এসএসসি বাংলা দ্বিতীয় পত্র
অধ্যায়-৩ : সংখ্যাবাচক শব্দ
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
* তথ্য কণিকা *
১. সংখ্যা মানে- গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা।
২. সংখ্যা গণনার মূল একক – এক।
৩. সংখ্যাবাচক শব্দ – চার প্রকার।
৪. একাধিকবার একই একক গুণলে যে সমষ্টি পাওয়া যায় তাই- পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
৫. এক থেকে একশ পর্যন্ত গণনার পদ্ধতিকে বলে- দশ গুণোত্তর পদ্ধতি।
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
৬. এক এককের চারভাগের এক ভাগকে বলে— চৌথা, সিকি, বা পোয়া।
৭. ‘তেরো’ এর পূরণবাচক শব্দ – ত্রয়োদশ।
৮. “দোসরা’ কোন ধরনের শব্দ – তারিখ বাচক।
৯, ‘দ্বাদশ’ শব্দটি – ক্রমবাচক শব্দ।
১০. আট ভাগের এক ভাগকে বলা হয় – এক অষ্টমাংশ।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে
উত্তর: ঘ. গণনায়
২. সংখ্যা গণনার মূল একক কী?
ক. দশ খ. এক
গ. এক এবং শূন্য ঘ. এক থেকে নয় পর্যন্ত
উত্তর: খ. এক
৩. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
উত্তর: ক. চার প্রকার
৪. অঙ্কবাচক সংখ্যা কোনটি?
ক. ৯ খ. ষষ্ঠ
গ. সপ্তম ঘ. আটই
উত্তর: ক. ৯
৫. ‘চৌঠা‘ কোন ধরনের শব্দ?
ক. পরিমাণ বাচক খ. অঙ্ক বাচক
গ. তারিখ বাচক ঘ. পূরণ বাচক
উত্তর: গ. তারিখ বাচক
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৬. কোনটি গণনাবাচক শব্দ?
ক. ১২ খ. দ্বাদশ
গ. বারো ঘ. বারোই
উত্তর: গ. বারো
৭. পূর্ণ সংখ্যার ন্যুনতাবাচক সংখ্যা শব্দ কোনটি?
ক. তিন খ. তেহাই
গ. দোসরা ঘ. তেরই
উত্তর: খ. তেহাই
৮. গণনার ফলাফল যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কী বলে?
ক. গণনাবাচক শব্দ খ. পরিমাণবাচক শব্দ
গ. অঙ্কবাচক শব্দ ঘ. তারিখ বাচক শব্দ
উত্তর: খ. পরিমাণবাচক শব্দ
৯. সপ্তাহ কোন ধরনের শব্দ?
ক. অঙ্কবাচক খ. তারিখবাচক
গ. পরিমাণবাচক ঘ. পূরণবাচক
উত্তর: গ. পরিমাণবাচক
১০. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধযুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক. দেড় খ. আড়াই
গ. সাড়ে ঘ. সপাদ
উত্তর: গ. সাড়ে
১১. নিচের কোনটি ন্যুনতাজ্ঞাপক সংখ্যাবাচক শব্দ?
ক. তেহাই খ. সওয়া
গ. দেড় ঘ. আড়াই
উত্তর: ক. তেহাই
১২. এক এককের (৩/৪) কে পরবর্তী সংখ্যার কী বলা হয়?
ক. পোয়া খ. পৌনে
গ. সিকি ঘ. সাড়ে
উত্তর: খ. পৌনে
১৩. এক এককের চার ভাগের একভাগকে বলা হয়–
ক. চৌথা খ. তেহাই
গ. আধা ঘ. পৌনে
উত্তর: ক. চৌথা
১৪. কোনটি পূরণবাচক শব্দ?
ক. কুঁড়ি খ. দোসরা
গ. নবম ঘ. ২০
উত্তর: গ. নবম
১৫. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’- এ বাক্যে ‘দ্বিতীয়’ কোন ধরনের সংখ্যা?
গ. গণনাবাচক ঘ. অঙ্কবাচক
উত্তর: ক. ক্রমবাচক
১৬. ‘তেরো’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. তেরতম খ. ১৩
গ. ত্রয়োদশ ঘ. তেরই
উত্তর: গ. ত্রয়োদশ
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
১৭. ‘চৌদ্দ’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. চৌদ্দ খ. ১৪
গ. চতুর্দশ ঘ. চৌদ্দই
উত্তর: গ. চতুর্দশ
১৮. ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কোনটি?
ক. তিন খ. দ্বাদশ
গ. পনেরই ঘ. দোসরা
উত্তর: খ. দ্বাদশ
১৯. ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক. দ্বাদশ খ. পনেরোই
গ. উনিশ ঘ. ১৮
উত্তর: ক. দ্বাদশ
২০. ‘উনবিংশ‘ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
ক. অঙ্গ খ. গণনা
উত্তর: ঘ. পূরণ
২১. একবিংশ কোন জাতীয় শব্দ?
ক. সংখ্যাবাচক খ. গণনাবাচক
গ. পূরণবাচক ঘ. তারিখবাচক
উত্তর: গ. পূরণবাচক
২২. ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি?
ক. ১৬ খ. ষষ্টিতম
গ.ষোলোই ঘ. ষোড়শ
উত্তর: ঘ. ষোড়শ
২৩. নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা?
ক. পহেলা খ. আট
গ. পনেরই ঘ. অষ্টম
উত্তর: ঘ. অষ্টম
২৪. ‘দোসরা’ তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
বা ‘দোসরা তারিখবাচক সংখ্যাটি কোন নিয়মে সাধিত হয়েছে?
ক. হিন্দি খ. বাংলা
গ. উর্দু ঘ. ফারসি
উত্তর: ক. হিন্দি
২৫. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়?
ক. সংস্কৃত খ. ফারসি
গ. হিন্দি ঘ. ইংরেজি
উত্তর: গ. হিন্দি
২৬. হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?
ক. দশই খ. একুশে
গ. তেইশে ঘ. তেসরা
উত্তর: ঘ. তেসরা
২৭. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
ক. চৌঠা খ. দশই
গ. একুশে ঘ. তেইশে
উত্তর: ক. চৌঠা
২৮. তারিখবাচক সংখ্যা কোনটি?
ক. ১৫ খ. পঞ্চদশ
গ. পঞ্চম ঘ. দোসরা
উত্তর: ঘ. দোসরা
প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন
২৯. নিচের কোনটি তারিখ বাচক শব্দ?
ক. চার খ. দ্বাদশ
গ. চৌদ্দ ঘ. একুশে
উত্তর: ঘ. একুশে
৩০. ‘একুশে ফেব্রুয়ারি‘- এখানে তারিখবাচক শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে?
ক. বাংলার খ. হিন্দির
গ. সংস্কৃতের ঘ. আরবির
উত্তর: ঘ. একুশে
৩১. এক থেকে একশ পর্যন্ত গণনার পদ্ধতিকে কী বলে?
ক. গুণোত্তর পদ্ধতি খ. দশ গুণোত্তর পদ্ধতি
গ. গনণা বাচক সংখ্যা ঘ. পূর্ণসংখ্যার গুণবাচক
উত্তর: খ. দশ গুণোত্তর পদ্ধতি
৩২. ‘তের’-এর গণনাবাচক শব্দ কোনটি?
ক. ১৩ খ. এয়োদশ
গ. তেরই ঘ. তের
উত্তর: তের
৩৩. ক্রমবাচক শব্দ কোন্টি?
গ. কুড়ি ঘ. ছউই
উত্তর: খ. চতুর্দশ
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৩৪. ‘সপ্তাহ‘- কোন ধরনের শব্দ?
ক. অঙ্কবাচক খ. তারিখবাচক
উত্তর: ঘ. পরিমাণবাচক
৩৫. একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. পূরণবাচক সংখ্যা খ. অঙ্কবাচক সংখ্যা
গ. ক্রমবাচক সংখ্যা ঘ. পরিমাণবাচক সংখ্যা
উত্তর: ঘ. পরিমাণবাচক সংখ্যা
৩৬. ‘ক্রমবাচক’ শব্দের আরেক নাম কী?
ক. অঙ্কবাচক খ. পরিমাণবাচক
গ. গণনাবাচক ঘ. পূরণবাচক
উত্তর: ঘ. পূরণবাচক