এসএসসি আইসিটি (ICT)
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
তৃতীয় অধ্যায়
আমার শিক্ষায় ইন্টারনেট
তথ্যকণিকা
পাঠ-১: ডিজিটাল কনটেন্ট
ডিজিটাল কনটেন্ট কম্পিউটারে ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হয়।
ডিজিটাল কনটেন্ট চার প্রকার। যথা- টেক্সট বা লিখিত, ছবি, শব্দ, ভিডিও বা অ্যানিমেশন।
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন
ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত তথ্যের পরিমাণই বেশি।
টেক্সট বা লিখিত- লিখিত যে কোনো ডকুমেন্ট (ব্লগ পোস্ট, পণ্যের মূল্যায়ন, ই-বুক সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি)।
ছবি- কার্টুন, ইনফো গ্রাফিক্স, এনিমেটেড ছবি ইত্যাদি।
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
অডিও- ব্রডকাস্ট, ওয়েবিনারো।
ভিডিও কনটেন্টের বৃদ্ধির কারণ হলো মোবাইল ফোন।
ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হলে তাকে ভিডিও স্ট্রিমিং বলে।
পাঠ-২: ই-বুক
ই-বুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
ই-বুক পড়ার জন্য কম্পিউটার, স্মার্টফোন কিংবা বিশেষ ধরনের ই-বুক রিডার ব্যবহার করা হয়।
আমাজন ডটকমের কিণ্ডল, ই-বুক রিডার হিসেবে সবচেয়ে জনপ্রিয়।
ই-বুককে পাঁচ ভাগে ভাগ করা যায়।
মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হলো পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট।
শুধুমাত্র অনলাইনে পড়ার উপযোগী বই HTML ফরম্যাটে প্রকাশিত হয়।
পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানার সুবিধা থাকে ই-পাব ফরম্যাটে।
ত্রিমাত্রিক ছবি, শব্দ, অ্যানিমেশন, কুইজ ইত্যাদির ব্যবস্থা থাকে চৌকস বা স্মার্ট ই-বুকে।
চৌকস ই-বুক রিডার হলো আইবুক।
ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কেবল আইপ্যাড বা ম্যাকে পড়া যায়।
পাঠ-৩ : শিক্ষায় ইন্টারনেট
ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি হচ্ছে ট্যাবলেট।
সার্চ ইঞ্জিন ব্যবহারে ইংরেজী ভাষার দক্ষতা প্রয়োজন।
কম স্পীড ও অধিক ব্যয়বহুল হওয়ায় ইন্টারনেটের ব্যবহার এখনও সর্বত্র ব্যাপকভাবে শুরু হয়নি।
পাঠ-৪ : আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি
বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র।
কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনসহ আরও অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে ক্যারিয়ার গঠন করা যায়।
বাংলাদেশের ভালো প্রোগ্রামাররা ঘরে বসেই গুগল, মাইক্রোসফট, ইন্টেল ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিতে কাজ করার সুযোগ পায়।
এছাড়া বাংলাদেশ নিজেরাই বেশ কিছু ভালো প্রোগ্রামার নিয়ে সফটওয়্যার, অ্যাপস তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করছে।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?
ক. ডেস্কটপ পিসি খ. ট্যাবলেট পিসি
গ. স্মার্টফোন ঘ. ইন্টারনেট সংযোগ
উত্তর: ঘ. ইন্টারনেট সংযোগ
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক. কম্পিউটার খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. স্মার্টফোন
উত্তর: ক. কম্পিউটার
৩. ডিজিটাল কনটেন্ট হলো-
i. ই-বুক, ব্লগ পোস্ট ও ই-নিবন্ধ
ii. ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের লেখাটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। রিনি নবম শ্রেণিতে ও রনি দ্বাদশ শ্রেণিতে পড়ে।
৪. রিনি ও রনির ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার হবে?
ক. গেমস খেলায় খ. গান শোনায়
গ. হিসাব-নিকাশে ঘ. লেখাপড়ার কাজে
উত্তর: ঘ. লেখাপড়ার কাজে
৫. রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসিটার সর্বোচ্চ ব্যবহার করতে–
i. দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন
ii. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে
iii. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক?
ক. লিখিত কনটেন্ট খ. ছবি
গ. শব্দ বা অডিও ঘ. এনিমেশন
উত্তর: গ. শব্দ বা অডিও
৭. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
ক. রেডিও খ. ওয়েবপেজ
গ. সিনেমা ঘ. টেলিভিশন
উত্তর: খ. ওয়েবপেজ
৮. ডিজিটাল কনটেন্ট গ্রাফিক্স এর কাজ কোনটি?
ক. কার্টুন খ. অ্যানিমেশন
গ. ই-মেইল ঘ. ছবি
উত্তর: ঘ. ছবি
৯. ডিজিটাল কনটেন্ট–এ কোন ধরনের উপকরণ বেশি থাকে?
ক. টেক্সট খ. ভিডিও
গ. ছবি ঘ. এনিমেটেড ছবি
উত্তর: ক. টেক্সট
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
১০. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলল?
ক. লাইভ ভিডিও খ. লাইভ ব্রডকাস্ট
গ. ভিডিও স্ট্রিমিং ঘ. লাইভ টেলিকাস্ট
উত্তর: গ. ভিডিও স্ট্রিমিং
১১. স্মার্ট ই–বুক এর বৈশিষ্ট্য হলো–
i. কুইজসহ কুইজের উত্তর থাকে
ii. অডিও ভিডিও এবং এনিমেশন থাকে
iii. এগুলি এইচটিএমএল ফরমেটে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১২. ই–বুক হলো–
i. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
ii. যে বই ইন্টারনেটে পড়া যায়
iii. অডিও, ভিডিও অ্যানিমেশন সংযুক্ত বই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৩. কোনটির মাধ্যমে শিক্ষর্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত?
ক. ইন্টারনেট খ. জি-মেইল
গ. ইয়াহু ঘ. গুগল ক্রোম
উত্তর: ক. ইন্টারনেট
১৪. পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে?
ক. ওয়েব ডিজাইনিং খ. গ্রাফিক্স ডিজাইনিং
গ. প্রোগ্রামিং ঘ. নেটওয়ার্কিং
উত্তর: গ. প্রোগ্রামিং
১৫. কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী?
ক. ফ্যাশন ডিজাইনার খ. ইন্টেরিয়র ডিজাইনার
গ. ইংরেজি শিক্ষক ঘ. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
উত্তর: ঘ. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
১৬. ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে কী প্রয়োজন?
ক. চাকুরি খ. ধৈর্য
গ. আত্মসম্মান ঘ. অবস্থান
উত্তর: খ. ধৈর্য
১৭. ভবিষ্যতের চাকরির জন্য যেসব দক্ষতার প্রয়োজন হবে–
i. অফিস সফটওয়্যার সম্পর্কে জ্ঞান
ii. ইন্টারনেট ব্যবহার
iii. ই-মেইলের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৮. বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তিনির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে?
ক. মোবাইল ইঞ্জিনিয়ারিং খ. ডেটা কমিউনিকেশন
গ. প্রোগ্রামিং ঘ. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
উত্তর: গ. প্রোগ্রামিং
১৯. কম্পিউটারে ব্যবহার করার জন্য সব কিছুকে কীসে রূপান্তর করতে হয়?
ক. ডিজিটে খ. ইংরেজিতে
গ. অডিওতে ঘ. চিত্রে
উত্তর: ক. ডিজিটে
২০. Digital কম্পিউটারের কাজের ধরণ?
ক. পরিমাপন খ. অগ্রসরমান
গ. পর্যায়ক্রমিক ঘ. অগ্রসরমান ও পর্যায়ক্রমিক
উত্তর: গ. পর্যায়ক্রমিক
২১. কাঁটাবিহীন ঘড়ি কোনটি প্রদর্শন করে?
ক. গাণিতিক সংকেত খ. অ্যানালগ সংকেত
গ. ডিজিটাল সংকেত ঘ. রেজিস্টার সংকেত
উত্তর: গ. ডিজিটাল সংকেত
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন
২২. নিচের কোনটি অ্যানালগ থেকে ডিজিটালের উদাহরণ?
ক. ভিডিও ব্রডকাস্টিং খ. অ্যানিমেশন
গ. টেলিকমিউনিকেশন ঘ. সিনেমা
উত্তর: ক. ভিডিও ব্রডকাস্টিং
২৩. বর্ণ, চিত্র, শব্দ এবং সমন্বিত প্রকাশ মাধ্যম বলা যেতে পারে–
i. নিউজপেপারকে
ii. টেলিভিশনকে
iii. ভিডিওকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
২৪. ডিজিটালকপির অপর নাম কী?
ক. হার্ড কপি খ. সফট কপি
গ. ডিজিটাল কপি ঘ. ইলেকট্রন কপি
উত্তর: খ. সফট কপি
২৫. এখন কার্যত এনালগ পর্যায়ে কোনটি করা হয়?
ক. ভিডিও ধারণ খ. ভিডিও সম্পাদনা
গ. ভিডিও সংরক্ষণ ঘ. ভিডিও প্রচার
উত্তর: গ. ভিডিও সংরক্ষণ
২৬. ওয়েবিনার কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?
ক. ছবি খ. ভিডিও
গ. শব্দ ঘ. এনিমেশন
উত্তর: খ. ভিডিও
২৭. বর্ণের অপর নাম কী?
ক. ভিডিও খ. অ্যানিমেশন
উত্তর: ঘ. টেক্সট
২৮. ডিজিটাল কনটেন্টে সবচেয়ে বৃহৎ বিষয় কোনটি?
ক. রিজি কনটেন্ট খ. রিটেন কনটেন্ট
গ. স্পিকিং কনটেন্ট ঘ. কোনটিই নয়
উত্তর: খ. রিটেন কনটেন্ট
২৯. সব ধরনের অংকন কী ধরনের ডিজিটাল কন্টেন্ট?
ক. লিখিত কন্টেন্ট খ. ছবি
গ. ভিডিও অ্যানিমেশন ঘ. শব্দ বা অডিও
উত্তর: খ. ছবি
৩০. ডিজিটাল কনটেন্ট কী আকারে স্থানান্তর করা যাবে?
ক. LAN খ. WAN
গ. Computer file ঘ. FTP
উত্তর: গ. Computer file
৩১. ব্রডকাস্ট কোন ধরনের কনটেন্টের উদাহরণ?
ক. শব্দ ও অডিও খ. লিখিত
গ. ছবি ঘ. ভিডিও অ্যানিমেশন
উত্তর: ক. শব্দ ও অডিও
৩২. কোনটি অন্যটি থেকে পৃথক?
ক. সিনেমা খ. ভিডিও
উত্তর: ঘ. রেডিও
৩৩. আধেয় কি?
ক. সূত্র খ. কনটেন্ট
গ. ডিজিটাল ঘ. উপাত্ত
উত্তর: খ. কনটেন্ট
৩৪. ভিডিও কনটেন্ট বৃদ্ধির কারণ হলো–
ক. মোবাইল খ. ল্যাপটপ
গ. কম্পিউটার ঘ. ICT
উত্তর: ক. মোবাইল
৩৫. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?
ক. টেক্সট খ. ই-মেইল
গ. পেনড্রাইভ ঘ. প্রজেক্টর
উত্তর: ক. টেক্সট
৩৬. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?
ক. এনিমেশন খ. মডেম
গ. অপারেটিং সিস্টেম ঘ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
উত্তর: ক. এনিমেশন
৩৭. ডিজিটালের বিপরীত কী?
ক. আন ডিজিটাল খ. অ্যানালগ
গ. ওল্ড ঘ. ডি-ডিজিটাল
উত্তর: খ. অ্যানালগ
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৩৮. ডিজিটাল মাধ্যমে কোন তথ্যের পরিমাণ বেশি?
ক. অডিও খ. ভিডিও
গ. লিখিত ঘ. অ্যানিমেটেড
উত্তর: গ. লিখিত
৩৯. নিচের কোনটি টেক্সট কনটেন্ট?
ক. ইনফোগ্রাফিক্স খ. ব্লগ পোস্ট
গ. এনিমেশন গ. কার্টুন
উত্তর: খ. ব্লগ পোস্ট
৪০. ডিজিটাল কনটেন্ট প্রধানত কত প্রকার?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ.৪
উত্তর: ঘ.৪
৪১. নিচের কোনটি ব্যতিক্রম?
গ. অ্যাবাকাস ঘ. মোবাইল
উত্তর: গ. অ্যাবাকাস
৪২. আপস মূলত কী?
ক. হার্ডওয়্যার খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. সফটওয়্যার ঘ. ইন্টারনেট
উত্তর: খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
৪৩. ডিজিটাল কনটেন্ট হলো–
i. ই-বুক, ই-পোস্ট ও ই-নিবন্ধ
ii. ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪৪. যে কারণে ডিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে–
i. মোবাইল
ii. গ্রাফিক্স
iii. স্ট্রিমিং ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন
৪৫. ডিজিটাল কনটেন্ট এর উপাদান হলো–
i. শব্দ
ii. সিডি
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪৬. কিন্ডল কী?
ক. ভাইরাস খ. এন্টি ভাইরাস
গ. ই-বুক রিডার ঘ. কম্পিউটার গেম
উত্তর: গ. ই-বুক রিডার
৪৭. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দকে কী বলে?
ক. অ্যানিমেটেড ছবি খ. ইনফোগ্রাফিক্স
গ. ডিজিটাল কনটেন্ট ঘ. ডিজিটাল টেক্সট
উত্তর: গ. ডিজিটাল কনটেন্ট
নিচের তথ্যের আলোকে ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও:
ক্লাসরুমে আতিক স্যার কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করছিলেন। ছাত্রছাত্রীরা হার্ডওয়্যার দেখতে কেমন জানতে চাওয়াই, আতিক স্যার পরবর্তী ক্লাসে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে হার্ডওয়্যার নিয়ে আলোচনা করলেন।
৪৮. আতিক স্যার পরবর্তী ক্লাসে কোন মাধ্যম ব্যবহার করেছিলেন?
ক. ডিজিটাল খ. অ্যানালগ
গ. হাইব্রিড ঘ. মিশ্র
উত্তর: ক. ডিজিটাল
৪৯। আতিক স্যারের পরবর্তী ক্লাসে ব্যবহূত মাধ্যমটির উপকরণ কোনটি?
i. শব্দ
ii. রং
iii. চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও:
টিভিতে একটি জরুরি ঘটনার উপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সালমান সাথে সাথে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ টিভি দেখতে লাগল।
৫০. সালমান ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কি বলে?
ক. ইন্টারনেট ব্রাউজিং খ. ভিডিও স্ট্রিমিং
গ. অ্যানিমেশন ঘ. ব্লগপোস্ট
উত্তর: খ. ভিডিও স্ট্রিমিং
৫১. সালমান যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলো–
i. এটি মোবাইল ফোনে ব্যবহারযোগ্য
ii. এতে লিখিত তথ্যের পরিমাণ বেশি
iii. এতে অ্যানিমেশন যোগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
ই-লার্নিং একটি শিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে দ্রুত ও বিশাল তথ্যভিত্তিক জ্ঞান আহরণ করা যায়।
৫২. উদ্দীপকে আলোচিত ই–লার্নিং–এর ক্ষেত্রে প্রধান ভূমিকা কে পালন করে?
ক. ই-মেইল খ. ইন্টারনেট
গ. ই-বুক ঘ. সফটওয়্যার
উত্তর: খ. ইন্টারনেট
৫৩. উদ্দীপকের পদ্ধতিতে প্রশিক্ষণে ব্যবহার হয়–
i. ল্যাপটপ
ii. মোবাইল
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও:
একজন শিক্ষক পারেন একজন সুনাগরিক সৃষ্টি করতে। তিনি তাঁর শিক্ষার্থীদের পথপ্রদর্শক।
৫৪. শিক্ষক হলেন–
i. আলোর শিখার মতো
ii. তিনি কেবল সাহায্যকারী
iii. তিনি কোনো কিছু শেখান না, কেবল শেখার দিক নির্দেশকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৫. শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শিক্ষণীয় তথ্যগুলো আরও বৃদ্ধি করে কোনটি?
ক. মোবাইল খ. ইন্টারনেট
গ. ল্যাপটপ ঘ. কম্পিউটার
উত্তর: খ. ইন্টারনেট
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৬ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
বিদ্যুৎ ভাই একটি ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক। তার ক্লাবে নতুন দুজন বিদেশি যোগদান করতে আগ্রহী হলো। বিদ্যুৎ ভাই অনুমতি প্রদান করলে বিদেশিরা তাদের নিজ দেশে অবস্থান করা অবস্থায় ইংরেজি ক্লাবে যোগদান করার সুযোগ পেল।
৫৬. কোনটির মাধ্যমে বিদেশিরা বিদ্যুৎ ভাইয়ের ইংরেজি ক্লাবে যোগদান করতে পারবে?
ক. ইন্টারনেট খ. পোস্ট অফিস
গ. মোবাইল ঘ. টেলিফোন
উত্তর: ক. ইন্টারনেট
৫৭. ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা হলো–
i. ক্লাবের সদস্যরা শারীরিকভাবে অনুপস্থিত থেকেও অংশ নিতে পারবে
ii. যেকোনো বিষয় নিয়ে সবাই সবার সাথে শেয়ার করতে পারবে
iii. পৃথিবীর নির্দিষ্ট কিছু দেশের মানুষেরা অংশ নিতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৫৮. ডিজিটাল কনটেন্ট–এ যুক্ত থাকে–
i. ভিডিও ও অডিও
ii. ছবি ও টেক্সট
iii. অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৯. কনটেন্ট কী?
ক. তথ্য আধেয় খ. ডেটাবেজ
গ. প্রতিলিপি ঘ. কুয়েরি
উত্তর: ক. তথ্য আধেয়
৬০. শব্দ কোন কনটেন্টের অন্তর্ভূক্ত?
ক. ডিজিটাল খ. অ্যানালগ
গ. হাইব্রিড ঘ. মাল্টিপল
উত্তর: ক. ডিজিটাল
৬১. ইলেক্ট্রনিক মাধ্যমে বই ক্রয় করাকে কী বলে?
ক. ই-কমার্স খ. ই-বুক
গ. ই-লার্নিং ঘ. ই-মেইল
উত্তর: ক. ই-কমার্স
৬২. ই–বুক এর সবচেয়ে বড় সুবিধা কী?
ক. কম খরচ
খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা
গ. সকল বইয়ের ই-বুক ভার্সন পাওয়া
ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা
উত্তর: খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
মুনা তার বড় ভাইয়ের কাছ থেকে তথ্য প্রযুক্তির প্রধান ডিভাইস সম্পর্কে জানতে পারল। সে আরও জানতে পারল যে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশুনা করলে ভবিষ্যতে ভাল ক্যারিয়ার গঠন সম্ভব।
৬৩. মুনা কোন ডিভাইস সম্পর্কে জানল?
গ. টেলিভিশন ঘ. ক্যামেরা
উত্তর: খ. কম্পিউটার
৬৪. আইসিটিতে দক্ষ হলে মুনা তার ক্যারিয়ার গঠন করবে–
i. কম্পিউটার সায়েন্সে
ii. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
iii. ডেটা কমিউনিকেশনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৬৫. স্মার্ট ই–বুককে কী বলা হয়?
ক. পি ডি এফ খ. ই-বুক
গ. চৌকস ই-বুক ঘ. ই-পাব
উত্তর: গ. চৌকস ই-বুক
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf পেতে এখানে ক্লিক করুন
৬৬. পিডিএফ কী?
ক. প্রাইমারী ডকুমেন্ট ফাইল
খ. পোর্টেবল ডমুমেন্ট ফাইল
গ. পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
ঘ. পাওয়ার ডেভেলপার ফাইল
উত্তর: গ. পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
৬৭. কোনটি Website এর page এর ফরমেট?
ক. Docx খ. DBS
গ. Pdf ঘ. Html
উত্তর: ঘ. Html
৬৮. কোন বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও/ভিডিও/অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে?
ক. নোটবুক খ. ই-বুক স্মার্ট
গ. ই-বুক ঘ. ট্যাবলেট বুক
উত্তর: খ. ই-বুক স্মার্ট
৬৯. হিমা বিভিন্ন প্রকার ই–বুক সম্পর্কে জানল। সে মুদ্রিত বইয়ের হুবহু কোন ফরম্যাটে পড়তে পারবে?
ক. html খ. Pdf
গ. EPUB ঘ. doc
উত্তর: খ. Pdf
৭০. ই–বুক কে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর: ঘ. ৫
৭১. ই–বুক এ পাঠকের নিজের নোট কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
ক. PDF খ. MS word format
গ. Adobe Reader ঘ. EPUB
উত্তর: ঘ. EPUB
৭২. কোথায় বিনামূল্যে বই পাওয়া যায়?
ক. দোকানে খ. লাইব্রেরিতে
গ. ইন্টারনেটে ঘ. স্কুলে
উত্তর: গ. ইন্টারনেটে
৭৩. ই–বুকে কোনটি জুড়ে দেওয়া যায়?
ক. শব্দ খ. ডাটাবেজ
গ. কুয়েরি ঘ. প্রিন্টার
উত্তর: ক. শব্দ
৭৪. ই–বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. স্মার্টফোন খ. যেকোনো রিডার
গ. ল্যান্ডফোন ঘ. ইন্টারনেট
উত্তর: ক. স্মার্টফোন
৭৫. নিচের কোনটি ই–বুকের প্রকাশের ফরম্যাট?
ক. DBS খ. JPG
গ. EPUB ঘ. PPT
উত্তর: গ. EPUB
উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
সবুজ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে একটি ওয়েবসাইট ওপেন করে তাতে ব্লগ পোস্ট লিখেন।
৭৬. সবুজের ব্যবহৃত প্রযুক্তিটি মূলত কী?
ক. নেটওয়ার্কের নেটওয়ার্ক খ. ওয়েব সাইট
গ. ল্যান ঘ. অ্যানিমেশন
উত্তর: খ. ওয়েব সাইট
৭৭. সবুজের লেখাটি যে ধরনের ডিজিটাল কনটেন্ট-
i. ছবি
ii. টেক্সট
ii. লিখিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৭৮. ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন–
i. আর্থিক সচ্ছলতা
ii. অবকাঠামোগত সুবিধা
iii. ই-পাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii