তথ্যকণিকা
১. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নাম – উপসর্গ।
২. উপসর্গের প্রভাবে পরিবর্তন ঘটে – পাঁচ ধরনের।
৩. নিজস্ব অর্থবাচকতা নেই – উপসর্গের।
৪. নতুন শব্দ সৃজনের ক্ষমতা বা অর্থদ্যোতকতা আছে – উপসর্গের।
৫. বাংলা ভাষায় উপসর্গ আছে – তিন প্রকার।
৬. বাংলা উপসর্গ মোট – ২১টি এবং তৎসম উপসর্গ মোট – ২০টি।
৭. বাংলা উপসর্গ ও তৎসম উপসর্গ উভয় ক্ষেত্রেই পাওয়া যায় – আ, সু, বি, নি চারটি উপসর্গ।
৮. বাংলা উপসর্গ সাধারণ বাংলা শব্দের – পূর্বে যুক্ত হয়।
৯. আম, খাস, লা, গর ইত্যাদি – আরবি উপসর্গ।
১০. হর – হিন্দি উপসর্গ।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়
উত্তর: গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
২. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ খ. নতুন শব্দ গঠন
গ. ভাবের পার্থক্য নিরূপণ ঘ. যতি সংস্থাপন
উত্তর: খ. নতুন শব্দ গঠন
৩. শব্দের আগে বসে কোনটি?
বা নিচের কোনটি শব্দের শুরুতে বসে?
ক. অনুসর্গ খ. উপসর্গ
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
উত্তর: খ. উপসর্গ
৪. কোনটি অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি
গ. প্রত্যয় ঘ. উপসর্গ
উত্তর: ঘ. উপসর্গ
৫. বাংলা বা খাটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. এগারোটি খ. একুশটি
গ. বাইশটি ঘ. আঠারোটি
উত্তর: খ. একুশটি
৬. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ‘ কোন জাতের উপসর্গ?
ক. বাংলা খ. সংস্কৃত
গ. দেশি ঘ. বিদেশি
উত্তর: ক. বাংলা
৭. অঘা, অজ, অনা— কোন উপসর্গ?
ক. আরবি উপসর্গ খ. বাংলা উপসর্গ
গ. ফরাসি উপসর্গ ঘ. সংস্কৃত উপসর্গ
উত্তর: খ. বাংলা উপসর্গ
৮. নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
ক. অ, অঘা, অজ, অনা খ. সু, বি, নি, আ
গ. আ, উপ, অপ, অপি ঘ. অনা, ইতি, কু, সম
উত্তর: খ. সু, বি, নি, আ
৯. কোন গরটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
ক. অ, অজ, অনা, আ খ. সু, বি, নি, আ
গ. কু, ইতি, রাম, আ ঘ. সা, আন, আব, আ
উত্তর: খ. সু, বি, নি, আ
১০. কোনটি খাটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
ক. ইতিহাস খ. অনুবাদ
গ. অভিযান ঘ. গরমিল
উত্তর: ক. ইতিহাস
১১. ‘নিদাঘ’ শব্দেক অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
ক. নিতান্ত অর্থে খ. ন্যূন অর্থে
গ. নঞ অর্থে ঘ. সামান্য অর্থে
উত্তর: ক. নিতান্ত অর্থে
১২. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
ক. অর্ধ-তৎসম খ. বিদেশি
গ. সংস্কৃত ঘ. খাঁটি বাংলা
উত্তর: ঘ. খাঁটি বাংলা
১৩. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
বা বাংলা উপসর্গ কোনটি?
ক. আম খ. রাম
গ. সম ঘ. নিম
উত্তর: খ. রাম
১৪. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
ক. অ, অঘা,অজা খ. আ, উপ, আপ
গ. সু, বি, নি ঘ. কু, অনা, ইতি
উত্তর: গ. সু, বি, নি
১৫. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাটি বাংলা ?
ক. আ, সু, অব, আড় খ. ফি, নি, বি, সু
গ. অজ, আন, ইতি, পাতি ঘ. কু, বি, এ, নি
উত্তর: গ. অজ, আন, ইতি, পাতি
১৬. কোনটি বাংলা উপসর্গ?
ক. আধ খ. উৎ
গ. নিম ঘ. আড়
উত্তর: ঘ. আড়
১৭. কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ?
ক. বিশুদ্ধ খ. বিজ্ঞান
গ. বিশুস্ক ঘ. বিপথ
উত্তর: ঘ. বিপথ
১৮. ‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’— ‘অ’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
ক. বিদেশি খ. খাঁটি বাংলা
গ. তৎসম ঘ. উপসর্গ
উত্তর: খ. খাঁটি বাংলা
১৯. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে‘- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
বা, ‘মা বলিতে প্রাণ করে আনচান।‘- ‘আনচান‘ কোন উপসর্গযোগে গঠিত শব্দ ?
ক. বাংলা খ. সংস্কৃত
গ. হিন্দি ঘ. বিদেশি
উত্তর: ক. বাংলা
২০. ‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?
ক. কদ্ খ. কু
গ. আব ঘ. হা
উত্তর: ক. কদ্
২১. ‘রামছাগল’- এর ‘রাম‘ উপসর্গটি কোন প্রকার?
ক. ক্ষুদ্র খ. নিকৃষ্ট
গ. উৎকৃষ্ট ঘ. সম্যক
উত্তর: গ. উৎকৃষ্ট
২২. ‘রাম ছাগল’ শব্দের ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
ক. বাংলা খ. সংস্কৃত
উত্তর: ঘ. খাঁটি বাংলা
২৩. ‘সুকাজ‘ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. হিন্দি খ. তৎসম
গ. আরবি ঘ. খাঁটি বাংলা
উত্তর: ঘ. খাঁটি বাংলা
২৪. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
ক. সুনীল খ. সুখবর
গ. সুকণ্ঠ ঘ. সুনিপুণ
উত্তর: খ. সুখবর
২৫, উপসর্গ কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
উত্তর: খ. তিন প্রকার
২৬. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহূত হয়েছে ?
ক. সুনজর খ. সুকঠিন
গ. সুচতুর ঘ. সুনিপুণ
উত্তর: ক. সুনজর
২৭. ‘কদাকার‘ শব্দের ‘কদ্’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিন্দিত খ. পূর্ণতা
গ. ক্রমাগত ঘ. উৎকৃষ্ট
উত্তর: ক. নিন্দিত
২৮. নিচের কোনটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ?
ক. সুকণ্ঠ খ. সুনীল
গ. সুখবর ঘ. সুপ্রিয়
উত্তর: গ. সুখবর
২৯. তৎসম উপসর্গ কয়টি?
ক. ১৯টি খ. ২০টি
গ. ২১টি ঘ. ২২টি
উত্তর: খ. ২০টি
৩০. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
ক. সংস্কৃত খ. আরবি
গ. ফারসি ঘ. বাংলা
উত্তর: ক. সংস্কৃত
৩১. ‘পরিপূর্ণ’ শব্দটিতে উপসর্গ ‘পূর্ণ’ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে?
ক. নতুন অর্থবোধক শব্দ তৈরি
খ. শব্দের অর্থে পূর্ণতা সাধন
গ. শব্দের অর্থের সম্প্রসারণ
ঘ. শব্দের অর্থের সংকোচন
উত্তর: খ. শব্দের অর্থে পূর্ণতা সাধন
৩২. বিশেষ অর্থে ‘উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?
ক. উপকূল খ. উপভোগ
গ. উপবন ঘ. উপকণ্ঠ
উত্তর: খ. উপভোগ
৩৩. তৎসম উপসর্গ কোনটি?
ক. গর খ. অনা
গ. লা ঘ. সম
উত্তর: ঘ. সম
৩৪. তৎসম উপসর্গ কোনটি?
ক. অজ খ. গর
গ. পরা ঘ. পাতি
উত্তর: গ. পরা
৩৫. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
ক. অনুসর্গের খ. বিভক্তির
গ. উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের
উত্তর: গ. উপসর্গের
৩৬. ‘সুনিপুণ’ শব্দের ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে?
ক. আতিশয্য খ. বিশেষ
গ. নিশ্চয় ঘ. নিষেধ
উত্তর: ক. আতিশয্য
৩৭. পরাকাষ্ঠা শব্দের ‘পরা‘ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সম্যক খ. অভাব
গ. অল্পতা ঘ. আতিশয্য
উত্তর: ঘ. আতিশয্য
৩৮. ‘বিজ্ঞান‘ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অভাব খ. গতি
গ. সাধারণ ঘ. বিশেষ
উত্তর: ঘ. বিশেষ
৩৯. ‘উত্তম‘ অর্থে ‘সু‘ উপসর্গের ব্যবহার কোনটি?
ক. সুনীল খ. সুলভ
গ. সুতী ঘ. সুচতুর
উত্তর: ক. সুনীল
৪০. ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?
ক. গভীর খ. না
উত্তর: ঘ. আতিশয্য
৪১. কোনটি অসম উপসর্গযোগে গঠিত শব্দ?
ক. বিফল খ. আলুনি
গ. নিলাজ ঘ. সুনজর
উত্তর: ক. বিফল
৪২. ‘অভি’ কোন ভাষার উপসর্গ?
গ. আরবি ঘ. ফারসি
উত্তর: খ. তৎসম
৪৩. ‘উংক্ষিপ্ত’ শব্দে ‘উৎ‘ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ঊর্ধ্বে খ. আতিশয্য
গ. প্রস্তুতি ঘ. নিশ্চয়তা
উত্তর: ক. ঊর্ধ্বে
৪৪. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
ক. উৎকৃষ্ট খ. আকৃষ্ট
গ. নিকৃষ্ট ঘ. বিশিষ্ট
উত্তর: গ. নিকৃষ্ট
৪৫. ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?
ক. অভিযান খ. অভিভূত
গ. অভিব্যক্তি ঘ. অভিবাদন
উত্তর: ক. অভিযান
৪৬. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি ?
ক. এত অত্যাচার আর সহ্য হয় না
খ. এটি একটি অতিপ্রাকৃত গল্প
গ. অতিকায় হস্তী লোপ পেয়েছে
ঘ. অতি চালাকের গলায় দড়ি
উত্তর: ঘ. অতি চালাকের গলায় দড়ি
৪৭. ‘আতিশয্য’ অর্থে ‘সু‘ উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. সুগম খ. সুসাধ্য
গ. সুচরিত্র ঘ. সুনিপুণ
উত্তর: ঘ. সুনিপুণ
৪৮. ফারসি উপসর্গ কয়টি?
ক. ১০টি খ. ১১টি
গ. ১২টি ঘ. ১৩টি
উত্তর: ক. ১০টি
৪৯. ‘নিম‘ কোন ভাষার উপসর্গ?
ক. আরবি খ. হিন্দি
গ. ফারসি ঘ. উর্দু
উত্তর: গ. ফারসি
৫০. ‘নিমরাজি’ শব্দটিতে ব্যবহৃত ‘নিম’ কোন উপসর্গ?
ক. আরবি খ. বাংলা
গ. তৎসম ঘ. ফারসি
উত্তর: ঘ. ফারসি
৫১. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ
ক. আরবি খ. হিন্দি
গ. ফারসি ঘ. উর্দু
উত্তর: গ. ফারসি
৫২. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
ক. লাপাত্তা খ. বকলম
গ. আমদরবার ঘ. অবগাহন
উত্তর: খ. বকলম
৫৩. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
ক. চোরটি বমাল ধরা পড়েছে খ. অনুকরণ করো না
গ. সমাগত সুধী ঘ. কুজনে কুরব করে
উত্তর: ক. চোরটি বমাল ধরা পড়েছে
৫৪. ‘লাপাত্তা‘ শব্দের ‘লা‘ কোন শ্রেণির উপসর্গ?
ক. ফারসি খ. উর্দু
গ. আরবি ঘ. হিন্দি
উত্তর: গ. আরবি
৫৫. ‘লাখেরাজ’ শব্দটির ‘লা‘ উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক. বিশেষ খ. না
গ. সাধারণ ঘ. আধা
উত্তর: খ. না
৫৬. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. প্রহার খ. খাসকামরা
গ. আগ্রহ ঘ. উপকার
উত্তর: খ. খাসকামরা
৫৭. সাজিরা ও সাজোয়ান শব্দ দুটিতে ‘সা‘ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. উৎকৃষ্ট খ. বিশিষ্ট
গ. সঙ্গে ঘ. নিকৃষ্ট
উত্তর: ক. উৎকৃষ্ট
৫৮. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?
ক. সাব-জজ খ. উপাধ্যক্ষ
গ. সহযোগী ঘ. উপকূল
উত্তর: ক. সাব-জজ
৫৯. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
ক. বিশেষ খ. মন্দ
গ. না ঘ. অভাব
উত্তর: ঘ. অভাব
৬০. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
ক. তৎসম খ. ইংরেজি
গ. ফারসি ঘ. বাংলা
উত্তর: খ. ইংরেজি