এসএসসি বাংলা দ্বিতীয় পত্র
অধ্যায়-৩ : পদাশ্রিত নির্দেশক
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
* তথ্য কণিকা *
১. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম – পদাশ্রিত নির্দেশক।
২. বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি- Definite Article ‘The’ এর স্থানীয়।
৩. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয় – বচনভেদে।
৪. একবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক – টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি।
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৫. বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক – গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি।
৬. নিরর্থকভাবে নির্দেশক টা, টি-র ব্যবহার – ন্যাকামিটা এখন রাখ।
৭. নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝাতে ব্যবহৃত হয় – টাক, টুক, টুকু, টো নির্দেশকগুলো।
৮. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের – শেষে বসে।
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
৯. বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপক বাক্য – দশ তা কাগজ দাও।
১০. পদাশ্রিত নির্দেশকের অপর নাম – পদাশ্রিত অব্যয়।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. পদাশ্রিত নির্দেশক এর অপর নাম–
ক. অনন্বয়ী অব্যয় খ. পদাশ্রিত অব্যয়
গ. পদান্বয়ী অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তর: খ. পদাশ্রিত অব্যয়
২. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়—
ক. A-কে খ. An-কে
গ. The-কে ঘ. A, An ও The-কে
উত্তর: গ. The-কে
৩. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
ক. ক্রিয়া খ. বাক্য
গ. বচন ঘ. অর্থ
উত্তর: গ. বচন
৪. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?
ক. সংখ্যা খ. পদাশ্রিত নির্দেশক
গ. লিঙ্গ ঘ. উপসর্গ
উত্তর: খ. পদাশ্রিত নির্দেশক
৫. ‘ন্যাকামিটা এখন রাখো‘- বাক্যে ‘ন্যাকামি‘ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. নিরর্থকতা খ. সার্থকতা
গ. দ্ব্যর্থকতা ঘ. ভিন্নার্থকতা
উত্তর: ক. নিরর্থকতা
৬. বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?
ক. গোটা খ. খানা
গ. খানি ঘ. টা
উত্তর: ক. গোটা
৭. ‘এক যে ছিল রাজা’- এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অনির্দিষ্টতা খ. নির্দিষ্ট
গ. নিরর্থকভাবে ঘ. বাহুল্য অর্থে
উত্তর: ক. অনির্দিষ্টতা
৮. নিচের কোন বচনবাচক শব্দগুলো নির্দেশক– অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য?
ক. গোটা, খানা, খানি খ. কেতা, পাটি
গ. টা, টি ঘ. টুকু, টুকুন
উত্তর: ক. গোটা, খানা, খানি
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৯. টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশকে কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. সুনির্দিষ্ট খ. নির্দিষ্টতা
গ. অনির্দিষ্ট ঘ. নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা
উত্তর: ঘ. নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা
১০. সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি–এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক. নিরর্থক ভাব খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা
উত্তর: ক. নিরর্থক ভাব
১১. ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক. উৎকৃষ্ট খ. সুনির্দিষ্ট
গ. নিকৃষ্ট ঘ. অস্পষ্ট
উত্তর: খ. সুনির্দিষ্ট
১২. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি‘- এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. নির্দিষ্ট অর্থে খ. অনির্দিষ্ট অর্থে
গ. নিরর্থক ঘ.বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
উত্তর: ঘ.বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
১৩. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?
ক. এক খ. গোটা
গ. টা ঘ. টুকু
উত্তর: গ. টা
১৪. ‘পোয়াটাক দুধ দাও‘- এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা ঘ. অতিনির্দিষ্টতা
উত্তর: খ. অনির্দিষ্টতা
১৫. কবিতায় নির্দিষ্টার্থে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
ক. গোটা খ. পাটি
উত্তর: ঘ. খানি
১৬. ‘এক‘ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. নিরর্থকতা ঘ. বিশেষ অর্থ
উত্তর: খ. অনির্দিষ্টতা
১৭. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
ক. টুকু খ. টা
গ. গুলো ঘ. এক
উত্তর: ক. টুকু
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
১৮. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবচক শব্দের সাথে ব্যবহৃত হয়?
ক. পাঁচ খ. তিন
গ. দুই ঘ. চার
উত্তর: গ. দুই
১৯. নিরর্থকতাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার –
ক. জামাটি লাল খ. গানটি শুনেছি
গ. বিকালটা সুন্দর ঘ. পড়াটা ভালো লাগে না
উত্তর: গ. বিকালটা সুন্দর
২০. সেইটেই ছিল আমার প্রিয় কলম। বাক্যটিতে ‘টেই’ পদাশ্রিত নির্দেশক কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা ঘ. নিরর্থকতা
উত্তর:গ. সুনির্দিষ্টতা
২১. নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে?
ক. টো খ. খানা
গ. টাক ঘ. গোটা
উত্তর: ঘ. গোটা
২২. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?
ক. সেইটেই আমার প্রিয় কলম
খ. গোটা দেশই ছারখার হয়ে গেছে
গ. সবটুকু ওষুধই খেয়ে ফেলো
ঘ. ন্যাকামিটা এখন রাখ
উত্তর: ঘ. ন্যাকামিটা এখন রাখ
প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন
২৩. ‘ছুঁয়োনা ছুঁয়োনো ওটি লজ্জাবতী লতা‘- এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
গ. লজ্জাবতী ঘ. লতা
উত্তর: খ. ওটি
২৪. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে ?
ক. গোটা দুই কমলা আছে খ. দু’খানা কম্বল দরকার
গ. সবটুকু ওষুধই খেয়ে ফেলো ঘ. সেইটিই ছিল আমার প্রিয় কলম
উত্তর: ক. গোটা দুই কমলা আছে
২৫. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
ক. সংকীর্ণতা খ. সীমাবদ্ধতা
গ. অনির্দিষ্টতা ঘ. অবরুদ্ধতা
উত্তর: গ. অনির্দিষ্টতা
২৬. কবিতায় বিশেষ অর্থে ‘খানি‘ কী অর্থে ব্যবহৃত হয়?
ক. নির্দিষ্ট অর্থে খ. অনির্দিষ্ট অর্থে
গ. নিরর্থক ঘ. নির্দেশক অর্থে
উত্তর: ক. নির্দিষ্ট অর্থে
২৭. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
ক. শেষে খ. প্রথমে
গ. মাঝে ঘ. আদি ও অন্তে
উত্তর: ক. শেষে
২৮. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?
ক. কেতা, পাটি খ. গোটা, টা
গ. খানা, টুকু ঘ. গুলো, গুলি
উত্তর: ক. কেতা, পাটি
২৯. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহূত হয়?
ক. গোটা খ. খানি
গ. কেতা ঘ. গাছা
উত্তর: গ. কেতা
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
৩০. ইংরেজিতে যেটি Definete Article ‘The’ বাংলায় তাকে কী বলে?
ক. নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় খ. অনির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয়
গ. সংজ্ঞাবাচক অব্যয় ঘ. নির্দেশক সর্বনাম
উত্তর: ক. নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয়
এসএসসি বাংলা দ্বিতীয়পত্র -দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন
৩১. কোন পদাশ্রিত নির্দেশকটি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়?
ক. তা খ. টুকু
গ. গোটা ঘ. টা
উত্তর: ক. তা
৩২. ‘গোটা পাঁচেক পেয়ারা নিয়ে আসো।‘- বাক্যটিতে ‘গোটা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নির্দিষ্ট খ. অনির্দিষ্ট
গ. স্বল্পার্থে ঘ. ব্যাপকার্থে
উত্তর: খ. অনির্দিষ্ট
৩৩. দুখানা কম্বল দেন– এখানে ‘খানা’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. বিভক্তি খ. পদাশ্রিত নির্দেশক
গ. প্রত্যয় ঘ. অনুস্বর্গ
উত্তর: খ. পদাশ্রিত নির্দেশক
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৩৪. কোন বাক্যটিতে সুনির্দিষ্টতা বোঝায়?
ক. একখানা বই কিনে নিও খ. গোটাদুই কমলালেবু আছে
গ. গোটাসাতেক আম এনো ঘ. সেইটেই আমার প্রিয় কলম
উত্তর: ঘ. সেইটেই আমার প্রিয় কলম