এসএসসি আইসিটি (ICT) দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর

 

এসএসসি আইসিটি (ICT) বহুনির্বাচনি প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায়

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

তথ্য কণিকা

ভাইরাস (Virus) :
ভাইরাস (Virus) শব্দের পূর্ণরূপ হলো Vital Information & Resources Under Seige. যার অর্থ দাঁড়ায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ভাইরাস আইসিটি যন্ত্রের জন্য
একটি বড় হুমকি। কারণ এটি ব্যবহারকারীর যন্ত্রে থাকা তথ্য উপাত্তকে আক্রমণ করে
সেগুলোকে নষ্ট করে দেয়। ভাইরাস তৈরির পেছনে অসৎ স্বার্থ জড়িত থাকে।
অ্যান্টিভাইরাস ইউটিলিটি :

অ্যান্টিভাইরাস ইউটিলিটি প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি তার পূর্বজ্ঞান ব্যবহার করে সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে ।

এসএসসি আইসিটি (ICT) দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর


ফ্রেড কোহেন :

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন ছিলেন— “University of New Haven” এর অধ্যাপক। তিনি ১৯৮০ সালে Virus নামকরণ করেন। তিনি ভাইরাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণাও দেন। এছাড়া তিনি একটি ছোট প্রোগ্রাম তৈরি করেন যা কম্পিউটারকে আক্রান্ত করতে পারত, নিজে নিজেই প্রতিলিপি তৈরি করতে পারত ও একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারত।

  • প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় টেম্পোরারি ফাইল তৈরি হয়।
  • ইন্টারনেট ব্যবহার করলে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়।
  • অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পাইওয়্যার ও অ্যান্টিম্যালওয়্যার ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার ঝুঁকিপূর্ণ।
  • ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে।
  • রেজিস্ট্রি ক্লিনআপ কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে ।
  • অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রক্রিয়া জটিল।
  • সফটওয়্যার ইনস্টল করতে সফটকপি বা ডিজিটাল কপির প্রয়োজন।
  • Read me – ফাইলটিতে জরুরি কথা লেখা থাকে।
  • Auto run– সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালেই চালু হয়।
  • Set up-Auto run দ্বারা চালু হওয়া প্রোগ্রাম ইনস্টল করতে।
  • অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে আনইনস্টল করা সহজ।
  • উইন্ডোজ অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
  • আনইনস্টল করতে- Control Panel > Add/Remove অথবা Uninstall Program.
  • আনইনস্টল করার পর কম্পিউটার Restart দিতে হয়।
  • VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information and Resources Under Siege.
  • VIRUS অর্থ হলো- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতিসাধন করা।
  • ১৯৮০ সালে ফ্রেড কোহেন ভাইরাস নামকরণ করেন।
  • ভাইরাস- স্টোন, ভিয়েনা, সিআইএইচ (CIH), ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি।
  • অ্যান্টিভাইরাস- এভিজি (AVG), এভিরা (Avira), অ্যাভাস্ট (Avast) ইত্যাদি।
  • ভাইরাস কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে।
  • সিডি মেমোরি কার্ড, পেনড্রাইভ, হার্ডডিস্ক ও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস কম্পিউটারে ছড়ায়।
  • অ্যান্টিভাইরাস আপডেট করলে শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি পায় ।
  • ভার্চুয়াল জগতের তালা হলো পাসওয়ার্ড।
  • কি বোর্ডের সহজ বিন্যাস হলো (qwerty বা asdfg)।
  • 2-step verification ব্যবহার করা যায় gmail ও yahoo তে ।
  • 2-step verification-এ একটি কোড কেবলমাত্র একবারই ব্যবহৃত হবে।
  • দুর্বল পাসওয়ার্ড সহজেই ভাইরাস আক্রমণ করে।
  • ব্যক্তিগতভাবে মোবাইল, কম্পিউটারের ব্যবহার যেমন বেড়েছে তেমনি ইন্টারনেট বা অনলাইনের ব্যবহারও ক্রমাগত বেড়ে চলেছে।
  • কোনো কম্পিউটার থেকে ই-মেইল ব্যবহার করলে, ব্যবহার শেষে অ্যাকাউন্ট থেকে লগ-আউট বা সাইন-আউট করতে হয়।
  • আসক্তি শব্দটা সাধারণত মাদকের সাথে ব্যবহৃত হয়।
  • ইন্টারনেটে আসক্তি বিষয়কে IAD বা Internet Addiction Disorder বলা হয়।
  • কোরিয়ার একজন মানুষ টানা ৫০ ঘণ্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল।
  • সপ্তাহে অন্তত ছয় দিন টানা দশ ঘণ্টা করে কম্পিউটার ব্যবহার করলে মস্তিষ্কের গঠনে পরিবর্তন হয়।
  • বিভিন্ন সামাজিক ওয়েবসাইট- ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস।
  • নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত আকাঙ্ক্ষাকে Narcissism বলে।
  • কপিরাইট আইনের লক্ষ্য হলো লেখক, শিল্পীসহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টকর্ম সংরক্ষণ করার অধিকার দেওয়া।
  • কম্পিউটারের বেলায় কোনো কিছুর ‘কপি’ বা ‘অবিকল’ প্রতিলিপি তৈরি করা খুবই সহজ কাজ।
  • বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার সংস্থা হলো BAS.
  • BSA হলো বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের সংক্ষিপ্ত রূপ।
  • পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী প্রতি ১০ জনের ৭ জনই পাইরেসিমুক্ত।
  • তথ্য অধিকার আইনের আওতামুক্ত ২০টি বিষয়।
  • ট্রাবলশুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়।
  • ট্রাবলশুটিং অংশে সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে।
  • কম্পিউটারের ট্রাবলশুটিং খুবই গুরুত্বপূর্ণ।
সমস্যাকারণ
সিস্টেম চালু না হওয়ামেইন পাওয়ার ক্যাবলের সংযোগ সমস্যা
সিস্টেম চললেও মনিটরে কিছু দেখা যায় নাRAM এর সমস্যা (সমস্যাযুক্ত RAM বীপ শব্দ করে)
সিস্টেম গরম হয়ে কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যাওয়াHeat sink-এ ধূলোবালি জমা
কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পর Shut down নেওয়াত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
কম্পিউটার ঘন ঘন হ্যাং হয়ে রিবুট/রিস্টার্ট নেওয়াভাইরাস আক্রান্ত হলে অথবা কুলিং ফ্যান না ঘুরলে
Display আসার পর কম্পিউটার Hang করামাদারবোর্ডের সমস্যা
কম্পিউটারে তারিখ এবং সময় ঠিক না থাকা অথবা বায়োসের অপশন সেভ না হওয়ামাদারবোর্ডে সংযুক্ত CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারানো
Boot Disk failure অথবা Hard disk not foundহার্ডডিস্কে সমস্যা
Out of Memory অথবা Not enough memoryঅতিরিক্ত প্রোগ্রাম ইনস্টলের জায়গা না থাকা (অধিক র‌্যাম ব্যবহার করতে হবে)

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

ক. কম্পিউটার স্লো হয়ে যায়

খ. কম্পিউটারের গতি বেড়ে যায়

গ. অ্যান্টিভাইরাস কাজ করে না

ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না

উত্তর: ক. কম্পিউটার স্লো হয়ে যায়

সিডিডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?

ক. Setup                                           খ. Auto run

গ. Read me                                      ঘ. Restart

উত্তর: খ. Auto run

৩. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

ক. তথ্য                                               খ. উপাত্ত

গ. কম্পিউটার                                    ঘ. ইন্টারনেট

উত্তর: ক. তথ্য

৪. সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে-

i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা

ii. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা

iii. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

সাধারণত কোনটি নষ্ট হলে Beep সাউন্ড দেয়?

ক. ROM                                             খ. RAM

গ. CMOS                                           ঘ. OS

উত্তর: খ. RAM

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়–    

i. ডিস্ক ক্লিন আপ

ii. ডিস্ক ফরমেট

iii. ডিস্ক ডিফ্রাগমেন্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়?

ক. Ctrl + F                                         খ. Alt + F

গ. Ctrl + L                                          ঘ. Shift + L

উত্তর: ক. Ctrl + F

হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন?

ক. ডিস্ক ডিলিটআপ                           খ. ডিস্ক রিডআপ

গ. ডিস্ক রিমুভার                                 ঘ. ডিস্ক ক্লিনআপ

উত্তর: ঘ. ডিস্ক ক্লিনআপ

ইলেকট্রনিকস যন্ত্রগুলি কিসের দ্বারা পরিচালিত হয়?

ক. সফটওয়্যার                                   খ. বিদ্যুৎ

গ. হার্ডওয়্যার                                      ঘ. ডেটা

উত্তর: ক. সফটওয়্যার

কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন-

i. মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা

ii. মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা

iii. মাঝে মধ্যে ডিস্ক ডিফ্রাগমেন্ট করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                              ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং   ৭নং প্রশ্নের উত্তর দাও :

‘x’ কিছু দিন যাবৎ লক্ষ করছে, তার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগছে এবং মাঝে মাঝে রিবুট হয়ে সংরক্ষিত ফাইল হারিয়ে যাচ্ছে। এ সমস্যার কথা ম্যাডামকে বললে তিনি প্রতিরোধী সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন।

৬. ‘x’ কম্পিউটারের গতি বাড়ানোর জন্য ব্যবহার করবে

i. ডিস্ক ক্লিন আপ

ii. ডিস্ক ডিফ্রাগমেন্টার

iii. ডিক রিমুভার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৭. ম্যাডামের পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে

i. এন্টিভাইরাস

ii. এন্টিক্লিনআপ

iii. এন্টিম্যালওয়্যার

নিচের কোনটি সঠিক?

. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

নিচের কোন পাসওয়ার্ডটি সুরক্ষিত?

ক. 12345678                                    খ. habib&tuhin38Wdhaka

গ) [email protected]                       ঘ. habib38.

উত্তর: খ. habib&tuhin38Wdhaka

তুমি কতবার তোমার কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করবে?

ক. দিনে একবার                                 খ. সপ্তাহে একবার

গ. মাসে একবার                                 ঘ. বছরে একবার

উত্তর: ক. দিনে একবার  

১০কোনটি নিজেই নিজের প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে?

ক. ভাইরাস                                          খ. অ্যান্টিভাইরাস

গ. পাসওয়ার্ড                                      ঘ. মাউস পয়েন্টার

উত্তর: ক. ভাইরাস

১১জটিল পাসওয়ার্ডে থাকে

i. অক্ষর

ii. সংখ্যা

iii. বিশেষ চিহ্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

১২কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করতে হলে কোনটি প্রয়োজন?

ক. পাসওয়ার্ড                                      খ. এন্টিভাইরাস

গ. সফটওয়্যার হালনাগাদ রাখা          ঘ. ধুলাবালিমুক্ত রাখা

উত্তর: খ. এন্টিভাইরাস

১৩একটি আদর্শ পাসওয়ার্ড

i. তথ্য হ্যাকিং থেকে রক্ষা করে

ii. গোপনীয়তা বজায় রাখে

iii. পাইরেসির হাত থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

১৪কম্পিউটারের ভাইরাসের নামকরণ করেন কে?

ক. চার্লস ব্যাবেজ                                খ. ফ্রেড কোহেন

গ. অ্যাডা লাভলেস                             ঘ. স্টিভ জবস

উত্তর: খ. ফ্রেড কোহেন

১৫দুই স্তরের নিরাপত্তার প্রয়োজন

i. গুগল

ii. ইয়াহু

iii. জি-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

১৬কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে?

ক. কপি সেভ আইন                           খ. কপি লেফট আইন

গ. কপি প্রটেকশন আইন                   ঘ. কপিরাইট আইন

উত্তর: ঘ. কপিরাইট আইন

নিচের অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

আব্দুস সামাদ সাহেব অফিস ব্যবস্থাপনার কাজে ১টি বিশেষ কম্পিউটার সফটওয়্যার তৈরি করলেন এবং তা পাশ্ববর্তী প্রতিষ্ঠানে কাজের জন্য সরবরাহ করেন। পরবর্তীতে তিনি দেখলেন যে তার অনুমতি ব্যতীত আরও অনেকেই কপি করে ব্যবহার করছে।

১৭উল্লিখিত অবস্থায় আব্দুস সামাদ সাহেবের করণীয় কী?

ক. পুলিশকে খবর দেওয়া                   খ. জনগণকে নিতে নিষেধ করা

. মেধাস্বত্ব রেজিস্ট্রেশন করা            ঘ. শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করা

উত্তর: গ. মেধাস্বত্ব রেজিস্ট্রেশন করা

১৮তথ্য অধিকার আইন ২০০৯ এর ৭ম ধারায় কতটি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে?

ক. ২০                                                 খ. ২৫

গ. ৩০                                                  ঘ. ৩৫

উত্তর: ক. ২০

১৯তথ্য অধিকার আইনের  ধারায় কয়টি বিষয় আইনের আওতামুক্ত রাখা হয়েছে?

 ক. ৭                                                   খ. ২০

গ. ২২                                                  ঘ. ২৫

উত্তর: খ. ২০

২০বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয়?

ক. ১৯৭১                                             খ. ২০০৯

গ. ২০১১                                              ঘ. ২০১৩

উত্তর: খ. ২০০৯

২১ট্রাবলশুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য?

ক. হিউম্যান ওয়্যার                             খ. ফার্মওয়্যার

গ. সফটওয়্যার                                    ঘ. হার্ডওয়্যার

উত্তর: ঘ. হার্ডওয়্যার

২২কম্পিউটারের তারিখ  সময় ঠিক না থাকলে কী করতে হবে?

ক. RAM পরিবর্তন                              খ. ROM পরিবর্তন

গ. Power Supply পরিবর্তন              ঘ. COMS ব্যাটারি পরিবর্তন

উত্তর: ঘ. COMS ব্যাটারি পরিবর্তন

নিচের উদ্দীপকটি পড়ে ২৩  ২৪নং প্রশ্নের উত্তর দাও :

রায়হানের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। রায়হান একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখল যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছেনা।

২৩উক্ত কম্পিউটারে কি সমস্যা হতে পারে?

ক. পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়েছে

খ. সিপিইউ কুলার ফ্যানটি নষ্ট হয়েছে

গ. র‌্যামে কোনো সমস্যা হয়েছে

ঘ. হার্ডডিস্কে সমস্যা হয়েছে।

উত্তর: গ. র‌্যামে কোনো সমস্যা হয়েছে

২৪উক্ত কম্পিউটারে সমস্যা সমাধানের উপায় হতে পারে

i. র‌্যামের সংযোগগুলি ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেয়া

ii. নতুন হার্ডডিস্ক লাগিয়ে দেয়া

iii. নতুন র‌্যাম লাগিয়ে দেয়া নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

২৫. Beep Sound দেয় সাধারণত কোনটি নষ্ট হলে?

ক. COMS                                          খ. CPU

গ. ROM                                              ঘ. RAM

উত্তর: ঘ. RAM

২৬কোন সফটওয়্যার ব্যবহার করে হার্ডডিক্সের জায়গা ফাঁকা করা হয়?

ক. উইন্ডোজ                                       খ. স্পাইওয়্যার

গ. লিনাক্স                                            ঘ. ডিস্ক ক্লিনআপ

উত্তর: ঘ. ডিস্ক ক্লিনআপ

২৭পেনড্রাইভ একটি

ক. ইনপুট ডিভাইস                             খ. স্টোরেজ ডিভাইস

গ. আউটপুট ডিভাইস                        ঘ. মেমোরি

উত্তর: খ. স্টোরেজ ডিভাইস

২৮নিচের কোনটি বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করার জন্য ব্যবহার হয়?

ক. কম্পিউটার                                    খ. মোবাইল

গ. ROM                                              ঘ. DVD

উত্তর: ঘ. DVD

২৯. ICT ডিভাইসগুলো চালানো হয়

ক. হার্ডওয়্যার                                      খ. সফটওয়্যার

গ. ই-মেইল                                         ঘ. কম্পিউটার

উত্তর: খ. সফটওয়্যার

৩০কম্পিউটারের হার্ডওয়্যার  সফটওয়্যার হলো

ক. একটি অপরটির বিপরীত             খ. একটি অপরটির পরিপূরক

গ. একটি অপরটির নির্দেশক             ঘ. একটি অপরটির সম্পূরক

উত্তর: খ. একটি অপরটির পরিপূরক

৩১কম্পিউটারে কাজ চলাকালীন তথ্য সংরক্ষণকারী স্মৃতিকে কী বলে?

ক. Ram                                              খ. Rom

গ. Hard Disk                                     ঘ. Pendrive

উত্তর: ক. Ram

৩২লোকাল নেটওয়ার্ক টপোলজি কয়টি?

ক. ২টি                                                খ. ৪টি

গ. ৬টি                                                ঘ. ৮টি

উত্তর: গ. ৬টি

৩৩কোন বাটনে চাপ দিলে রেজিস্টির সব জায়গা থেকে ফাইল মুছে দিতে হবে?

ক. F2                                                 খ. F3  

গ. F4                                                   ঘ. F5

৩৪. নিচের কোনটি Registry Editor-এর ফাইল মেনুতে থাকে না?

ক. Import                                            খ. Load I live

গ. Connect Network Registry        ঘ. Registry File

উত্তর: ঘ. Registry File

৩৫র‌্যাম এর Connector সমূহকে কীভাবে পরিষ্কার করতে হবে?

ক. কাপড় দিয়ে                                   খ. সাবান পানি দিয়ে

গ. শক্ত ব্রাশ দিয়ে                               ঘ. ইরেজার দিয়ে

উত্তর: ঘ. ইরেজার দিয়ে

৩৬. বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে?

ক. অপারেটিং সিস্টেম                       খ. ডেটা ডাইরেক্টরি

গ. বুট সেক্টর                                      ঘ.অ্যারিথমেটিক সেক্টর

উত্তর: গ. বুট সেক্টর  

৩৭. কুকিজ এবং টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়?

ক. প্রধান মেমোরি                              খ. সেকেন্ডারি মেমোরি

গ. ক্যাশ মেমোরি                               ঘ. রম

উত্তর: গ. ক্যাশ মেমোরি

৩৮ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কোন ফাইল জমা হয়?

ক. রিডমি                                            খ. সেটআপ

গ. ব্যাকআপ                                       ঘ. কুকিজ

উত্তর: ঘ. কুকিজ

৩৯. কখন অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়?

ক. প্রতিদিন ব্যবহার করলে               

খ. পরিবর্তন করলে

গ. ইন্টারনেটের সাথে সংযুক্ত করলে

ঘ. ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করলে

উত্তর: গ. ইন্টারনেটের সাথে সংযুক্ত করলে

৪০অপারেটিং সিস্টেম সফটওয়্যারকে কি নামে অভিহিত করা হয়?

ক.  প্রোগ্রামিং                                      খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

গ. সিস্টেম সফটওয়্যার                      ঘ. ডেটাবেজ

উত্তর: গ. সিস্টেম সফটওয়্যার

৪১ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সফটওয়্যার হালনাগাদ করাকে কী বলে?

ক. Upload                                          খ. Download

গ. Update                                          ঘ. ireware

উত্তর: গ. Update

৪২কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা খালি এবং ফাইলগুলো সাজিয়ে রেখে গতি বজায় রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

ক. অ্যান্টিভাইরাস                              খ. অ্যান্টি ম্যালওয়্যার

গ. অ্যান্টি স্পাইওয়্যার                        ঘ. ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্রাগমেন্ট

উত্তর: ঘ. ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্রাগমেন্ট

৪৩কম্পিউটারের ডিস্ক ডিফ্রাগমেন্টার ব্যবহার করা হয় কেন?

ক. কম্পিউটারের গতি বজায় রাখার জন্য

খ. ভাইরাস দূর করার জন্য

গ. কম্পিউটারকে সচল করার জন্য

ঘ. কম্পিউটারের লোড কমানোর জন্য

উত্তর: ক. কম্পিউটারের গতি বজায় রাখার জন্য

৪৪ডিস্ক ক্লিনআপ কোথায় যুক্ত থাকে?

ক.  অফিস ২০০৭                               খ. অ্যান্টিস্পাইওয়্যার

গ. অপারেটিং সিস্টেমে                      ঘ. অ্যান্টিভাইরাস প্রোগ্রামে

উত্তর: গ. অপারেটিং সিস্টেমে

৪৫ক্যাশ মেমোরি পরিষ্কার করতে কে সাহায্য করে?

ক. হার্ডওয়্যার                                     খ. হার্ডডিস্ক

গ. সফটওয়্যার                                   ঘ. অ্যান্টিভাইরাস

উত্তর: গ. সফটওয়্যার

৪৬রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করলে আইসিটি যন্ত্রটি-

ক. ঠিকভাবে কাজ করবে                   খ. মাঝে মাঝে কাজ করবে

গ. ঠিকভাবে কাজ করবে না              ঘ. দ্রুত কাজ করবে

উত্তর: গ. ঠিকভাবে কাজ করবে না

৪৭হার্ডডিস্কে জায়গা ফাঁকা করার জন্য কোনটি ব্যবহূত হয়?

ক. ডিস্ক ক্লিন আপ                             খ. ডিস্ক ডিলিট আপ

গ. ডিস্ক এডিটর                                  ঘ. ডিস্ক রিমুভার

উত্তর: ক. ডিস্ক ক্লিন আপ

৪৮ডিস্ক ক্লিনআপ এর কাজ কী?

ক. মেমোরির জায়গা বাড়ানো           

খ. কম্পিউটারের কাজের গতি বজায় রাখা

গ. কম্পিউটারের কাজের গতি কমানো

ঘ. কাজের গতি কমাতে

উত্তর: খ. কম্পিউটারের কাজের গতি বজায় রাখা

৪৯ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার না করলে কী সমস্যা হয়?

ক. আইসিটি যন্ত্রের গতি কমে যায়

খ. ICT যন্ত্র নষ্ট হয়ে যায়

গ. ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না

ঘ. ক্যাশ মেমোরি বিলুপ্ত হয়ে যায়

উত্তর: ক. আইসিটি যন্ত্রের গতি কমে যায়

৫০. কোন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল  গতিশীল রাখা যায়?

ক. অপারেটিং সিস্টেম                       খ. ক্লিনার

গ. উইনরাররে                                     ঘ. রেজিস্ট্রি ক্লিনআপ

উত্তর: ঘ. রেজিস্ট্রি ক্লিনআপ

৫১কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-

ক. খুবই অল্প                                      খ. অনেক

গ. কম                                                ঘ. অনেক বেশি

উত্তর: ঘ. অনেক বেশি

৫২. কম্পিউটারকে সচল  কার্যক্ষম রাখতে কী করতে হয়?

ক. নতুন কম্পিউটার কিনতে হবে    

খ. রক্ষণাবেক্ষণ

গ. কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে

ঘ. Repair করতে হবে

উত্তর: খ. রক্ষণাবেক্ষণ

৫৩প্রত্যেক বার কম্পিউটার ব্যবহার করার সময় নিচের কোনটি তৈরি হয়?

ক. বেশ কিছু Temp ফাইল                 খ. VIRUS

গ. বেশ কিছু doc ফাইল                     ঘ. বেশ কিছু HTML ফাইল

উত্তর: ক. বেশ কিছু Temp ফাইল

৫৪. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

ক. কম্পিউটারের গতি বেড়ে যায়

খ. কম্পিউটার স্লো হয়ে যায়

গ. অ্যান্টিভাইরাস কাজ করে না

ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না

উত্তর: খ. কম্পিউটার স্লো হয়ে যায়

৫৫. কোন প্রোগ্রামটি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত?

ক. Nitro pdf                                       খ. Disk clean up

গ. Cleaner                                        ঘ. ম্যালওয়্যার

উত্তর: খ. Disk clean up

৫৬অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কি করতে হয়?

ক. আন ইনস্টল                                 খ. হালনাগাদ

গ. রিপেয়ার                                         ঘ. নতুন তৈরি

উত্তর: খ. হালনাগাদ

৫৭কম্পিউটারের গতি বাড়াতে সাহায্য করে কোনটি?

ক. ডিস্ক ক্লিনআপ                              খ. ডিস্ক ডিফ্রাগমেন্টার

গ. ক ও খ                                           ঘ. মোডেম

উত্তর: গ. ক ও খ  

৫৮টেম্পোরারি ফাইলের ক্ষেত্রে

i. কম্পিউটারের তথ্য হালনাগাদ করে দেয়

ii. হার্ডডিস্কের জায়গা দখল করে

iii. কম্পিউটারের গতি ধীর করে দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৯  ৬০ নং প্রশ্নের উত্তর দাও :

তারেক কিছুদিন পূর্বে একটি কম্পিউটার ক্রয় করেছিল। কিন্তু এর রক্ষণাবেক্ষণে সে মোটেও যত্নশীল নয়। কিছুদিন পর দেখা গেল তার কম্পিউটারটি আগের মত গতিশীল নয়।

৫৯তারেক তার কম্পিউটারকে কীভাবে ঠিক করবে?

ক. ইন্টারনেট ব্যবহার করে                খ. প্রোগ্রাম ব্যবহার করে

গ. হার্ডওয়্যার ব্যবহার করে                ঘ. রেজিস্ট্রি ক্লিনআপের মাধ্যমে

উত্তর: ঘ. রেজিস্ট্রি ক্লিনআপের মাধ্যমে

৬০তারেক আর যে যে সমস্যায় পড়তে পারে

i. কম্পিউটার ঠিকমতো কাজ করবে না

ii. কম্পিউটার হ্যাং করবে

iii. Hard Disk জায়গা বেড়ে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৬১কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে যা অনুসরণ করা উচিত

i. যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করবে কি না

ii. এন্টিভাইরাস সফটওয়্যার সচল রাখা

iii. ইনস্টলের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কি না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৬২গুরুত্বপূর্ণ তথ্য কোন ফাইলে লেখা থাকে?

ক. Auto run                                       খ. Auto exe

গ. Read me                                      ঘ. Setup

উত্তর: গ. Read me

৬৩. ‘কুকিজ’ থাকে

ক. ব্রাউজারে                                       খ. ওয়েবসাইটে

গ.সার্চ ইঞ্জিনে                                     ঘ. অপারেটিং সিস্টেমে

উত্তর: ক. ব্রাউজারে

৬৪কিবোর্ড একটি — যন্ত্র?

ক. ইনপুট                                            খ. মাল্টিমিডিয়া

গ. আউটপুট                                       ঘ. ইনপুট, আউটপুট উভয়ই

উত্তর: ক. ইনপুট

৬৫সফটওয়্যার সঠিকভাবে ইনস্টল না হলে কী ঘটে?

ক. হার্ডডিস্কের ক্ষতি হবে                   খ. হার্ডডিস্ক জায়গা দখল করে

গ. হার্ডডিস্কে ফাকা জায়গা হবে         ঘ. কোনোটি না

উত্তর: খ. হার্ডডিস্ক জায়গা দখল করে

৬৬নিচের কোনটি Registry Editor এর ফাইল মেনুতে থাকে?

ক. Import                                           খ. Load Ilive

গ. Connect Network Registry        ঘ. Registry File

উত্তর: ঘ. Registry File

৬৭. Auto run প্রোগ্রামের ফাংশন নিচের কোনটি?

ক. Automatically                             

খ. Automatically run the computer

গ. Some important information are stored

ঘ. Delete the information

উত্তর: ক. Automatically

৬৮কয়টি ধাপে সফটওয়্যার delete করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়?

ক. ৮                                                    খ. ১০

গ. ১২                                                  ঘ. ১৪

উত্তর: গ. ১২

৬৯সফটওয়্যার ডিলিট করার ৬ষ্ঠ ধাপ কোনটি?

ক. Export – এ ক্লিক করতে হবে

খ. Edit – এ প্রবেশ করতে হবে

গ. C সিলেক্ট করতে হবে

ঘ. Find – এ যেতে হবে

উত্তর: খ. Edit – এ প্রবেশ করতে হবে

৭০প্রোগ্রাম আনইনস্টল করতে কোন অপশনটিতে যেতে হয়?

ক. System & Security                     খ. Control Panel

গ. User account                               ঘ. Ease of Access

উত্তর: খ. Control Panel

৭১উইন্ডোজ চলার সময় কম্পিউটার হ্যাং করলে নিচের কোন ড্রাইভ ফরম্যাট দিতে হয়?

ক. A                                                    খ. C

গ. D                                                    ঘ. E

উত্তর: খ. C

৭২স্মার্টফোনে সফটওয়্যার আনইনস্টল করার ধাপ কোনটি?

ক. Uninstall → Settings – Definite software → Application

খ. Settings → Application definite software → uninstall

গ. Settings → Definite software  Application → Uninstall

ঘ. Definite Software Settings → Uninstall → Application

উত্তর: খ. Settings → Application definite software → uninstall

৭৩কম্পিউটারে কোন প্রোগ্রাম আনইনস্টল করলে সাধারণত কোনটি ঘটে?

ক. হ্যাং হয়ে যায়                                 খ. রিস্টার্ট নেয়

গ. স্লো হয়ে যায়                                  ঘ. বন্ধ হয়ে যায়

উত্তর: খ. রিস্টার্ট নেয়

৭৪গুরুত্বপূর্ণ তথ্য কোন ফাইলে লেখা থাকে?

ক. Autorun                                        খ. Autoexe

গ. Read me                                      ঘ.Setup

উত্তর: গ. Read me

৭৫অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে?

ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার             খ. প্যাকেজ সফটওয়্যার

গ. বিল্ট-ইন-ইনস্ট্রাকশন                    ঘ. অপারেটিং সিস্টেম

উত্তর: ঘ. অপারেটিং সিস্টেম

৭৬. DOS-এর পূর্ণরুপ কী?

ক. Data on Service                          খ. Disc Over System

গ. Disc Operating System              ঘ. DOS Operating System

উত্তর: গ. Disc Operating System

৭৭কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম Install করতে হয়?

ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

গ. VLC Media Player

ঘ. ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার

উত্তর: ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

৭৮নিচের কোন সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া ভিন্নরকম হয়?

ক. ইন্টারনেট ব্রাউজার                       খ. মিডিয়া প্লেয়ার

গ. অপারেটিং সিস্টেম                        ঘ. ফটোশপ

উত্তর: গ. অপারেটিং সিস্টেম

৭৯ইনস্টলেশনের পর যন্ত্রটি কী করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার শুরু করা যায়?

ক. Restart                                          খ. Shutdown

গ. 1.ong of                                        ঘ. Refresh

উত্তর: ক. Restart

৮০কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়-

ক. হার্ডওয়্যার                                     খ. প্রিন্টার

গ. স্ক্যানার                                           ঘ. সফটওয়্যার

উত্তর: ঘ. সফটওয়্যার

৮১টাচস্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে টাচ করতে হবে

ক. এ্যাবাস                                           খ. সেটিংস

গ. স্টার্ট                                               ঘ. রিমুভ

উত্তর: খ. সেটিংস

৮২সফটওয়্যার এর সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত থাকে?

ক. রেজিস্ট্রি ক্লিনআপ                        খ. ডিক ডিফ্রাগমেন্টার

গ. Auto run প্রোগ্রাম                          ঘ. টেম্পোরারি ফাইল

উত্তর: গ. Auto run প্রোগ্রাম

৮৩সফটওয়ার সম্পূর্ণরূপে ডিলিট করতে প্রথমে সফটওয়ারটি কী করতে হবে?

ক. ইনস্টল                                          খ. আনইনস্টল

গ. হাইড                                              ঘ. ড্রাইভ চেজ

উত্তর: খ. আনইনস্টল

৮৪ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটি আপডেট করা যায়?

ক. র‌্যাম                                               খ. রম  

গ. অপারেটিং সিস্টেম                       ঘ. প্রসেসর

উত্তর: গ. অপারেটিং সিস্টেম

৮৫. মুছে ফেলা নিচের কোনটি দ্বারা বোঝানো হয়?

ক. Add                                               খ. Join

গ. Set                                                 ঘ. Delete

উত্তর: ঘ. Delete

৮৬নিচের কোনটি ইনস্টল করলে বিশেষ দক্ষতার প্রয়োজন?

ক. মাউস                                            খ. প্রিন্টার

গ. কীবোর্ড                                          ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

উত্তর: ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

৮৭ডিলিট করার জন্য সফটওয়্যারটির নাম খোজার পর কিসে ক্লিক করব?

ক. New                                              খ. Delete

গ. Find Next                                     ঘ. Find

উত্তর: গ. Find Next

৮৮. অপারেটিং সিস্টেম সফটওয়্যার সাধারণত হার্ডডিস্কের কোন ড্রাইভে থাকে?

ক. Local (C)                                      খ. Local (D)

গ. Local (E)                                       ঘ. Local (F)

উত্তর: ক. Local (C)

৮৯কোনো সফটওয়্যার ইনস্টল করতে প্রথমেই আমাদের কী প্রয়োজন?

ক. সফটওয়্যারটির হার্ড কপি            

খ. সফটওয়্যারটির অ্যানালগ কপি

গ. সফটওয়্যারটির সফট কপি          

ঘ. সফটওয়্যারটির অনুলিপি

উত্তর: গ. সফটওয়্যারটির সফট কপি

৯০সফটওয়্যার ডিলিটএর চতুর্থ ধাপ কোনটি?

ক. নাম দিয়ে ফাইল সেভ করতে হবে

খ. C সিলেক্ট করতে হবে

গ. Edit-এ প্রবেশ  

ঘ. Export-এ ক্লিক

উত্তর: খ. C সিলেক্ট করতে হবে

৯১একটি সফটওয়্যার ইনস্টলেশনের ধাপ কয়টি?

ক. ৫টি                                                খ. ৬টি

গ. ৭টি                                                 ঘ. ৮টি

উত্তর: ঘ. ৮টি

৯২. সফটওয়্যার delete করার প্রক্রিয়ার Run কমান্ডে গিয়ে কী লিখতে হয়?

ক. %temp%                                      খ. Predefined

গ. temp                                              ঘ. Regedit

উত্তর: ঘ. Regedit

৯৩প্রোগ্রাম Install করার পর কোন কাজটি করা জরুরি?

ক. Save                                             খ. Restart

গ. Reopen                                         ঘ. Autro run

উত্তর: খ. Restart

৯৪ডিজিটাল কপির আরেক নাম কি?

ক. সফট কপি                                     খ. হার্ড কপি

গ. প্রোগ্রামিং                                       ঘ. ডিজিট কপি

উত্তর: ক. সফট কপি

৯৫সফটওয়্যারটি চালু করার জন্য যে বোতামগুলো ব্যবহার করে-

i. Start বোতাম

ii. Open বোতাম

iii. All Programs বোতাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৯৬ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করার কারণ

i. আইসিটি যন্ত্র যাতে ধীরে গতি না হয়

ii. আইসিটি যন্ত্রের গতি বৃদ্ধি করা

iii. আইসিটি যন্ত্রে ময়লা না ধরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৯৭কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে সর্বপ্রথম প্রয়োজন

i. সফটওয়্যারটির সফট কপি

ii. সফটওয়্যারটির ডিজিটাল কপি

iii. সফটওয়্যারটির অনুমোদনপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৯৮সফটওয়্যার আন ইন্সটল করার জন্য

i. মাই ডকুমেন্টসে যেতে হয়

ii. স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়

iii. Add or Remove এ যেতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

৯৯সফটওয়্যার ডিলিটের অংশ হিসাবে

i. Edit-এ প্রবেশ করতে হয়

ii. View-এ যেতে হয়

iii. Find-এ যেতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১০০১০২ নং প্রশ্নের উত্তর দাও:

রাবেয়া মার্কেট থেকে টাচস্ক্রিনযুক্ত স্মার্ট ফোন কিনল। এতে অনেক সফটওয়্যার ইনস্টল করা ছিল। অপ্রয়োজনীয় বিষয়গুলো আনইনস্টল করার প্রয়োজন পড়লো।

১০০রাবেয়ার কেন আনইনস্টল করার প্রয়োজন হলো?

i. হার্ডডিস্কের সফটওয়্যারের অনেকটা জায়গা নষ্ট হয়

ii. যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি হয়

iii. অনেক টাকা খরচ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

১০১রাবেয়ার ফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করা কেমন কাজ?

ক. কঠিনতর                                       খ. কঠিন

গ. সহজতর                                        ঘ. সহজ

উত্তর: গ. সহজতর

১০২রাবেয়া কীভাবে আনইনস্টল করবে?

i. সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করবে

ii. নির্দিষ্ট সফটওয়্যারটিতে টার্চ করবে

iii. আন ইনস্টল লেখা জায়গায় টার্চ করবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

১০৩অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার

i. সচল

ii. অচল

iii. প্রানহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

উদ্দীপকের আলোকে ১০৪  ১০৫নং প্রশ্নের উত্তর দাও:

সুমি বলল সফটওয়্যার আনইনস্টল করলেই তার সবকিছু কম্পিউটার থেকে মুছে যায় না। সে কারণে সে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিছু সফটওয়্যার মাঝে মাঝে কম্পিউটার থেকে ডিলিট করে দেয়।

১০৪. Run Command চালুর জন্য সুমিকে কোন বাটন চাপতে হবে?

ক. Ctrl+r                                             খ. উইন্ডোজ + r

গ. Atr +r                                             ঘ. shift + r

উত্তর: খ. উইন্ডোজ + r

১০৫সফটওয়্যার ডিলিটের অংশ হিসাবে সুমিকে

i. E ড্রাইভ সিলেক্ট করতে হয়েছে

ii. ফাইল মেনুতে প্রবেশ করতে হয়েছে

iii. Export ক্লিক করতে হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১০৬  ১০৭নং প্রশ্নের উত্তর দাও:

স্কুলের কম্পিউটার ল্যাবে রাদিফের একটি দারুন কম্পিউটার থাকায় সে বেশ খুশি। কম্পিউটারটির অপারেটিং সিস্টেম সারা পৃথিবীব্যাপি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সে তার শিক্ষকের কাছ থেকে সফটওয়্যার আনইনস্টল করা শিখেছে।

১০৬উল্লেখিত অপারেটিং সিস্টেমটি নিচের কোনটি?

ক. ম্যাক                                              খ. এনড্রয়েড

গ. অ্যাভাস্ট                                         ঘ. উইন্ডোজ

উত্তর: ঘ. উইন্ডোজ

১০৭শিক্ষকের কাছ থেকে আনইনস্টলের নিয়ম জানার পর উক্ত প্রক্রিয়া অনুশীলনের জন্য রাদিফ কম্পিউটারের কোথায় প্রবেশ করবে?

i. Control Panel

ii. Shut Down

iii. Uninstall Program

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                               খ. i ও iii

গ. ii ও iii                                             ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

নবীনতর পূর্বতন