তথ্যকণিকা
১. `সমাস’ মানে – সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
২. বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার জন্য – সমাসের সৃষ্টি।
৩. সমাসের সাহায্যে নতুন অর্থবোধক শব্দ বা পদ – সৃষ্টি হয়।
৪. সমাসের রীতি বাংলায় এসেছে – সংস্কৃত থেকে।
৫. খাঁটি বাংলা সমাসে – সংস্কৃতের নিয়ম খাটে না।
৬. সমাস প্রধানত – ছয় প্রকার।
৭. প্রধান সমাসগুলো হলো – দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস।
৮. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় – কর্মধারয় ।
৯. উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনায় – রূপক কর্মধারয় সমাস হয়।
১০. পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় – তৎপুরুষ সমাস।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. গৃহস্থ খ. ছা-পোষা
গ. উপকূল ঘ. প্রগতি
উত্তর: ঘ. প্রগতি
২. ‘সমাস‘ শব্দের অর্থ কী?
ক. সংক্ষেপণ/মিলন খ. বিশ্লেষণ
গ. সংযোজন ঘ. সংশ্লেষণ
উত্তর: ক. সংক্ষেপণ/মিলন
৩. অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
ক. সমাস খ. কারক
গ. বাচ্য ঘ. বচন
উত্তর: ক. সমাস
৪. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?
ক. আরবি খ. ফারসি
গ. সংস্কৃত ঘ. ইংরেজি
উত্তর: গ. সংস্কৃত
৫. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহ বাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য
উত্তর: ক. বিগ্রহ বাক্য
৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক. সমস্যমান পদ খ. ব্যাসবাক্য
গ. সমাসবাক্য ঘ. সমস্তপদ
উত্তর: ক. সমস্যমান
৭. সমাস নিম্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. বিগ্রহবাক্য
গ. সমস্যমান পদ ঘ. সমস্তপদ
উত্তর: ঘ. সমস্তপদ
৮. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ খ. দক্ষিণ পদ
গ. উত্তরপদ ঘ. প্রধানপদ
উত্তর: গ. উত্তরপদ
৯. সমাস কত প্রকার?
ক. সাত প্রকার খ. ছয় প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. তিন প্রকার
উত্তর: খ. ছয় প্রকার
১০. সমাস মূলত কয় প্রকার?
ক. ছয় খ. পাঁচ
গ. চার ঘ. তিন
উত্তর: গ. চার
১১. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?
ক. কারক খ. ধাতু
গ. প্রকৃতি ঘ. সন্ধি
উত্তর: ঘ. সন্ধি
১২. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় সমাস
গ. দ্বিগু সমাস ঘ. বহুব্রীহি সমাস
উত্তর: ক. দ্বন্দ্ব সমাস
১৩. ‘জমা–খরচ‘ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
ক. সমার্থক খ. বিরোধার্থক
গ. বিপরীতার্থক ঘ. মিলনার্থক
উত্তর: গ. বিপরীতার্থক
১৪. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?
ক. দুধে-ভাতে খ. কাগজ-পত্র
গ. ভাই-বোন ঘ. জমা-খরচ
উত্তর: খ. কাগজ-পত্র
১৫. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?
ক. মা-বাবা খ. অহি-নকুল
গ. আয়-ব্যয় ঘ. মোল্লা-মৌলভি
উত্তর: ঘ. মোল্লা-মৌলভি
১৬. সমাসসাধিত পদ কোনটি?
ক. চাষি খ. বোনাই
গ. মানব ঘ. দম্পতি
উত্তর: ঘ. দম্পতি
১৭. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক. বেতাল খ. মাতা-পিতা
গ. রাতকানা ঘ. অঘাট
উত্তর: খ. মাতা-পিতা
১৮. ‘অহি–নকুল‘-কোন শ্রেণির দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. বিরোধার্থক খ. বিপরীতার্থক
গ. মিলনার্থক ঘ. সমার্থক
উত্তর: ক. বিরোধার্থক
১৯, ‘স্বর্গ–নরক’ কোন শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস?
ক. বিপরীতার্থক খ. মিলানার্থক
গ. বিরোধার্থক ঘ. সমার্থক
উত্তর: গ. বিরোধার্থক
২০. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয়
গ. তৎপুরুষ ঘ. বহুব্রীহি
উত্তর: খ. কর্মধারয়
২১. যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?
ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস ঘ. বহুব্রীহি সমাস
উত্তর: খ. কর্মধারয় সমাস
২২. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
ক. উপমান কর্মধারয় সমাসে
খ. উপমিত কর্মধারয় সমাসে
গ. রূপক কর্মধারয় সমাসে
ঘ. মধ্যপদলোপী কর্মধারয় সমাসে
উত্তর: ক. উপমান কর্মধারয় সমাসে
২৩. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. অন্যপদ খ. উভয়পদ
গ. পূর্বপদ ঘ. পরপদ
উত্তর: ঘ. পরপদ
২৪. ‘কাজলকালো‘-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাজলের ন্যায় কালো খ. কাজল রূপ কালো
গ. কাজল ও কালো ঘ. কালো যে কাজল
উত্তর: ক. কাজলের ন্যায় কালো
২৫. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. কুসুমকোমল খ. জ্ঞানালোক
গ. নয়নকমল ঘ. নবরত্ন
উত্তর: ক. কুসুমকোমল
২৬. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস নয়?
ক. তুষারশুভ্র খ. পুরুষসিংহ
গ. মনমাঝি ঘ. মুখচন্দ্র
উত্তর: ক ও গ দুইটি উত্তরই সঠিক
২৭. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম‘- কোন সমাস?
ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
উত্তর: ঘ. কর্মধারয় সমাস
২৮. ‘মহাকীর্ত‘–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান কীর্তি যার খ. মহা যে কীর্তি
গ. মহতী যে কীর্তি ঘ. মহান যে কীর্তি
উত্তর: গ. মহতী যে কীর্তি
২৯. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
ক. সাধারণ কর্মধারয় খ. রূপক কর্মধারয়
গ. উপমিত কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়
উত্তর: ঘ. উপমান কর্মধারয়
৩০. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক. মুখচন্দ্র খ. ক্রোধানল
গ. ঘনশ্যাম/তুষারশুভ্র ঘ. মনমাঝি
উত্তর: গ. ঘনশ্যাম/তুষারশুভ্র
৩১. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. বৌ-ভাত খ. মুখচন্দ্র
গ. মহানবী ঘ. কাজলকালো/কুসুমকোমল
উত্তর: ঘ. কাজলকালো/কুসুমকোমল
৩২. কোনটি পরপদ প্রধান সমাস?
ক. কর্মধারয় খ. অব্যয়ীভাব
গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি
৩৩. ‘অরুণরাঙা‘ কোন সমাসের উদাহরণ?
ক. রূপক কর্মধারয় খ. উপমিত কর্মধারয়
গ. বহুব্রীহি ঘ. উপমান কর্মধারয়
উত্তর: ঘ. উপমান কর্মধারয়
৩৪. নিচের কোনটি মধ্যপদলোপী সমাসের উদাহরণ?
ক. চন্দ্রমুখ খ. বিষাদ সিন্ধু
গ. স্মৃতিসৌধ ঘ. অরুণরাঙা
উত্তর: গ. স্মৃতিসৌধ
৩৫. ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?
ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়
উত্তর: ক. মধ্যপদলোপী কর্মধারয়
৩৬. ‘মনমাঝি‘-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মন যে মাঝি খ. মন মাঝির ন্যায়
গ. মন রূপ মাঝি ঘ. মন ও মাঝি
উত্তর: গ. মন রূপ মাঝি
৩৭. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ খ. চন্দ্র রূপ মুখ
গ. মুখ চন্দ্রের ন্যায় ঘ. মুখ ও চন্দ্র
উত্তর: গ. মুখ চন্দ্রের ন্যায়
৩৮. ‘ফুলকুমারী‘ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ফুলের ন্যায় কুমারী খ. কুমারী ফুলের ন্যায়
গ. ফুলের ন্যায় সুন্দর কুমারী ঘ. যে ফুলের কুমারী
উত্তর: খ. কুমারী ফুলের ন্যায়
৩৯. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. ধনশ্যাম খ. স্নেহনীড়
গ. কুসুমকোমল ঘ. করপল্লব
উত্তর: ঘ. করপল্লব
৪০. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. চন্দ্রমুখ খ. মুখচন্দ্র
গ. কাঁচামিঠা ঘ. মনমাঝি
উত্তর: খ. মুখচন্দ্র
৪১. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
ক. বিষাদসিন্ধু খ. ক্রোধানল
গ. মনমাঝি ঘ. তুষারশুভ্র
উত্তর: ঘ. তুষারশুভ্র
৪২. নিচের কোনটি কর্মধারয় সমাস?
ক. বিকাল খ. অমানুষ
গ. সুশীল ঘ. নাহক
উত্তর: ক. বিকাল
৪৩. সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ কি সমাস?
ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় সমাস
গ. দ্বিগু সমাস ঘ. রূপক সমাস
উত্তর: খ. কর্মধারয় সমাস
৪৪. ‘রূপক কর্মধারয়’-এর সমস্তপদ কোনটি?
ক. মহাপুরুষ খ. ঘনশ্যাম
গ. বিষাদসিন্ধু ঘ. তুষারশুভ্র
উত্তর: গ. বিষাদসিন্ধু
৪৫. কোন সমাসে উপমান ও উপমেয় পদের মধ্যে অভিজ্ঞতা কল্পনা করা হয়?
ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয় ঘ. রূপক কর্মধারয়
উত্তর: ঘ. রূপক কর্মধারয়
৪৬. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
ক. বিষাদ যেন সিন্ধু খ. বিষাদ রূপ সিন্ধু
গ. বিষাদ যেমন সিন্ধু ঘ. বিষাদময় সিন্ধু
উত্তর: খ. বিষাদ রূপ সিন্ধু
৪৭. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. অরুণরাঙা খ. মনমাঝি
গ. পুরুষসিংহ ঘ. ক্রোধানল
উত্তর: ক. অরুণরাঙা
৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?
ক. কদাচার খ. মহারাজ
গ. মুখচন্দ্র ঘ. মধুমাখা
উত্তর: ঘ. মধুমাখা
৪৯. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিতীয়া তৎপুরুষ খ. তৃতীয়া তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ ঘ. অলুক দ্বন্দ্ব
উত্তর: ক. দ্বিতীয়া তৎপুরুষ
৫০. নিচের কোনটি সঠিক ব্যাসবাক্য ও সমাস?
ক. রাজার পথ = রাজপথ খ. রাজার হাঁস = রাজহাঁস
গ. গুণের গ্রাম = গুণগ্রাম ঘ. মৃগের শিশু = মৃগশিশু
উত্তর: গ. গুণের গ্রাম = গুণগ্রাম
৫১. ‘চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী’- এটি কোন সমাসের উদাহরণ?
ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. রূপক কর্মধারয়
গ. দ্বিতীয়া তৎপুরুষ ঘ. বহুব্রীহি
উত্তর: গ. দ্বিতীয়া তৎপুরুষ
৫২. তৃতীয়া তৎপুরুষ সমাসের সমস্তপদ কোনটি?
ক. গা-ঢাকা খ. তালকানা
গ. মনগড়া ঘ. দেশসেবা
উত্তর: গ. মনগড়া
৫৩. যে পদের পরবর্তী ক্রিয়মূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
ক. কৃদন্তপদ খ. উপপদ
গ. সমস্তপদ ঘ. পরপদ
উত্তর: খ. উপপদ
৫৪. ‘বালিকা–বিদ্যালয়’ কোন সমাস?
ক. চতুর্থী তৎপুরুষ খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. সাধারণ কর্মধারয় ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তর: ক. চতুর্থী তৎপুরুষ
৫৫. ‘মনগড়া’ কোন সমাস?
ক. বহুব্রীহি খ. কর্মধারয়
গ. তৎপুরুষ ঘ. দ্বিগু
উত্তর: গ. তৎপুরুষ
৫৬. ‘রাজপথ’ কোন সমাস?
ক. উপপদ তৎপুরুষ খ. ষষ্ঠী তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ ঘ. তৃতীয় তৎপুরুষ
উত্তর: খ. ষষ্ঠী তৎপুরুষ
৫৭. ‘ন সুর = অসুর‘- এখানে কী অর্থে নঞ তৎপুরুষ সমাস হয়েছে?
ক. অভাব খ. ভিন্নতা
গ. অল্পতা ঘ. বিরোধ
উত্তর: ঘ. বিরোধ
৫৮. কৃদন্ত পদের সঙ্গে উপদের যে সমাস হয়, তার নাম কী?
ক. অলুক তৎপুরুষ খ. উপপদ তৎপুরুষ
গ. নঞ তৎপুরুষ ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তর: খ. উপপদ তৎপুরুষ
৫৯. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
ক. পকেটমার খ. গৃহান্তর
গ. প্রভাত ঘ. আরক্তিম
উত্তর: ক. পকেটমার
৬০. ‘জলচর‘ কোন তৎপুরুষ সমাস?
ক. সপ্তমী খ. পঞ্চমী
গ. উপপদ ঘ. তৃতীয়া
উত্তর: গ. উপপদ