এসএসসি বাংলা দ্বিতীয় পত্র
অধ্যায়- ৩ : বচন
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
* তথ্য কণিকা *
১. বচন ব্যাকরণের একটি – পারিভাষিক শব্দ।
২. ‘বচন’ অর্থ – সংখ্যার ধারণা।
৩. ব্যাকরণের বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে – বচন।
৪. বিশেষ্য ও সর্বনাম পদের – বচনভেদ রয়েছে।
৫. একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর – আকৃতিগত পার্থক্য দেখা যায়।
৬. সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই – তৎসম বা সংস্কৃত।
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৭. জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় বহুবচনবোধক শব্দ – পাল ও যূথ।
৮. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় – মালা ও রাজি।
৯. বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন – হাঁড়ি হাঁড়ি।
১০. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ – সকল/কুল; সব/সমূহ।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তৎসম খ. পারিভাষিক
গ. বিদেশি ঘ. অর্ধ-তৎসম
উত্তর: খ. পারিভাষিক
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
২. বচন অর্থ কী?
বা বচন অর্থ হলো –
ক. সংখ্যার ধারণা খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা
উত্তর: ক. সংখ্যার ধারণা
৩. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য এবং সর্বনাম পদ খ. বিশেষ এবং বিশেষণ পদ
গ. সর্বনাম এবং ক্রিয়াপদ ঘ. সর্বনাম এবং বিশেষণ পদ
উত্তর: ক. বিশেষ্য এবং সর্বনাম পদ
৪. ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ‘- এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
ক. বিশেষ্য ও বিশেষ্য খ. বিশেষণ ও বিশেষণ
গ. বিশেষ্য ও বিশেষণ ঘ. বিশেষণ ও ক্রিয়া
উত্তর: ক. বিশেষ্য ও বিশেষ্য
৫. ‘লাল লাল ফুল’– বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক. শূন্য খ. একবচন
গ. বহুবচন ঘ. ঈষৎ
উত্তর: গ. বহুবচন
৬. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক. কুল খ. মালা/রাজি
গ. সমাজ ঘ. মণ্ডল
উত্তর: খ. মালা/রাজি
৭. ‘সাহেব‘ শব্দের বহুবচন কোনটি?
ক. সাহেবান খ. সাহেবকুল
গ. সাহেবমণ্ডল ঘ. সাহেবসমূহ
উত্তর: ক. সাহেবান
৮. প্রাণিবাচক বহুবচন কোনটি?
ক. মেঘমালা খ. গল্পগুচ্ছ
গ. রচনাবলি ঘ. শিক্ষকবৃন্দ
উত্তর: ঘ. শিক্ষকবৃন্দ
৯. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
ক. উচ্চারণগত খ. অর্থগত
গ. অবস্থানগত ঘ. আকৃতিগত
উত্তর: ঘ. আকৃতিগত
১০. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম খ. বিশেষণ ও সর্বনাম
গ. বিশেষ্য ও বিশেষণ ঘ. সর্বনাম ও অব্যয়
উত্তর: ক. বিশেষ্য ও সর্বনাম
১১. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক. কুল, সমূহ, বৃন্দ খ. বর্গ, বৃন্দ, মালা
গ. কুল, নিচয়, সকল ঘ. আবলি, পুঞ্জ, রাশি
উত্তর: ঘ. আবলি, পুঞ্জ, রাশি
প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন
১২. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. কুল খ. দাম
গ. গুচ্ছ ঘ. বৃন্দ/মণ্ডলী
উত্তর: ঘ. বৃন্দ/মণ্ডলী
১৩. ‘কমল‘ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. নিয়ে খ. দাম
গ. নিকর ঘ. রাজি
উত্তর: গ. নিকর
১৪. কবিতা শব্দের বহুবচন–
ক. কবিতাগুচ্ছ খ. কবিতামালা
গ. কবিতারাজি ঘ. কবিতাসমূহ
উত্তর: ক. কবিতাগুচ্ছ
১৫. ‘পাল ও যুথ‘ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
ক. উন্নত প্রাণীর বহুবচনে খ. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
গ. ইতর প্রাণীর বহুবচনে ঘ. জন্তুর বহুবচনে
উত্তর: ঘ. জন্তুর বহুবচনে
১৬. কেবল জন্তুর বহুবচনে কোনটি ব্যবহৃত হয়?
গ. দাম ঘ. পুঞ্জ
উত্তর: খ. যূথ
১৭. ‘খানা‘ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক. আগে খ. পরে
গ. মাঝে ঘ. আগে ও মাঝে
উত্তর: খ. পরে
১৮. ‘পর্বত’ শব্দের বহুবচনটি–
ক. পবর্তগুচ্ছ খ. পর্বতমালা
গ. পর্বতপুঞ্জ ঘ. পর্বতসমূহ
উত্তর: খ. পর্বতমালা
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
১৯. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক. রাশি খ. এবং
উত্তর: ঘ. গুলো
২০. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক. আবলি খ. সকল/কুল
গ. গুচ্ছ ঘ. বৃন্দ
উত্তর: খ. সকল/কুল
২১. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?
ক গণ, বর্গ খ. বৃন্দ, মণ্ডলী
গ. কুল, সমূহ ঘ. রা, এরা
উত্তর: গ. কুল, সমূহ
২২. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক. আবলি খ. সকল
গ. গুচ্ছ ঘ. বৃন্দ
উত্তর: খ. সকল
২৩. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
বা কেবলমাত্র ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক. পাল ও পুঞ্জ খ. যূথ ও মালা
গ. পাল ও যূথ ঘ. নিকর ও রাজি
উত্তর: পাল ও যূথ
এসএসসি বাংলা দ্বিতীয়পত্র -দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন
২৪. কোনটি একবচনের উদাহরণ?
ক. মানুষ মরণশীল খ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
গ. লোকে বলে ঘ. বনে বাঘ থাকে
উত্তর: খ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
২৫. কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে?
ক. টি খ. গুলি
গ. রা ঘ. পাল
উত্তর: ক. টি
২৬. সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি খ. প্রাকৃত
গ. সংস্কৃত ঘ. খাটি বাংলা
উত্তর: গ. সংস্কৃত
২৭. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?
ক. জনগণ খ. হস্তিদাম
গ. ডাকাতবৃন্দ ঘ. কুসুমাবলি
উত্তর: ক. জনগণ
২৮. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
ক. বৃন্দ, মণ্ডলী, বর্গ খ.কুল, সকল, সব
গ. মালা, রাজি, নিকর ঘ. গুলা, রা, অজস্র
উত্তর: ক. বৃন্দ, মণ্ডলী, বর্গ
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
২৯. নিচের কোন শব্দটির সাথে ‘মণ্ডলী’ ব্যবহৃত হয়?
ক. পাখি খ. বৃক্ষ
গ. শিক্ষক ঘ. পর্বত
উত্তর: গ. শিক্ষক
৩০. কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বর্গ খ. কুল
গ. রাজি ঘ. সকল
উত্তর: ক. বর্গ
৩১. ‘সিংহ বনে থাকে।’ এই বাক্য দ্বারা কোনটি বোঝায়?
ক. একবচন খ. একবচন ও বহুবচন
গ. বহুবচন ঘ. সামান্য
উত্তর: খ. একবচন ও বহুবচন
৩২. কোন বহুবচনবোধক শব্দগুলো প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়?
ক. মণ্ডলী, বর্গ খ. গণ, বৃন্দ
গ. নিচয়, মালা ঘ. কুল, সব
উত্তর: ঘ. কুল, সব
৩৩. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ খ. কুল
গ. বর্গ ঘ. দাম
উত্তর: ঘ. দাম
৩৪. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
ক. নিকর খ. মালা
গ. দাম ঘ. রাজি
উত্তর: গ. দাম
৩৫. অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবাচক শব্দ কোনগুলো?
ক. দাম, নিকর, রাশি খ. কুল, সকল, সব
গ. গণ, বৃন্দ, বর্গ ঘ. গুলি, গলা, গুলো
উত্তর: ক. দাম, নিকর, রাশি
৩৬. `কুসুম‘-শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. নিকর খ. নিচয়
গ. মালা ঘ. রাজি
উত্তর: খ. নিচয়
৩৭. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
ক. অজস্র লোক গ. লাল লাল ফুল
গ. দেখে দেখে যেও ঘ. বাগানে ফুল ফুটেছে
উত্তর: গ. লাল লাল ফুল
৩৮. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক. বহুবচন খ. একবচন
গ. সন্ধি ঘ. লিঙ্গ
উত্তর: ক. বহুবচন
৩৯. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক. বড় বড় মাঠ খ. এটাই করিমদের বাড়ি
গ. সিংহ বনে থাকে ঘ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
উত্তর: খ. এটাই করিমদের বাড়ি
৪০. বিশেষ নিয়মেবহুবচন সাধিত হয়েছে কোনটিতে?
ক. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
খ. লাল লাল ফুল
গ. বড় বড় মাঠ
ঘ. অজস্র লোক
উত্তর: ক. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
৪১. বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন‘ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে?
ক. পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
খ. ঘরে বহু মেহমান এসেছে
গ. সকলে সব জানে না
ঘ. মানুষেরা মরণশীল
উত্তর: গ. সকলে সব জানে না
৪২. কোনটি সঠিক বহুবচন?
ক. হস্তিযূথ খ. মন্ত্রীসকল
গ. তারকাবৃন্দ ঘ. কবিতারাজি
উত্তর: ক. হস্তিযূথ
৪৩. অপ্রাণিবাচক বিশেষ্য বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক পাল, যূথ খ. সকল, সমূহ
গ. গণ, বৃন্দ ঘ. রাশি, রাজি
উত্তর: ঘ. রাশি, রাজি
৪৪. ‘এটাই করিমদের বাড়ি’- এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক. দ্বিত্ব প্রয়োগে খ. প্রত্যয়যোগে
গ. বিশেষ নিয়মে ঘ. পদযাগে
উত্তর: গ. বিশেষ নিয়মে
৪৫. ‘পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে।’ বাক্যটিতে কোন বচনের ব্যবহার হয়েছে?
ক. এক বচনের খ. বহুবচন
গ. উভয় ঘ. কোনটিই নয়
উত্তর: খ. বহুবচন
৪৬. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দ?
ক. মনুষ্যযূথ খ. পক্ষীবৃন্দ
গ. জলরাজি ঘ. মাতৃকুল
উত্তর: ঘ. মাতৃকুল
৪৭. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত শব্দ কোনটি?
ক. সমূহ খ. মালা
গ. বৃন্দ ঘ. রাশি
উত্তর: ক. সমূহ
৪৮. বহুবচনের ক্ষেত্রে কোনটি ভুল?
ক. কুসুমনিচয় খ. মেঘপুঞ্জ
গ. মেঘকুঞ্জ ঘ. কবিতাগুচ্ছ
উত্তর: গ. মেঘকুঞ্জ
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৪৯. কেবল বিশেষ অর্থপ্রকাশে কোন বিশেষ্যের বহুবচন হয়?
ক. বস্তুবাচক খ. ভাববাচক
গ. গুণবাচক ঘ. সংজ্ঞাবাচক
উত্তর: ঘ. সংজ্ঞাবাচক
৫০. চলতি রীতিতে খাটি বাংলা শব্দের বহুবচনে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. গুচ্ছ খ. পুঞ্জ
গ. মালা ঘ. গুলো
উত্তর: ঘ. গুলো
৫১. ‘রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না’– এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক. বিভক্তি যোগে খ. বিশেষ নিয়মে
গ. দ্বিত প্রয়োগে ঘ. প্রত্যয় যোগে
উত্তর: খ. বিশেষ নিয়মে
৫২. ‘সকল মানুষেরাই মরণশীল’- বাক্যটি ভুল হওয়ার কারণ কী?
ক. আসত্তি নেই বলে
খ. দুইবার বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয়েছে বলে
গ. আকাঙ্ক্ষা নেই বলে
ঘ. যোগ্যতা নেই বলে
উত্তর: খ. দুইবার বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয়েছে বলে
৫৩. বুজুর্গ – শব্দটিকে বহুবচন করতে কোন প্রত্যয় যোগ করতে হবে?
ক. মণ্ডলী খ. বর্গ
গ. আন ঘ. সকল
উত্তর: গ. আন