Skip to content

এসএসসি-বাংলা দ্বিতীয় পত্র-বহুনির্বাচনি প্রশ্নোত্তর-অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ

  • by

Sharing is caring!

বাংলা দ্বিতীয় পত্র-বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায়-অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ

তথ্যকণিকা

১. অনুসর্গ হলো এক ধরনের – অব্যয়।

২. অনুসর্গের অপর নাম – কর্মপ্রবচনীয়।

৩. অনুসর্গ কখনো স্বাধীন আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় – বাক্যে ব্যবহৃত হয়।

৪. কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয় – অনুসর্গ।

৫. দ্বারা, দিয়ে, কর্তৃক হতে চেয়ে অপেক্ষার মধ্যে ইত্যাদি অনুসর্গগুলো – বিভক্তি রূপে ব্যবহৃত হয়।

৬. অনুসর্গ সাধারণত স্বাধীনভাবে – শব্দের পরে বসে।

এসএসসি বাংলা সকল অধ্যায় নোট PDF পেতে এখানে ক্লিক করুন

৭. ‘শরতের পরে আসে বসন্ত’- বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করেছে – দীর্ঘ বিরতি।

৮. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’ এখানে ‘হেতু’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করেছেনিমিত্ত।

৯. ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ – এখানে ‘মাঝারে’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে – ব্যপ্তি।

১০. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে – কর্মপ্রবচনীয়।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

. অনুসর্গ কী?

বা অনুসর্গ কোন পদ?

ক. শব্দ বিভক্তি                                    খ. উপসর্গ

গ. ক্রিয়া বিভক্তি                                 ঘ. অব্যয়

উত্তর: ঘ. অব্যয়

. যে সকল অব্যসূচক শব্দ কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে কী বলে?

ক. নাম প্রকৃতি                                    খ. কৃৎ প্রত্যয়

গ. উপসর্গ                                           ঘ. অনুসর্গ

উত্তর: ঘ. অনুসর্গ

. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?

ক. উপসর্গ                                          খ. কর্মপ্রবচনীয়

গ. প্রত্যয়                                             ঘ. বিভক্তি

উত্তর: খ. কর্মপ্রবচনীয়

৪. অনুসর্গ কী কাজ করে?

ক. বিভক্তির কাজ করে

খ. শব্দের অর্থ স্পষ্টতর করে

গ. শব্দের অর্থের পরিবর্তন করে

ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

উত্তর: ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

. অনুসর্গের অপর নাম কী?

ক. বিভক্তি                                           খ. অনন্বয়ী অব্যয়

গ. কর্মপ্রবচনীয়                                  ঘ. অনুপামী সমুচ্চয়ী অব্যয়

উত্তর: গ. কর্মপ্রবচনীয়

. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?

ক. মাঝারে, বশত, সহিত                   খ. মরিমরি, বাঃ, বেশ

গ. যেমন, যথা, যত                            ঘ. টুংটাং, শনশন, টলমল

উত্তর: ক. মাঝারে, বশত, সহিত

. ‘শত্রুর সহিত সখি চাই না’এখানেসহিতঅনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অবধি অর্থে                                   খ. সমগামিতা অর্থে

গ. বিনা অর্থে                                      ঘ. সমসুত্রে অর্থে

উত্তর: ঘ. সমসুত্রে অর্থে

এসএসসি সকল বিষেয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন

. ‘দংশন ক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভূজঙ্গ সনে।‘- এখানেসনেশব্দটি কী অর্থ প্রকাশ করেছে?

ক. প্রতি                                               খ. সঙ্গে

গ. বিরুদ্ধগামিতা                                ঘ. সহগামিতা

উত্তর: গ. বিরুদ্ধগামিতা

৯. বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা‘ বাক্যেবিনেঅনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে?

 ক. সঙ্গে                                             খ. প্রয়োজনে

গ. নিমিত্তে                                          ঘ. ব্যতিরেকে

উত্তর: ঘ. ব্যতিরেকে

১০. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’- এখানেবিনা’—

ক. উপসর্গ                                           খ. অনুসর্গ

গ. বিভক্তি                                            ঘ. কারক

উত্তর: খ. অনুসর্গ

১১. আসামীর পক্ষে উকিল কে?- এখানেপক্ষে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সক্ষমতা                                         খ. হেতু

গ. নিমিত্ত                                            ঘ. সহায়

উত্তর: ঘ. সহায়

১২. ‘শরতের পরে আসে বসন্ত‘– বাক্যটিতেপরেঅনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে

ক. বিরতি                                            খ. স্বল্প বিরতি

গ. অবধি                                             ঘ. দীর্ঘ বিরতি

উত্তর: ঘ. দীর্ঘ বিরতি

১৩. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’— ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?

ক. ব্যাপার                                           খ. প্রার্থনা

গ. নিমিত্ত                                            ঘ. প্রসঙ্গ

উত্তর: গ. নিমিত্ত

১৪. ‘সীমার মাঝে অসীম তুমি’- বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যাপ্তি অর্থে                                   খ. ঐকদেশিক অর্থে

গ. মধ্যে অর্থে                                     ঘ. নিকট অর্থে

উত্তর: গ. মধ্যে অর্থে

১৫. ‘নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে’- বাক্যে অনুসর্গ কোনটি?

ক. নিমেষ                                           খ. তরে

গ. ইচ্ছা                                               ঘ. বিকট

উত্তর: খ. তরে

এসএসসি বাংলা সকল অধ্যায় নোট PDF পেতে এখানে ক্লিক করুন

১৬. কোনটিতেসক্ষমতা‘ অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. আসামির পক্ষে উকিল কে

খ. রাজার পক্ষে সবকিছুই সম্ভব

গ. তুমি কোন পক্ষে

ঘ. শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে

উত্তর: খ. রাজার পক্ষে সবকিছুই সম্ভব

১৭. সন্ধ্যা অবধি অপেক্ষা করবঅনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. সাথে                                              খ. নিকট

গ. নিমিত্ত                                            ঘ. পর্যন্ত

উত্তর: ঘ. পর্যন্ত

১৮. ‘তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা’- বাক্যে নিচের কোনটি অনুসর্গ?

ক. লজ্জা                                            খ. সুখ

গ. তোমার                                           ঘ. কাছে

উত্তর: ঘ. কাছে

১৯. ‘মাঝে’ অনুসর্গটি নিচের কোন বাক্যে একদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সীমার মাঝে অসীম তুমি

খ. এদেশের মাঝে একদিন সব ছিল

গ. নিমিষের মাঝেই সব শেষ

ঘ. আছ তুমি প্রভু জগৎ মাঝারে

উত্তর: খ. এদেশের মাঝে একদিন সব ছিল

২০. ‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’- এখানেতরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

ক. মত                                                খ. মধ্যে

গ. নিকট                                             ঘ. নিমিত্ত

উত্তর: ঘ. নিমিত্ত

২১. ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’- এখানেমাঝারেশব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বাইরে                                             খ. মধ্যে

গ. ব্যাপ্তি                                             ঘ. সঙ্গে

উত্তর: গ. ব্যাপ্তি

এসএসসি সকল বিষেয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন

২২. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে‘- বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. প্রাতিপদিকের আগে                    

খ. প্রাতিপদিকের পরে

গ. বিশেষণের পরে                            

ঘ. বিভক্তিযুক্ত শব্দের আগে

উত্তর: খ. প্রাতিপদিকের পরে

২৩. ‘বন্ধুসহ ছেলেটি স্থান ত্যাগ করলএখানেসহ’ কোন অর্থে অনুসর্গ?

ক. সমসূত্রে                                         খ. বিরুদ্ধগামিতা

গ. সহগামিতা                                     ঘ. ব্যতিরেকে

উত্তর: গ. সহগামিতা

২৪. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?

ক. অনু, উপ                                       খ. পক্ষে, জন্যে

গ. যেন, যে                                         ঘ. কিংবা, নতুবা

উত্তর: খ. পক্ষে, জন্যে

২৫. ‘দিয়ে, পর্যন্ত’ ইত্যাদি কীসের উদাহরণ?

ক. প্রকৃতি                                            খ. প্রত্যয়

গ. অনুসর্গ                                          ঘ. উপসর্গ

উত্তর: গ. অনুসর্গ

২৬. ‘মণ প্রতি পাঁচ টাকা লাভ দিব’- বাক্যে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে?

ক. নিমিত্ত                                            খ. প্রত্যেক

গ. ন্যায়                                               ঘ. জন্য

উত্তর: খ. প্রত্যেক

২৭. নিচের কোন বাক্যেমাঝে’ অনুসর্গটি মধ্যে অর্থে ব্যবহার হয়েছে?

ক. সীমার মাঝে অসীম তুমি

খ. আছ তুমি প্রভু, জগৎ মাঝারে

গ. এ দেশের মাঝে একদিন সব ছিল

ঘ. নিমেষ মাঝেই সব শেষ

উত্তর: ক. সীমার মাঝে অসীম তুমি

২৮. অনুসর্গ সাধারণত কোথায় বসে?

ক. শব্দের পূর্বে                                    খ. শব্দের মধ্যে

গ. শব্দের পরে                                    ঘ. বাক্যের শেষে

উত্তর: গ. শব্দের পরে

২৯. “এদেশের মাঝে একদিন সব ছিল।”- এখানেমাঝেঅনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সর্বত্র                                             খ. মধ্যে

গ. একদেশিক                                     ঘ. ব্যাপ্তি

উত্তর: গ. একদেশিক

এসএসসি বাংলা সকল অধ্যায় নোট PDF পেতে এখানে ক্লিক করুন

৩০. ‘নিমেষ মাজেই সব শে‘ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ক্ষণকাল                                         খ. মধ্যে

গ. নিমিত্ত                                            ঘ. পর্যন্ত

উত্তর: ক. ক্ষণকাল

৩১. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কীসের উদাহরণ?

ক. উপসর্গ                                           খ. অনুসর্গ

গ. বিভক্তি                                           ঘ. নির্দেশক

উত্তর: খ. অনুসর্গ

৩২. তোমার তরে এনেছি মালা গাঁথিয়াএখানে তরে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?

ক. কাছে                                              খ. বিহনে

গ. সনে                                               ঘ. নিমিত্ত

উত্তর: ঘ. নিমিত্ত

৩৩. নিমিত্ত অর্থে কর্মপ্রবচনীয় শব্দের ব্যবহর কোনটি?

ক. ঐ তো ঘরপানে ছুটেছেন

খ. উদ্যম বিহনে কার পুরে মনোরথ

গ. দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি

ঘ. কী হেতু এসেছে তুমি, কহ বিস্তারিয়া

উত্তর: ঘ. কী হেতু এসেছে তুমি, কহ বিস্তারিয়া

৩৪. ‘শুধু তোমার মুখের পানে চাহি বাহির হনু’এখানে কর্মপ্রবচনীয় শব্দ কোনটি?

ক. চাহি                                               খ. হনু

গ. বাহির                                             ঘ. পানে

উত্তর: ঘ. পানে

এসএসসি সকল বিষেয় সাজেশন PDF পেতে এখানে ক্লিক করুন

৩৫. কোন অনুসর্গটি বিভক্তিরূপে ব্যবহৃত হয়?

ক. বিনা                                               খ. সনে

গ. মধ্যে                                              ঘ. তরে

উত্তর: গ. মধ্যে

৩৬. ‘মায়ের কাছে কথাটি শুধাব‘- বাক্যটিতেকাছেঅনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. নিকটে                                           খ. প্রতি

গ. তরে                                               ঘ. জন্যে

উত্তর: ক. নিকটে

আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন

এসএসসি বাংলা সকল অধ্যায় নোট PDF পেতে এখানে ক্লিক করুন

নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং টিউটরিয়াল গুলি ধারা বাহিক ভাবে দেখতে থাকুন। এছাড়াও learn.ntbangla.com ভিডিও টিউটরিয়ালে লগইন করে ভিডিও কোর্সসমুহ সম্পন্ন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *