এসএসসি – জীববিজ্ঞান
চতুর্দশ অধ্যায়-জীবপ্রযুক্তি
Biotechnology
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
জীবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি : জীবপ্রযুক্তি (Biotechnolog) শব্দটির প্রবর্তক হলেন বিজ্ঞানী কার্ল এরেকি। এটি দুইটি শব্দ— Biology এবং Technology এর সমন্বয়ে গঠিত। Biology শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান এবং Technology শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ Biology এবং Technology-র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো Biotechnology বা জীবপ্রযুক্তি ।
টিস্যুকালচার : টিস্যুকালচার প্রক্রিয়ায় উদ্ভিদের সজীব টিস্যুর একটি অতি ক্ষুদ্র অংশ কেটে এনে পুষ্টিকর জীবাণুমুক্ত মিডিয়ামে সঠিক তাপমাত্রায় রাখা হয়। পরে বিভিন্ন ধাপের মাধ্যমে এর থেকে নতুন চারা উৎপাদন করা হয়। উদ্ভিদ জগতের মধ্যে সপুষ্পক উদ্ভিদই টিস্যুকালচারের প্রধান উপাদান। এসব উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন : পরাগরেণু, পর্ব, পর্বমধ্য, শীর্ষ বা পার্শ্বমুকুল, পাতা, ভ্রূণ, মূলাংশ ইত্যাদি টিস্যুকালচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
এক্সপ্লান্ট : টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে ব্যবহার করা হয় তাকে এক্সপ্লান্ট বলে।
রিকম্বিনেন্ট DNA : একটি DNA অণুর কাঙ্ক্ষিত দুটি জায়গা কেটে খন্ডটিকে আলাদা করে অন্য এক DNA অণুর নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়ার মাধ্যমে যে নতুন বৈশিষ্ট্যের DNA অণু পাওয়া যায়, তাকে রিকম্বিনেন্ট DNA বলে।
রেস্ট্রিকশন এনজাইম : DNA অণুকে নির্দিষ্ট স্থানে ছেদন করার জন্য বিশেষ এনজাইম ব্যবহার করা হয় তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে।
লাইগেজ : রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ছেদনকৃত DNA খন্ডসমূহ সংযুক্ত করার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় তাকে লাইগেজ বলে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং : জীবপ্রযুক্তির (Biotechnology) বিশেষ রূপ হিসেবে কোষকেন্দ্রের জিন কণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অন্যভাবে বলা যায়, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-র পরিবর্তন ঘটানোই হলো জিনপ্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিও (Recombinant DNA Technology) বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে বলা হয় GMO (Genetically Modified Organism) বা Ge (Gentically Engineered) ট্রান্সজেনিক (Transgenic)।
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
মেরিস্টেম : উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টোম বলে।
শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং : জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেট DNA প্রযুক্তি হলো সর্বাধুনিক জীব প্রযুক্তি। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি যা দ্বারা মানুষ সর্বোত্তমভাবে লাভবান হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যেই লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন- বিটি ভূট্টা, বিটি তুলা, বিটি ধান (চীনে উদ্ভাবিত) ইত্যাদি।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য : প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি, যা দ্বারা মানুষ সর্বোত্তমভাবে লাভবান হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যেই লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ মনোক্লোনাল এন্টিবডি কী?
উত্তর : মনোক্লোনাল এন্টিবডি হলো সঠিক রোগ শনাক্তকরণে প্রচলিত রোগ নির্ণয় পদ্ধতির বিকল্প হিসেবে জীব প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাখার গবেষণার ফল।
প্রশ্ন ॥ ২ ॥ DNA ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারক কে?
উত্তর : DNA ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারক Watson ও Crick.
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
প্রশ্ন ॥ ৩ ॥ কোন প্রজাতির অর্কিডের মেরিস্টেম হতে এক বছরে ৪০ হাজার চারা পাওয়া যায়?
উত্তর : সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টোম হতে ১ বছরের ৪০ হাজার চারা পাওয়া যায়।
প্রশ্ন ॥ ৪ ॥ রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী?
উত্তর : রেস্ট্রিকশন এনজাইমের কাজ নির্দিষ্ট স্থানে DNA কে ছেদন করা।
প্ৰশ্ন ॥ ৫ ॥ কোন এনজাইমের সাহায্যে ছেদনকৃত DNA সংযুক্ত করা হয়?
উত্তর : লাইগেজ এনজাইমের সাহায্যে ছেদনকৃত DNA সংযুক্ত করা হয়।
প্রশ্ন ॥ ৬ ॥ কাদের Bt corn বলা হয়?
উত্তর : যে সকল Coorn এ Bacillus thingiamsis নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে জিনগত পরিবর্তন করা হয়েছে তাদের Bt corn বলে।
প্রশ্ন ॥ ৭ ॥ TMGMV কী?
উত্তর : Tobacco Mild Green Mozaic Virus কে সংক্ষেপে TMGMV বলে।
প্রশ্ন ॥ ৮ ॥ PRSV বা রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম কোন জাতটি উদ্ভাবিত হয়েছে?
উত্তর : PRSV বা রিং স্পট প্রতিরোধে সক্ষম পেঁপের জাত উদ্ভাবন করা হয়েছে।
প্রশ্ন ॥ ৯ ॥ ইন্টারফেরন কী?
উত্তর : ইন্টারফেরন হচ্ছে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা।
প্রশ্ন ॥ ১০ ॥ বিটা–ক্যারোটিন কী?
উত্তর : বিটা-ক্যারোটিন এক ধরনের ভিটামিন-এ ।
প্রশ্ন ॥ ১১ ॥ জীবপ্রযুক্তি কী?
উত্তর : Biology এবং Technology-র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো Biotechnology বা জীবপ্রযুক্তি।
প্রশ্ন ॥ ১২ ॥ Biotechnology শব্দটির প্রবর্তক কে?
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
উত্তর : ১৯১৯ সালে হাঙ্গেরীয় প্রকৌশলী Kerl Ereky সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন।
প্রশ্ন ॥ ১৩ ॥ ট্রান্সজেনিক উদ্ভিদ কাদের বলে?
উত্তর : জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।
প্রশ্ন ॥ ১৪ ॥ ট্রান্সজেনিক প্রাণী কাদের বলে?
উত্তর : জিন প্রকৌশলের মাধ্যমে প্রাণিদেহে বহিরাগত জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব প্রাণী সৃষ্টি করা হয়, সেগুলোকে ট্রান্সজেনিক প্রাণী বলে।
প্রশ্ন ॥ ১৫ ॥ আধুনিক জীবপ্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত?
উত্তর : আধুনিক জীব প্রযুক্তি তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ রিকম্বিনেন্ট DNA প্রস্তুতিতে কী কী এনজাইম প্রয়োজন এবং কেন প্রয়োজন?
উত্তর : রিকম্বিনেন্ট DNA প্রস্তুতিতে নিম্নলিখিত দুটি এনজাইম প্রয়োজন হয়। যথা-
ক. রেস্ট্রিকশন এনজাইম (Restriciton Enzyme)
খ. লাইগেজ এনজাইম ( Ligase Enzyme)
রেস্ট্রিকশন এনজাইমের কাজ : DNA কে ছেদন করার জন্য বা কাটার জন্য এটি ব্যবহৃত হয়।
লাইগেজ এনজাইম এর কাজ : ছেদনকৃত DNA খন্ডসমূহকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
প্রশ্ন ॥ ২ ॥ টিস্যু কালচারের ৩টি ব্যবহার লিখ।
উত্তর : টিস্যু কালচারের ৩টি ব্যবহার নিম্নরূপ :
i. টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদাংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়।
ii. যেসব উদ্ভিদের বীজের মাধ্যমে বংশবিস্তার হয় না, সেগুলোর চারা প্রাপ্তি সম্ভব হয়।
iii. সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা যায়।
প্রশ্ন ॥ ৩ ॥ নতুন এক জাতের Pseudomonas ব্যাকটেরিয়া কীভাবে পরিবেশকে দূষণমুক্ত করে?
উত্তর : ড. এম. কে চক্রবর্তী যুক্তরাষ্ট্রে জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক জাতের Pseudomonas ব্যাকটেরিয়া তৈরি করেছেন যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম।
প্রশ্ন ॥ ৪ ॥ প্লাজমিড কাকে বলে? বর্তমানে কোন ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ?
উত্তর : ব্যাকটেরিয়া কোষে একটি চক্রাকার ক্রোমোসোম ছাড়াও আর একটি ক্ষুদ্র স্ববিভাজন ডিএনএ অণু থাকে। এদের প্লাজমিড বলে।
বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গবেষণায় এবং ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি ?
ক. লাইগেজ খ. রেস্ট্রিকশন
গ. লেকটেজ ঘ. লাইপেজ
উত্তর: খ. রেস্ট্রিকশন
২. জীবপ্রযুক্তির প্রয়োগ হয়–
i. গাঁজনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রান্সজেনিক জীব উৎপন্নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইমতিয়াজ তার বন্ধুর বাড়িতে গিয়ে খুবই ভালো জাতের একটি বেল গাছের সন্ধান পেল। সে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের জন্য গাছটির পার্শ্বমুকুল নিয়ে এলো এবং তার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ল্যাবে এর চারা তৈরি করল।
৩. ল্যাবে ইমতিয়াজের গৃহীত প্রক্রিয়াটি কী?
ক. জিন স্থানান্তরকরণ
খ. হরমোন প্রয়োগ
গ. এনজাইমের ব্যবহার
ঘ. টিস্যুকালচার
উত্তর: ঘ. টিস্যুকালচার
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
৪. ল্যাবে ইমতিয়াজ কার্যক্রমের ক্রমানুযায়ী ধাপগুলো কোনটি?
ক. আবাদ মাধ্যম তৈরি→ এক্সপ্লান্ট স্থাপন→ অণুচারা উৎপাদন → মূল উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
খ. আবাদ মাধ্যম তৈরি → অণুচারা উৎপাদন → মূল উৎপাদন → এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশের স্থানান্তর
গ. মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অণুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
ঘ. মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → ক্যালাস তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
উত্তর: গ. মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অণুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
৫. “Biotechnology” শব্দটি প্রথম প্রবর্তন করেন কে?
ক. ডারউইন খ. ওভাম
ক. কার্ল এরেকি ঘ. ওয়াটসন
উত্তর: ক. কার্ল এরেকি
৬. গ্রেগর জোহান মেন্ডেল কত সালে জেনেটিক–এর সূত্রসমূহ আবিষ্কার করেন?
ক. ১৭৩৬ খ. ১৮৩৬
গ. ১৭৬৩ ঘ. ১৮৬৩
উত্তর: ঘ. ১৮৬৩
৭. আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রক্রিয়ায়?
ক. জিন স্থানান্তর
খ. আরএনএ পরিবর্তন
গ. মেরিস্টেম কালচার
ঘ. টিস্যু কালচার
উত্তর: ক. জিন স্থানান্তর
৮. কৌলিগত পরিবর্তনের মাধ্যমে হেপাটাইটিস বি–ভাইরাসের টিকা তৈরি হয় কোনটি থেকে?
ক. E. Coli ব্যাকটেরিয়া
খ. Pseudomonas ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া
ঘ. ইস্ট
উত্তর: ঘ. ইস্ট
৯.জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক. গ্রেগর জোহান মেন্ডেল
খ. লুই পাস্তুর
গ. এরিস্টটল
ঘ. ক্যারোলাস লিনিয়াস
উত্তর: ক. গ্রেগর জোহান মেন্ডেল
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
১০. টিস্যু কালচারের ধাপ কয়টি?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
উত্তর: গ. ৫
১১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে–
i. উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়
ii. ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবিত হয়েছে
iii. পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদের জাত উদ্ভাবন হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১২. উদ্ভিদ টিস্যু কালচারে ব্যবহার করা হয়–
i. শীর্ষ বা পার্শ্বমুকুল
ii. পরাগরেণু
iii. সবুজ পাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৩. কার্ল এরেকি সর্বপ্রথম কত সালে Biotechnology শব্দটি প্রবর্তন করেন?
ক. ১৯১০ খ. ১৯১৫
গ. ১৯১৯ ঘ. ১৯২৫
উত্তর: গ. ১৯১৯
১৪. বর্তমানে কৃষি উন্নয়নে, চিকিৎসায় ও প্রাণী উন্নয়নে কোনটি ব্যবহৃত হচ্ছে?
ক. সংকরায়ন
খ. টিস্যুকালচার, জিন প্রকৌশল ও জীববিজ্ঞান
গ. উন্নত জীববিজ্ঞান
ঘ. ক্লোনিং
উত্তর: খ. টিস্যুকালচার, জিন প্রকৌশল ও জীববিজ্ঞান
১৫. আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়?
ক. সেন্ট্রিফিউজ খ. ল্যামিনার
গ. থার্মোফ্লাস্ক ঘ. অটোক্লেভ
উত্তর: ঘ. অটোক্লেভ
১৬. ডিএনএ –এর ডাবল হেলিক্স মডেল আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯১৯ খ. ১৯৪৫
গ. ১৯৫৩ ঘ. ১৯৬৩
উত্তর: গ. ১৯৫৩
১৭. উনিশ শতকে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে কোন সূত্রের প্রেক্ষিতে ?
ক. মেন্ডেলের সূত্র
খ. ডিএনএ’র ডাবল হেলিক্স মডেল
গ. ডারউইনের বিবর্তনবাদ
ঘ. লিনিয়াসের দ্বিপদ নামকরণ
উত্তর: ক. মেন্ডেলের সূত্র
১৮. বর্তমানে কৃষি উন্নয়নে, চিকিৎসায় ও প্রযুক্তি উন্নয়নে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে–
i. টিস্যুকালচার
ii. জিন প্রকৌশল
iii. DNA রিকম্বিনেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
১৯. জীবপ্রযুক্তির সাথে সম্পর্কিত–
i. জিন ক্লোনিং
ii. জিন প্রকৌশল
iii. টিস্যুকালচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২০. ক্যালাস বলতে নিচের কোনটি বোঝায়?
ক. একটি যন্ত্র
খ. এক প্রকার অদ্রবণীয় শর্করা
গ. ক্ষুদ্র ভ্রূণ থেকে গঠিত টিস্যু
ঘ. অবয়বহীন টিস্যুমন্ড
উত্তর: ঘ. অবয়বহীন টিস্যুমন্ড
২১. অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম হতে এক বছরে ৪০,০০০ চারা পাওয়া সম্ভব–এ বিষয়টি প্রমাণ করে দেখান কে?
ক. জর্জ মরেল
খ. ডাল্টন ও হুকার
গ. কার্ল এরেকি
ঘ. জোহান মেন্ডেল
উত্তর: ক. জর্জ মরেল
২২. টিস্যুকালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা হতে বছরে কত কোটি চারাগাছ পাওয়া সম্ভব?
ক. ৮৮ কোটি খ. ৯০ কোটি
গ. ৯২ কোটি ঘ. ৯৪ কোটি
উত্তর: ক. ৮৮ কোটি
২৩. উড়োজাহাজ ও রকেট চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছ হতে প্রাপ্ত তেল ব্যবহার করা যায়?
ক. সূর্যমুখী খ. জোজোবা
গ. পাম ঘ. অলিভ
উত্তর: খ. জোজোবা
২৪. রকেট ইঞ্জিন চালাতে কোন প্রাণীর তেল ব্যবহার করা হয়?
ক. টুনা খ. কড়
গ. তিমি ঘ. হাঙ্গর
উত্তর: গ. তিমি
২৫. টিস্যুকালচার প্রযুক্তিতে আবাদ মাধ্যম জমাট বাঁধার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. গ্লুকোজ খ. অ্যাগার
গ. ফাইটোহরমোন ঘ. সুক্রোজ
উত্তর: খ. অ্যাগার
২৬. আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট কত তাপমাত্রায় নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়?
ক. ১৫° ± ২° সে.
খ. ২০° ± ২° সে.
গ. ২৫° ± ২° সে.
ঘ. ৩০° ± ২° সে.
উত্তর: গ. ২৫° ± ২° সে.
২৭. টিস্যুকালচার প্রযুক্তিতে ব্যবহার দেখা যায়–
i. উন্নতজাত উদ্ভাবনে
ii. চারা উৎপাদনে
iii. অণুচারা উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৮. টিস্যুকালচার প্রযুক্তিতে ব্যবহৃত হয়–
i. মূলাংশ
ii. পরাগরেণু
iii. শীর্ষমুকুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৯. টিস্যুকালচার আবাদে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন–
i. দ্বিশর্করা
ii. ভিটামিন
iii. ফাইটোহরমোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩০. টিস্যুকালচারে আবাদ মাধ্যমে রাখা এক্সপ্লান্ট বারবার বিভাজনের মাধ্যমে তৈরি করে–
i. ক্যালাস
ii. অণুচারা
iii. টিস্যুমন্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩১. কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে?
ক. টমেটো খ. ভুট্টা
গ. ধান ঘ. আলু
উত্তর: গ. ধান
৩২. Pseudomonas ব্যাকটেরিয়া কোন কাজটি করে?
ক. দই তৈরি
খ. ইনসুলিন তৈরি
গ. পরিবেশের তেল নষ্ট
ঘ. নিউমোনিয়া সৃষ্টি
উত্তর: গ. পরিবেশের তেল নষ্ট
৩৩. বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়। এর কারণ—
ক. পুকুরে সার প্রয়োগ
খ. সম্পূরক খাদ্য প্ৰদান
গ. জিন স্থানান্তর
ঘ. মিশ্র চাষ
উত্তর: গ. জিন স্থানান্তর
৩8. কোন দেশ Oil palm এর বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করে?
ক. থাইল্যান্ড খ. সিঙ্গাপুর
গ. মালয়েশিয়া ঘ. ভারত
উত্তর: গ. মালয়েশিয়া
৩৫. কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা?
ক. আম খ. নিম
গ. কাঁঠাল ঘ. সেগুন
উত্তর: গ. কাঁঠাল
৩৬. রিং–স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির?
ক. আলু খ. পেঁপে
গ. শিম ঘ. ভুট্টা
উত্তর: খ. পেঁপে
৩৭. কোন জিন স্থানান্তর করে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করা যায়?
ক. Cys E খ. Protein C
গ. Cys M ঘ. E6
উত্তর: খ. Protein C
৩৮. ToMV প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে?
ক. লেট ব্লাইট ছত্রাক
খ. ভাইরাল কোট প্রোটিন
গ. রিং স্পট ভাইরাস
ঘ. টোবাকো মোজাইক ভাইরাস
উত্তর: খ. ভাইরাল কোট প্রোটিন
৩৯. কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের?
ক. স্যামন খ. লইট্টা
গ. কৈ ঘ. শিং
উত্তর: ক. স্যামন
৪০. চিত্রে ‘X’ এর সংযুক্তি কোন এনজাইম দ্বারা হয়?

ক. লাইপেজ খ. অ্যামাইলেজ
গ. লাইগেজ ঘ. মলটেজ
উত্তর: গ. লাইগেজ
৪১. Biotechnology শব্দটি কে প্রবর্তন করেন?
ক. চার্লস ডারউইন খ. রবার্ট হুক
গ. কার্ল এরেকি ঘ. জোহান মেন্ডেল
উত্তর: গ. কার্ল এরেকি
৪২. গরুর দুধে আমিষ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়?
ক. Protein A খ. Protein B
গ. Protein C ঘ. Protein D
উত্তর: গ. Protein C
৪৩. DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?
ক. লাইগেজ খ. রেস্ট্রিকশন
গ. লেকটেজ ঘ. লাইপেজ
উত্তর: খ. রেস্ট্রিকশন
৪৪. কোনটি হতে হেপাটাইটিস–বি ভাইরাসের টিকা তৈরি করা হয়?
ক. প্রোটোজোয়া খ. ভাইরাস
গ. ঈস্ট ঘ. ব্যাকটেরিয়া
উত্তর: গ. ঈস্ট
৪৫. আবাদ মাধ্যমে জীবপ্রযুক্তি কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা যায়?
ক. ১১১° সে. খ. ১২১° সে.
গ. ১৩১° সে. ঘ. ১৪১° সে.
উত্তর: খ. ১২১° সে.
৪৬. ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত হলো নিচের কোনটি?
ক. ফ্লোরিয়ান্ডা খ. Bt – ভুট্টা
গ. IR-৮ ঘ. টাইচু-১
উত্তর: খ. Bt – ভুট্টা
৪৭. রিকম্বিনেন্ট DNA প্রতিস্থাপন করা হয় কোনটিতে?
ক. জোজোবা উদ্ভিদ হতে তেল নিষ্কাশনে
খ. বিটি ধান উদ্ভাবনে
গ. চন্দ্রমল্লিকার চারা উৎপাদন
ঘ. যুঁই সাস্পেনশন হতে সুগন্ধি আতর প্রস্তুতে
উত্তর: খ. বিটি ধান উদ্ভাবনে
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
৪৮. উড়োজাহাজ চালানোর জন্য কোন গাছের তেল ব্যবহার করা যায়?
ক. অলিভ খ. যুঁই
গ. জোজোবা ঘ. অয়েল পাম
উত্তর: গ. জোজোবা
৪৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটে?
ক. GMO খ. DNA
গ. RNA ঘ. GPT
উত্তর: খ. DNA
৫০. ঈস্ট হতে উৎপন্ন ভ্যাকসিন কোনটি?
ক. হেপাটাইটিস-বি খ. ইনফ্লুয়েঞ্জা
গ. ডিপথেরিয়া ঘ. ক্যান্সার
উত্তর: ক. হেপাটাইটিস-বি
৫১. লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
ক. ধান খ. কাপ
গ. টমেটো ঘ. গোলআলু
উত্তর: ঘ. গোলআলু
৫২. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কোন জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে?
ক. Cys B ও Cys F
খ. Cys M এবং Cys E
গ. Cys A ও Cys B
ঘ. Cys F ও Cys A
উত্তর: খ. Cys M এবং Cys E
৫৩. কোন অণুজীবটি পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে ?
ক. Escherichia coli
খ. Yeast
গ. Bacillus Bacteria
ঘ. Pseudomonas
উত্তর: ঘ. Pseudomonas
৫৪. কোন GMO উদ্ভিদগুলো আগাছানাশক এবং রাসায়নিকভাবে সহনশীলতা সম্পন্ন?
ক. ধান এবং টমেটো
খ. তুলা এবং তামাক
গ. ভুট্টা এবং তুলা
ঘ. সয়াবিন এবং ক্যানোলা
উত্তর: গ. ভুট্টা এবং তুলা
৫৫. কোন উদ্ভিদকোষটি টটিপোটেনসি প্ৰদৰ্শন করবে?
ক. জাইলেমের ভেসেল
খ. সিভনল
গ. মেরিস্টেম
ঘ. ভাস্কুলার বান্ডল
উত্তর: গ. মেরিস্টেম
৫৬. কোনটিকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জৈব প্রযুক্তির জীব বলা হয়?
ক. GMO খ. GLO
গ. GOM ঘ. GML
উত্তর: ক. GMO
৫৭. আবাদ মাধ্যমে জীবাণুমুক্ত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক. ইনকিউবেটর
খ. অটোক্লেভ
গ. ল্যামিনার মেশিন
ঘ. মাইক্রোওয়েভ ওভেন
উত্তর: খ. অটোক্লেভ
৫৮. টিস্যুকালচারের জন্য উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক. ক্যালাস খ. অ্যাগার
গ. এক্সপ্ল্যান্ট ঘ. ইন্টপ্ল্যান্ট
উত্তর: গ. এক্সপ্ল্যান্ট
৫৯. জিন প্রকৌশলে কীসের পরীক্ষা করা হয়?
ক. Length খ. Toxicity
গ. Velocity ঘ. Weight
উত্তর: খ. Toxicity
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
৬০. বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন ও সংরক্ষণ নির্ভরযোগ্য প্রযুক্তি কোনটি?
ক. টিস্যু কালচার খ. GMO
গ. বায়োপ্লাস্ট ঘ. মেরিস্টেম
উত্তর: ক. টিস্যু কালচার
৬১.

উদ্দীপকের C চিহ্নিত অংশটি–
i. ব্যাকটেরিয়ার
ii. দ্বি-সূত্ৰক
iii. কাঙ্ক্ষিত DNA
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৬২. বাণিজ্যিক ইনসুলিন উৎপাদন হচ্ছে–
i. ব্যাকটেরিয়া
ii. ভাইরাস
iii. ঈস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৬৩. ‘টিস্যু কালচার‘ এর জন্য প্রযোজ্য –
i. এটি উদ্ভিদবিজ্ঞানের অংশ
ii. Explants ব্যবহার করা হয়
iii. পাম তেল উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬৪. জৈব প্রযুক্তি ব্যবহৃত হয় –
i. ফার্মেন্টেশনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রান্সজেনিক জীব তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৬৫. টিস্যুকালচার প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশটি ব্যবহৃত হয়?
i. শীর্ষমুকুল
ii. পরাগরেণু
iii. সবুজ পাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৬৬. রিকম্বিনেট DNA তৈরিতে প্রয়োজন–
i. রেস্ট্রিকশন এনজাইম
ii. প্লাজমিড
iii. DNA লাইগেজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬৭. জোজোবা নামক উদ্ভিদ এর জন্মস্থান–
i. ভারত বর্ষ
ii. California
iii. Arizona
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৬৮. টিস্যু কালচারে জন্য নির্বাচিত মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো—
i. আকারে ছোট
ii. রোগমুক্ত
iii. স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৬৯. জীব প্রযুক্তির প্রাচীন উদাহরণ হলো–
i. টিস্যু কালচার
ii. চোলাই করা
iii. গাঁজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও:
জীব প্রযুক্তি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা । এ প্রযুক্তির সাহায্যে নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা যায়। যার ফলে আমাদের চারপাশের সমাজে ব্যাপক পরিবর্তন লক্ষণীয় । জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অপর নাম “রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি” ।
৭০. উদ্দীপকের শেষে যে নামটি বলা হয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে DNA এর কাঙ্খিত অংশকে স্থানাস্তর করা হয়—
i. উদ্ভিদ থেকে প্রাণীতে
ii. প্রাণী থেকে উদ্ভিদে
iii. ব্যাকটেরিয়া থেকে মানুষে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭১. উদ্দীপকের প্রথমে যে বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টির কথা বলা হয়েছে সে জীবকে বলা হয়– নিচের কোনটি?
ক. Genetically Modified Animal
খ. Genetically New Animal
গ. Genetically Modified Organism
ঘ. Genetically New Organism
উত্তর: গ. Genetically Modified Organism
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাওঃ

৭২. চিত্র A এর নাম কি?
ক. রিকম্বিনেন্ট DNA
খ. রিকম্বিনেন্ট RNA
গ. ইন্টাফেরন
ঘ. এক্সপ্ল্যান্ট
উত্তর: ক. রিকম্বিনেন্ট DNA
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
৭৩. B অংশটি সংযুক্ত করতে লাগে—
i. রেস্ট্রিকশন এনজাইম
ii. লাইগেজ এনজাইম
iii. অ্যামাইলেজ এনজাইম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও ii
উত্তর: খ. ii
চিত্রটি লক্ষ করো এবং ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:

৭৪. উদ্দীপকের C চিহ্নিত অংশটি
i. প্লাজমিড DNA
ii. দ্বিসূত্রক
iii. কাঙ্ক্ষিত DNA
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৭৫. উদ্দীপকের B চিহ্নিত অংশটিকে কাটতে কোন এনজাইম ব্যবহৃত হয়?
ক. লাইপেজ খ. লাইগেজ
গ. DNA রেস্ট্রিকশন ঘ. অ্যামাইলেজ
উত্তর: গ. DNA রেস্ট্রিকশন
নিচের ছকটি পড়ে ৭৬ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
উদ্ভিদের পার্শ্ব মুকূল → P প্রক্রিয়া → পূর্ণাঙ্গ উদ্ভিদ।
৭৬. P প্রক্রিয়ার নাম কী?
ক. নিষেক খ. জিনপ্রকৌশল
গ. টিস্যু কালচার ঘ. গ্রাফটিং
উত্তর: গ. টিস্যু কালচার
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
৭৭. উক্ত অংশবিশেষ ছাড়াও উল্লিখিত প্রক্রিয়ায় ব্যবহৃত হয় –
i. পরাগরেণু
ii. শীর্ষ মুকুল
iii. মূলাংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন–১: নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
জিন প্রকৌশলী ড. হায়দারের বাগানের লেবু গাছগুলোতে লেবুর ফলন হলেও গাছগুলো দ্রুত রোগাক্রান্ত হয়ে মারা যায়। তিনি লক্ষ করলেন তার বাড়ির পাশের জঙ্গলে একজাতের লেবু গাছ রয়েছে যাতে খুব একটা লেবু না হলেও গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। এ দুটি লেবুর জাত থেকে তিনি অধিক ফলনশীল রোগ প্রতিরোধী একটি জাত উদ্ভাবন করলেন। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় এর চারা উৎপাদন না করে ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় এর চারা তৈরি করলেন
ক. জীবপ্রযুক্তি কী?
খ. GMO বলতে কী বুঝায়?
গ. ড. হায়দারের লেবুগাছের জাত উন্নয়নের কৌশল ব্যাখ্যা কর।
ঘ. ড. হায়দারের বিশেষ প্রক্রিয়ায় চারা তৈরি করার কারণ বিশ্লেষণ কর।
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
১নং প্রশ্নের উত্তর
ক. জীবপ্রযুক্তির বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা।
খ. জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর সম্ভব হয়েছে। এর ফলে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন এই জীবকে বলা হয় GMO (Genetically Modified Organism ) ।
গ. ড. হায়দার লেবুগাছের জাত উন্নয়নের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA-প্রযুক্তি অবলম্বন করেন।
তিনি ট্রান্সজেনিক লেবুগাছ উৎপন্ন করার জন্য বন্যজাতের লেবু থেকে অধিক ফলনশীল ও রোগ প্রতিরোধী জিনকে তাঁর বাড়ির লেবুর জাতে স্থানান্তর করেন। এ স্থানান্তরের জন্য তিনি ল্যাবে GMO বা রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার ধাপগুলো অনুসরণ করেন। ধাপগুলো হলো :
(১) বিশেষ পদ্ধতিতে বন্যজাতের লেবুর জিনের অধিক ফলনশীল ও রোগপ্রতিরোধী DNA নির্বাচন।
(২) একটি বাহক নির্বাচন, যার মাধ্যমে কাঙ্ক্ষিত DNA খন্ডটি স্থানান্তর করা সম্ভব।
(৩) নির্দিষ্ট স্থানে DNA অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন।
(৪) ছেদনকৃত DNA খন্ডসমূহ লাইগেজ এনজাইমের সাহায্যে বাহকের DNA-এর সঙ্গে যুক্তকরণ।
(৫) কাঙ্ক্ষিত DNA সহ বাহক DNA এর অনুলিপনের জন্য একটি পোষক নির্বাচন।
(৬) DNA খন্ড সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট DNA এর বহিঃপ্রকাশ মূল্যায়ন এবং পরবর্তীতে উদ্ভিদ দেহের কোষের প্রোটোপ্লাজমে প্রবেশকরণ।
(৭) অতঃপর টিস্যু কালচারের মাধ্যমে নতুন উন্নত জাতের উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিকরণ এবং বাইরের পরিবেশ স্থানান্তর ।
উপরিউক্ত কৌশলসমূহ অবলম্বন করে ড. হায়দার লেবু গাছের জাত উন্নয়ন করলেন।
ঘ. ড. হায়দার তাঁর উদ্ভাবিত ট্রান্সজেনিক লেবু জাতের চারার সংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য ল্যাবে টিস্যুকালচার পদ্ধতি অবলম্বন করেন।
টিস্যু কালচার পদ্ধতিতে স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুদের সমস্যা এড়ানো যায়। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়।
এ পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ যেমন- মূল, কান্ড, পাতা, অঙ্কুরিত চারার বিভিন্ন অংশ ইত্যাদি নির্ধারিত জীবাণু মুক্ত আবাদ মাধ্যমে ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। টিস্যুকালচারের ফলে এসব বর্ধনশীল অঙ্গ থেকে অসংখ্য অণুচারা উৎপন্ন হয়। এসব অনুচারার প্রত্যেকটি পরে উপযুক্ত পরিবেশে পৃথক পৃথক পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। এ প্রযুক্তি ব্যবহার করে অল্প স্থানে নিয়ন্ত্রিত পরিবেশে লাখ লাখ রোগমুক্তি ও মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যযুক্ত কাঙ্ক্ষিত চারা করা সম্ভব হচ্ছে।
উপরে উল্লিখিত সুবিধাসমূহের কারণেই ড. হায়দার তার উদ্ভাবিত উন্নত জাতের ট্রান্সজেনিক জাতের লেবু চারা অল্প জায়গায় দ্রুত তৈরির জন্য টিস্যুকালচার প্রযুক্তি অবলম্বন করেন।
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
প্রশ্ন –২: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
রানা প্লাজায় দুর্ঘটনায় মৃতদেহ বিকৃত হবার কারণে আত্মীয়–স্বজনেরা তাদের আপনজনদের শনাক্তকরণে ব্যর্থ হয়। ফলে কর্তৃপক্ষ একটি বিশেষ পদ্ধতিতে তাদের শনাক্তকরণের ব্যবস্থা করেন। চিকিৎসাবিজ্ঞানের এ পদ্ধতির সাহায্যে অপরাধী শনাক্তকরণ করা হচ্ছে।
ক. জিন কী?
খ. বিবর্তন বলতে কী বোঝায়?
গ. কর্তৃপক্ষের গৃহীত পদ্ধতি কীভাবে সম্পন্ন হবে— ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ধরনের প্রযুক্তি অর্থনৈতিক উন্নতির সাথে সম্পর্কিত— যুক্তিসহ বিশ্লেষণ কর।
২নং প্রশ্নের উত্তর
ক. জিন হলো জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক।
খ. পৃথিবীতে বর্তমানে যত জীব আছে তারা বিভিন্ন সময়ে এই ভূমন্ডলে আবির্ভূত হয়েছে। যাদের কিছু সংখ্যক বিলুপ্ত হয়েছে আবার কোনো জীব ধীরে ধীরে পরিবর্তন ও অভিযোজন ঘটিয়ে এখনও টিকে আছে। এ প্রক্রিয়াকেই বিবর্তন বলে।
গ. উদ্দীপকের রানা প্লাজার দুর্ঘটনায় মৃতদেহ বিকৃত হওয়ায় আত্মীয়-স্বজনেরা তাদের শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ, ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার ব্যবস্থা নিয়েছে।
ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। ডিএনএ টেস্ট সম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন হয়। জৈবিক নমুনা। জৈবিক নমুনা হতে পারে ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, টিস্যু ইত্যাদি।
এ সকল নমুনার যেকোনো একটি নিয়ে তার ডিএনএ নকশা গবেষণাগারে তৈরি করা হবে। এরপর দাবিকৃত আত্মীয় অথবা মাতা অথবা স্বামী অথবা পিতার দেহের কোষের ডিএনএ নকশা প্রস্তুত করতে হবে।
অতঃপর দুর্ঘটনায় নিহত মৃতদেহের ডিএনএ চিত্রের সাথে দাবিকৃত ব্যক্তির ডিএনএ চিত্রের সাথে মিলিয়ে যদি ৯৯.৯% মিল পাওয়া যায় তাহলে তার দাবিকৃত মৃতদেহটি তার আত্মীয় বলে গণ্য করা হবে।
ঘ. উদ্দীপকে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তাহলো জীবপ্রযুক্তি বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির দ্বারা বাহকের মাধ্যমে কাঙ্ক্ষিত জিন জীবের কোষের জিনের সাথে সংযোজিত করে ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা হয়।
ট্রান্সজেনিক উদ্ভিদ কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। এগুলো আগাছানাশক সহনশীলতা সম্পন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ। জমিতে আগাছা দমনের জন্য আগাছানাশক ওষুধ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আগাছা মারা যায়। কিন্তু এই আগাছানাশকে ট্রান্সজেনিক ভুট্টা, তুলা, ক্যানোলা, টমেটো গাছগুলো মারা যায় না। ট্রান্সজেনিক বিটি ভুট্টা, বিটি তুলা, বিটি ধান ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী।
এ শস্যগুলো নিজেদের দেহে টক্সিন তৈরি করে পতঙ্গ আক্রমণকে প্রতিরোধ করতে পারে। প্রধানত ভাইরাস, ছত্রাক ও ব্যাকটেরিয়া জাতীয় পরজীবীর আক্রমণে ফসল নষ্ট হয়। ট্রান্সজেনিক শস্য উদ্ভব করে বিজ্ঞানীরা এ ধরনের প্যাথোজেনকে দমনে সক্ষম হয়েছেন।
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
আবার ট্রান্সজেনিক গরু উদ্ভাবনের মাধ্যমে মাংসের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের মাতৃদুগ্ধের অতি প্রয়োজনীয় প্রোটিন ল্যাকটোফেরিনও পাওয়া যাচ্ছে। ট্রান্সজেনিক ভেড়া উদ্ভাবন করে মাংস বৃদ্ধি এবং শরীরের সমবৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে। উদ্ভাবিত হয়েছে ট্রান্সজেনিক ছাগল। এসব ছাগলের দুধে পাওয়া যায় বিশেষ ধরনের প্রোটিন, যা জমাট রক্তকে গলিয়ে করোনারি থ্রম্বোসিস থেকে মানুষকে রক্ষা করছে।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উক্ত জিন প্রকৌশল প্রযুক্তি অর্থনৈতিক উন্নতির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত।
প্রশ্ন –৩ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. সালাম পরীক্ষাগারে রিকম্বিনেন্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগাছাসহিষ্ণু জাতের টমেটো উৎপাদনের জন্য এক ধরনের ব্যাকটেরিয়া থেকে আগাছাসহিষ্ণু জিন টমেটোতে স্থানান্তর করেন।
ক. RNA এর পূর্ণরূপ কী?
খ. আবাদ মাধ্যম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত উক্ত কাজটি মি. সালাম কীভাবে সম্পন্ন করবেন? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত পদ্ধতির ব্যবহারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব— বিশ্লেষণ কর।
৩নং প্রশ্নের উত্তর
ক. RNA এর পূর্ণরূপ রাইবোনিউক্লিক এসিড (Ribonucleic Acid).
খ. উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং জমাট বাঁধার উপকরণ যেমন অ্যাগার সঠিক মাত্রায় মিশিয়ে যে মাধ্যম তৈরি করা হয় তাকে আবাদ মাধ্যম বলে। টিস্যুকালচার প্রযুক্তিতে নির্বাচিত মাতৃউদ্ভিদের এক্সপ্লান্ট স্থাপনের জন্য আবাদ মাধ্যম প্রস্তুত করতে হয়।
গ. উদ্দীপকে উল্লিখিত উক্ত কাজটি মি. সালাম রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সাহায্যে সম্পন্ন করবেন। এর জন্য তিনি নিম্নলিখিত ধাপগুলো অবলম্বন করবেন-
১) ব্যাকটেরিয়া থেকে কাঙ্ক্ষিত DNA নির্বাচন।
২) একটি বাহক নির্বাচন যার মাধ্যমে কাঙ্ক্ষিত DNA খন্ডটি স্থানান্তর করা সম্ভব।
৩) নির্দিষ্ট স্থানে DNA অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন ।
৪) ছেদনকৃত DNA খন্ডসমূহ সংযুক্ত করার জন্য DNA লাইগেজ এনজাইম নির্বাচন।
৫) কাঙ্ক্ষিত DNA সহ বাহক DNA এর অনুলিপনের জন্য একটি পোষক নির্বাচন।
৬) কাঙ্খিত DNA খন্ড সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট DNA এর বহিঃপ্রকাশ মূল্যায়ন ।
৭) এরপর কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টমেটো গাছে স্থানান্তরের দ্বারা আগাছা সহিষ্ণু ট্রান্সজেনিক টমেটো প্ৰজাতি উদ্ভাবন।
ঘ. উদ্দীপকে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তাহলো জীবপ্রযুক্তি বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির দ্বারা বাহকের মাধ্যমে কাঙ্ক্ষিত জিন জীবের কোষের জিনের সাথে সংযোজিত করে ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা হয়।
ট্রান্সজেনিক উদ্ভিদ কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। এগুলো আগাছানাশক সহনশীলতা সম্পন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ। জমিতে আগাছা দমনের জন্য আগাছানাশক ওষুধ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আগাছা মারা যায়। কিন্তু এই আগাছানাশকে ট্রান্সজেনিক ভুট্টা, তুলা, ক্যানোলা, টমেটো গাছগুলো মারা যায় না। ট্রান্সজেনিক বিটি ভুট্টা, বিটি তুলা, বিটি ধান ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী।
এ শস্যগুলো নিজেদের দেহে টক্সিন তৈরি করে পতঙ্গ আক্রমণকে প্রতিরোধ করতে পারে। প্রধানত ভাইরাস, ছত্রাক ও ব্যাকটেরিয়া জাতীয় পরজীবীর আক্রমণে ফসল নষ্ট হয়। ট্রান্সজেনিক শস্য উদ্ভব করে বিজ্ঞানীরা এ ধরনের প্যাথোজেনকে দমনে সক্ষম হয়েছেন।
আবার ট্রান্সজেনিক গরু উদ্ভাবনের মাধ্যমে মাংসের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের মাতৃদুগ্ধের অতি প্রয়োজনীয় প্রোটিন ল্যাকটোফেরিনও পাওয়া যাচ্ছে। ট্রান্সজেনিক ভেড়া উদ্ভাবন করে মাংস বৃদ্ধি এবং শরীরের সমবৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে। উদ্ভাবিত হয়েছে ট্রান্সজেনিক ছাগল। এসব ছাগলের দুধে পাওয়া যায় বিশেষ ধরনের প্রোটিন, যা জমাট রক্তকে গলিয়ে করোনারি থ্রম্বোসিস থেকে মানুষকে রক্ষা করছে।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উক্ত জিন প্রকৌশল প্রযুক্তি অর্থনৈতিক উন্নতির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত।
প্রশ্ন–৪: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
দশম শ্রেণির ছাত্র হাসান নার্সারিতে গিয়ে জানতে পারে বর্তমানে উদ্ভিদ বিজ্ঞানীরা এক বিশেষ পদ্ধতিতে অল্প জায়গায় অল্প সময়ে যৌন প্রজননে অক্ষম উদ্ভিদের রোগমুক্ত অধিক সংখ্যক চারা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। যার ফলে এসব উদ্ভিদের চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে।
ক. GMO কী?
খ. জীবে প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ. অর্থনৈতিক উন্নয়নে উক্ত প্রক্রিয়াটি কী ধরনের প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
৪নং প্রশ্নের উত্তর
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভাবিত নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব হলো GMO বা Genetically Modified Organism.
খ. জীবে প্রজাতিগত বৈচিত্র্য বলতে পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যাকে বোঝায়। কারণ—
পৃথকযোগ্য বৈশিষ্ট্যেই এক প্রজাতি থেকে অন্য প্রজাতি ভিন্ন। যেমন— বাঘের সাথে হরিণের আকার, স্বভাব, হিংস্রতা, সংখ্যা বৃদ্ধির ধরন ভিন্ন হয়ে থাকে। এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতাই প্রজাতিগত বৈচিত্র্য।
গ. উদ্দীপকের প্রক্রিয়াটি হলো টিস্যুকালচার প্রযুক্তি। টিস্যুকালচার প্রযুক্তির ধাপগুলো নিচে বর্ণনা করা হলো-
মাতৃউদ্ভিদ নির্বাচন : উন্নত গুণসম্পন্ন, স্বাস্থ্যবান ও রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়।
আবাদ মাধ্যম তৈরি : উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ প্রভৃতি অ্যাগারে সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়।
জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা : আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে রেখে জীবাণুমুক্ত করতে হয়। জীবাণুমুক্ত আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্টগুলোকে স্থাপন করে নির্দিষ্ট আলো ও তাপমাত্রায় বর্ধনের জন্য রাখা হয়। এক পর্যায়ে টিস্যু বারবার বিভাজিত হয়ে অণুচারা বা ক্যালাস-এ পরিণত হয়। ক্যালাস পরবর্তিতে একাধিক অণুচারা, তৈরি করে।
মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর : উৎপাদিত চারা গাছে মূল তৈরি না হলে বিটপগুলো বিচ্ছিন্ন করে তাদের পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়।
মাঠ পর্যায়ে স্থানান্তর : মূলযুক্ত চারা অ্যাগার মুক্ত করে মাটি ভরা ছোট পাত্রে স্থানান্তর করা হয়। চারাগুলো মাঝে মাঝে কক্ষের বাইরে রেখে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ ও সকল চারাই পরিণত হলে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়।
এভাবেই উদ্দীপকের টিস্যুকালচার প্রযুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
ঘ. অর্থনৈতিক উন্নয়নে টিস্যুকালচার প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
এই প্রক্রিয়ার কৌশলকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এবং উন্নতজাত উদ্ভাবনের মাধ্যমে দেশ অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে। এই প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে অনেক সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
i. বিভিন্ন প্রকার দেশি, বিদেশি অর্কিডের চারা উৎপাদন।
ii. রোগ প্রতিরোধী ও অধিক উৎপাদনশীল কলা, বেল, কাঁঠাল ইত্যাদি চারা উৎপাদন।
iii. চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন।
iv. কদম, জারুল, ইপিল ইপিল, বক ফুল, সেগুন, নিম প্রভৃতি কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন।
v. বিভিন্ন ডাল জাতীয় শস্য, বাদাম ও পাট এর চারা উৎপাদন । এছাড়া টিস্যুকালচার প্রয়োগ করে আলুর রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউবার উৎপাদন করা হয়েছে।
উপরিউক্ত বিভিন্ন উদ্ভিদ উৎপাদনের মাধ্যমে আমাদের দেশ অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে। এগুলোর সঠিক প্রয়োগ করার ফলে ভূমিতে অধিক জনসংখ্যার খাদ্য, বস্ত্র, বাসস্থান চিকিৎসাসহ মৌলিক অভাবকে পূরণ করেছে।
অতএব, অর্থনৈতিক উন্নয়নে উক্ত প্রক্রিয়া অর্থাৎ টিস্যুকালচার প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
প্রশ্ন–৫ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
অহনার পিতা একজন জেনেটিক ইঞ্জিনিয়ার। একদিন অহনা তার পিতার নিকট রিকম্বিনেন্ট DNA সম্পর্কে জানতে চায়। তিনি অহনাকে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি এবং এর অবদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।
ক. জীব প্রযুক্তি বলতে কী বুঝ ?
খ. CysE ও CysM ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্থানান্তর প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর।
ঘ. কৃষি ও চিকিৎসাক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তির অবদান মূল্যায়ন কর।
৫নং প্রশ্নের উত্তর
ক. কোন জীবকোষ, অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন কোন জীব উদ্ভাবন প্রযুক্তির জীব প্রযুক্তি বলা হয়।
খ. বিভিন্ন প্রাণীর মান উন্নয়নের জন্য জিনগত রূপান্তর বা পরিবর্তন ঘটানো হয় রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে মাধ্যমে। ব্যাকটেরিয়ার ২টি জিন CysE ও CsyM। ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় ভেড়ার পশমের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধির জন্য।
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি । রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি নিচে বর্ণিত ৬টি ধাপে সম্পন্ন করা হয়ে
১) কাঙ্ক্ষিত DNA (target DNA) নির্বাচন।
২) একটি বাহক (ব্যাকটেরিয়ার প্লাজমিড) নির্বাচন; যার মাধ্যমে কাঙ্ক্ষিত DNA খন্ডটি স্থানান্তর সম্ভব।
৩) নির্দিষ্ট স্থানে DNA অণুকে কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন।
৪) ছেদনকৃত DNA খন্ডসমূহ সংযুক্ত করার জন্য DNA লাইগেজ এনজাইম নির্বাচন।
৫) কাঙ্ক্ষিত DNA সহ বাহক রিকম্বিনেন্ট প্রাজমিড এর অনুলিপনের জন্য শোষক নির্বাচন এবং ট্রান্সফরমেশন পদ্ধতিতে বাহক দেহে প্রবেশ করান।
৬) কাঙ্ক্ষিত DNA যন্ত্র সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট উঘঅ এর মূল্যায়নের জন্য ক্লোনিং এর দ্বারা বাইকের সংখ্যা বৃদ্ধি।
ঘ. উদ্দীপকের প্রযুক্তি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সাহায্যে অনেক নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন ফসল উদ্ভাবন করা হয়েছে যা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাতের বিটি ধান, ভূটা, তুলা ইত্যাদি উদ্ভাবন সম্ভব হয়েছে। এছাড়া এ প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধী ফসলের জাত, আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতা সম্পন্ন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমানও উন্নয়ন করা হয়েছে। শুধু ফসল নয়, বিভিন্ন গবাদিপশু যেমন গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য ভেড়ার আকার, মাংসের পরিমাণ, পশমের গুণগতমান বৃদ্ধি ইত্যাদি উন্নয়নেও রিকম্বিনেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
চিকিৎসাক্ষেত্রে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ইস্ট হতে হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা (ইন্টারফেরন) তৈরি করা হচ্ছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে কৌলিগতভাবে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে বাণিজ্যিক ইনসুলিন তৈরি হচ্ছে যা মানুষের বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।
অতএব, দেখাযাচ্চে যে কৃষি ও চিকিৎসাক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তি রিকম্বিনেন্ট প্রযুক্তির অবদান অনস্বীকার্য্য।
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন
আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করুন
এসএসসি সকল বিষয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন
আমাদের জীববিজ্ঞান অষ্টম অধ্যায়ের প্লেলিস্ট (Playlist):
এসএসসি সকল বিষয় নোট PDF পেতে এখানে ক্লিক করুন