা ঘ. মুখবিবরের সাহায্যে
উত্তর: গ. বাগযন্ত্রের দ্বারা
২৪. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক. কণ্ঠ খ. শ্বাসনালি
গ. স্বরতন্ত্রী ঘ. ফুসফুস
উত্তর: ঘ. ফুসফুস
২৫. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ.দন্ত ও ওষ্ঠ ঘ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
উত্তর: খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
২৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—
ক. ফুসফুস ও ওষ্ঠ খ. দাঁতের পাটি ও আলজিভ
গ. জিহ্বা ও ওষ্ঠ ঘ. নরম তালু ও জিহ্বা
উত্তর: গ. জিহ্বা ও ওষ্ঠ
২৭. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২টি কী কী?
ক. ঐ এবং ঔ খ. ঈ এবং উ
গ. ও এবং উ ঘ. এ এবং ঐ
উত্তর: ঘ. এ এবং ঐ
২৮. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ খ. ই
গ. ঐ ঘ. সবকয়টি
উত্তর: খ. ই
২৯. কোন মৌলিক স্বরধ্বনির কোন লিখিত রূপ নেই?
ক. আ খ. অ
গ. ই ঘ. এ্যা
উত্তর: ঘ. এ্যা
৩০. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
অথবা, বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি কয়টি?
ক. এগারোটি খ. পঁচিশটি
গ.চল্লিশটি ঘ. পঞ্চাশটি
উত্তর: খ. পঁচিশটি
৩১. বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি?
ক. ৫০টি খ. ২৫টি
গ. ৩২টি ঘ. ২টি
উত্তর: খ. ২৫টি
৩২. বর্ণমালায় কয়টি যৌগিক স্বরধ্বনি আছে?
ক. ২৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ২টি
উত্তর: ঘ. ২টি
৩৩. যুগ্ম স্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক. এ এবং ঐ খ. ও এবং ঔ
গ. ই এবং ঈ ঘ. ঐ এবং ঔ
উত্তর: ঘ. ঐ এবং ঔ
৩৪. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক. ঐ খ. ঋ
গ. ঈ ঘ. অ
উত্তর: ক. ঐ
৩৫. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ–কে কী ধ্বনি বলা হয়?
ক. সম্মুখ ধ্বনি খ. পশ্চাৎ ধ্বনি
গ. স্বরধ্বনি ঘ. কেন্দ্রীয় স্বরধ্বনি
উত্তর: ঘ. কেন্দ্রীয় স্বরধ্বনি
৩৬. কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
অথবা, কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
ক. আ ধ্বনির খ. অ ধ্বনির
গ. ই ধ্বনির ঘ. উ ধ্বনির
উত্তর: খ. অ ধ্বনির
৩৭. কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
ক. ‘অ’ ধ্বনি খ. ‘আ’ ধ্বনি
গ. ‘ই’ ধ্বনি ঘ. ‘উ’ ধ্বনি
উত্তর: খ. ‘আ’ ধ্বনি
৩৮. নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ
গ. এ ঘ. উ
উত্তর: খ. আ
৩৯. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
ক. ও খ. অ
গ. এ ঘ. উ
উত্তর: ক. ও
৪০. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ খ. বর্ণমালা
গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ
উত্তর: খ. বর্ণমালা
৪১. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ‘ কী হয়?
ক. বিবৃত খ. স্বাভাবিক
গ. অবিবৃত ঘ. সংবৃত
উত্তর: ঘ. সংবৃত
৪২. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়?
ক. আদিতে খ. মধ্যে
গ.অস্তে ঘ. আদি ও অন্তে
৪৩. ‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়।
ক. সংবৃত ও বিবৃত খ. বিবৃত
গ. সংবৃত ঘ. অর্ধসংবৃত
উত্তর: ঘ. অর্ধসংবৃত
৪৪. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ.শ্বাস ধ্বনি
উত্তর: ক. মহাপ্রাণ ধ্বনি
৪৫. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক. ৫টি খ. ৪টি
গ. ৩টি ঘ. ২টি
উত্তর: গ. ৩টি
৪৬. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ?
গ. শেফালি ঘ. গোলাপ
উত্তর: খ. শিউলি
৪৭. নিচের কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত ও বিবৃত দুটোই হতে পারে?
ক. মেঘ খ. খেলা
গ. পথে ঘ. তেনা
উত্তর: খ. খেলা
৪৮. যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয়–
ক. মৌলিক লিপি খ. অস্ট্রিক লিপি
গ. ব্রাহ্মী লিপি ঘ. বঙ্গ লিপি
উত্তর: গ. ব্রাহ্মী লিপি
৪৯. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কী বলে?
ক. উষ্ম ধ্বনি খ. পার্শ্বিক ধ্বনি
গ. যৌগিক ধ্বনি ঘ. ঘোষ ধ্বনি
উত্তর: ঘ. ঘোষ ধ্বনি
৫০. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় এরূপ স্বরধ্বনিকে কী বলে?
ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর
গ. সাধিত স্বর ঘ. অল্প স্বর
উত্তর: খ. যৌগিক স্বর
৫১. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
ক আম্র, বৃহৎ, মিঞা খ. রং, চাঁদ, দুঃখ
গ. আয়না, হরিণ, ঋণ ঘ. শিউলি, উচিত, বৃষ
উত্তর: খ. রং, চাঁদ, দুঃখ
৫২. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময় –
বা বাংলা একাক্ষর শব্দে ‘ও’–কার কী হয়?
গ. হ্রস্ব হয় না ঘ. দীর্ঘ হয় না
উত্তর: খ. দীর্ঘ হয়
৫৩. যুগ্ম স্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক. ই এবং উ খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ ঘ. আ এবং ও
উত্তর: গ. ঐ এবং ঔ
৫৪. তর, তম, তন প্রত্যয় যুক্ত বিশেষণ পদের অন্ত্য ‘অ‘ কী হয়?
ক. বিবৃত হয় খ. প্রকৃত হয়
গ. সংবৃত হয় ঘ. অপ্রকৃত হয়
উত্তর: গ. সংবৃত হয়
৫৫. কোন বানানটি শুদ্ধ?
ক. মূহূর্ত খ. মূহুর্ত
গ. মুহূর্ত ঘ. মুহুর্ত
উত্তর: গ. মুহূর্ত
৫৬. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি
গ. ‘অ’ ধ্বনি ঘ. ‘আ’ ধ্বনি
উত্তর: গ. ‘অ’ ধ্বনি
৫৭. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক. মহাপ্রাণ বর্ণ খ. স্পর্শ বর্ণ
গ. ওষ্ঠ্য বর্ণ ঘ. ঘোষ বর্ণ
উত্তর: খ. স্পর্শ বর্ণ
৫৮. কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘অ’ হতে ঢ’ পর্যন্ত খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তর: গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
৫৯. ক, খ, গ, ঘ, ঙ–এর উচ্চারণ স্থান হলো–
ক. অগ্ৰতালু খ. জিহ্বামূল
গ. পশ্চাৎ দন্তমূল ঘ. অগ্র দন্তমূল
উত্তর: খ. জিহ্বামূল
৬০. কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক. ক, খ, গ, ঘ, ঙ খ. চ, ছ, জ, ঝ, ঞ
গ. ট, ঠ, ড, ঢ, ণ ঘ. ত, থ, দ, ধ, ন
উত্তর: ক. ক, খ, গ, ঘ, ঙ
৬১. ‘হ্ম‘-এ যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
ক. ম্ + ম খ. ম্ + ন্ম
গ. হ্ + ম ঘ. ম্ + হ
উত্তর: গ. হ্ + ম
৬২. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
ক. জ্ঞ = ঞ্ + জ খ. জ্ঞ = জ্ + ঞ
গ. জ্ঞ = ঙ্ + গ ঘ. জ্ঞ = ঞ্ + চ
৬৩. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
বা ‘রক্ষা’ বা ‘ক্ষযুক্ত‘ বর্ণটির স্বরূপ কী?
ক. ঙ + গ = ঙ্গ খ. হ + ণ = হ্ন
গ. জ + ঙ = ঞ্জ ঘ. ক্ + ষ = ক্ষ
উত্তর: ঘ. ক্ + ষ = ক্ষ
৬৪. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ষ্ + ণ = ষ্ণ খ. হ্ + ণ = হ্ন
গ. ক্ + ম = ক্ষ ঘ. ষ্ + ঞ = ষ্ণ
উত্তর: ক. ষ্ + ণ = ষ্ণ
৬৫. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক. অ খ. অ্যা
গ. ঈ ঘ. এ
উত্তর: গ. ঈ