বাংলা দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
দ্বিতীয় অধ্যায়
পাঠ – ধ্বনির পরিবর্তন
তথ্য কণিকা
১. ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত – ভাষার পরিবর্তন।
২. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে – অন্তর্হতি।
৩. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে বলে – অপিনিহিতি।
৪. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে – অসমীকরণ।
৫. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে – স্বরসংগতি।
৬. প্রগত স্বরসঙ্গতির উদাহরণ – তুলা > তুলো, মুলা > মুলো।
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
৭. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনিরলোপকে বলে – সম্প্রকর্ষ।
৮. ব্যঞ্জনচুতির অপর নাম – ধ্বনিচ্যুতি।
৯. সমবর্ণের একটির পরিবর্তনকে বলে – বিষমীভবন।
১০. মধ্য স্বরাগম এর অপর নাম— বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. Prothesiss অর্থ কী?
ক. মধ্য স্বরাগম খ. আদি স্বরাগম
গ. অন্ত স্বরাগম ঘ. অপিনিহিতি
উত্তর: খ. আদি স্বরাগম
২. ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত কোনটি?
ক. শব্দের পরিবর্তন খ. অর্থের পরিবর্তন
গ. ধ্বনির পরিবর্তন ঘ. ভাষার পরিবর্তন
উত্তর: ঘ. ভাষার পরিবর্তন
৩. স্বরভক্তির অপর নাম কী?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অন্ত্যস্বরাগম ঘ. অপিনিহিতি
উত্তর: ক. বিপ্রকর্ষ
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৪. কোনটি মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
ক. স্বপ্ন< স্বপন খ. সত্য>সইত্য
গ. বিলাত>বিলিতি ঘ. ধপধপ>ধপাধপ
উত্তর: ক. স্বপ্ন< স্বপন
৫. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্যের উদাহরণ?
ক. রত্ন > রতন ; ভ্রু> ভুরু খ. সত্য > সইত্য
গ. বিলাত > বিলিতি ঘ. ধপধপ> ধপাধপ
উত্তর: ক. রত্ন > রতন ; ভ্রু> ভুরু
৬. মধ্য স্বরাগম–এর অপর নাম কী?
ক. অসমীকরণ খ. বিষমীভবন
গ. বিপ্রকর্ষ ঘ. সমীভবন
উত্তর: গ. বিপ্রকর্ষ
৭. কোনটি স্বরভক্তির উদাহরণ?
ক. পিরীতি খ. বিলিতি
গ. বসতি ঘ. উড়নি
উত্তর: ক. পিরীতি
৮. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
ক. আদি স্বরাগম খ. স্বরলোপ
গ. মধ্য স্বরাগম ঘ. অন্ত্যস্বরাগম
উত্তর: ক. আদি স্বরাগম
৯. পরের ই–কার ও উ–কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. ধ্বনি বিপর্যয়
গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি
উত্তর: ঘ. অপিনিহিতি
১০. আজি > আইজ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক. অপিনিহিতি খ. মধ্য স্বরাগম
গ. স্বরসংগতি ঘ. অন্ত্যস্বরাগম
উত্তর: ক. অপিনিহিতি
১১. সত্য > সইত্য কীসের উদাহরণ?
ক. আদি স্বরাগম খ. মধ্য স্বরাগম
গ. অপিনিহিতি ঘ. অভিশ্রুতি
উত্তর: গ. অপিনিহিতি
১২. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয়-
ক. অপিনিহিতি খ. অসমীকরণ
গ. স্বরসঙ্গতি ঘ. অন্ত্যস্বরাগম
উত্তর: ঘ. অন্ত্যস্বরাগম
১৩. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
ক. টপাটপ খ. বিলিতি
উত্তর: ঘ. রাইখ্যা
১৪. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে?
ক. পরাগত খ. সম্প্রকর্ষ
গ. স্বরসংগতি ঘ. অসমীকরণ
উত্তর: ঘ. অসমীকরণ
১৫. ঝম + ঝম > ঝমাঝম—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অপিনিহিতি খ. অসমীকরণ
গ. বিষমীভবন ঘ. সমীভবন
উত্তর: খ. অসমীকরণ
১৬. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ খ. সমীকরণ
উত্তর: ঘ. স্বরসংগতি
১৭. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?
ক. আদি স্বরসংগতি খ. পরাগত স্বরসংগতি
গ. প্রগত স্বরসংগতি ঘ. মধ্য স্বরসংগতি
উত্তর: গ. প্রগত স্বরসংগতি
১৮. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?
ক. বিলিতি খ. মুড়ো
গ. শিকে ঘ. মুজো
উত্তর: ঘ. মুজো
১৯. দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ
উত্তর: ঘ. সম্প্রকর্ষ
২০. জানালা > জান্লা— এটি কীসের উদাহরণ?
ক. সমীভবন খ. অসমীকরণ
গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ
উত্তর: ঘ. সম্প্রকর্ষ
২১. ‘ধ্বনি বিপর্যয়‘-এর উদাহরণ কোনটি?
ক. মুড়া > মুড়ে খ. বাক্স > বাস্ক
গ. মোজা > মুজো ঘ. দেশি> দিশী
উত্তর: খ. বাক্স > বাস্ক
২২. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলা হয়?
ক. ধ্বনি বিপর্যয় খ. সমীভবন
গ. বিষমীভবন ঘ. অভিশ্রুতি
উত্তর: ক. ধ্বনি বিপর্যয়
২৩. নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ?
ক. পিশাচ > পিচাশ খ. সত্য > সইত্য
গ. দেশি > দিশি ঘ. শুনিয়া > শুনে
উত্তর: ঘ. শুনিয়া > শুনে
২৪. পিশাচ>পিচাশ – ধ্বনি পরিবর্তনে কীসের উদাহরণ?
ক. ধ্বনি বিপর্যয় খ. সমীভবন
গ. অপিনিহিতি ঘ. ব্যঞ্জন বিকৃতি
উত্তর: ক. ধ্বনি বিপর্যয়
২৫. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. আজি > আইজ খ. পিশাচ > পিচাশ
গ. পাকা > পাক্কা ঘ. স্কুল > ইস্কুল
উত্তর: খ. পিশাচ > পিচাশ
২৬. রিকসা>রিসকা– কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি খ. ধ্বনি বিপর্যয়
গ. বিষমীভবন ঘ. বিপ্রকর্ষ
উত্তর: খ. ধ্বনি বিপর্যয়
২৭. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প–বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
ক. সমীভবন খ. অসমীকরণ
গ. মধ্যস্বর লোপ ঘ. পরাগত সমীভবন
উত্তর: ক. সমীভবন
২৮. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক. লাল > নাল খ. শুনিয়া > শুনে
গ. লাফ > ফাল ঘ. অলাবু > লাউ
উত্তর: গ. লাফ > ফাল
২৯. ‘বউদিদি > বউদি’ কিসের উদাহরণ?
ক. সমীভবন খ. ব্যঞ্জনচ্যুতি
গ. অন্তর্হতি ঘ. অভিশ্রুতি
উত্তর: খ. ব্যঞ্জনচ্যুতি
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৩০. সুবর্ণ>স্বর্ণ কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে?
ক. আদিস্বরলোপ খ. মধ্যস্বরলোপ
গ. অন্ত্যস্বরলোপ ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. মধ্যস্বরলোপ
৩১. নিচের কোনটি অভিশ্রুতি?
ক. হাটুয়া > হাউটা খ. দেখিয়া > দেইখা
গ. মেজদিদি > মেজদি ঘ. ধাইমা > দাইমা
উত্তর: ক. হাটুয়া > হাউটা
৩২. অভিশ্রুতির কারণে পরিবর্তিত উচ্চারিত শব্দ কোনটি?
ক. ফাগুন খ. মেছো
গ. জন্ম ঘ. কপাট
উত্তর: ঘ. কপাট
৩৩. অপিনিহিতির চলিত রূপকে কী বলে?
ক. স্বরসঙ্গতি খ. অন্তর্ভুতি
গ. অভিশ্রুতি ঘ. ব্যঞ্জনচ্যুতি
উত্তর: গ. অভিশ্রুতি
৩৪. শরীর > শরীল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. বিষমীভবন খ. ধ্বনি বিপর্যয়
গ. সমীভবন ঘ. অপিনিহিতি
উত্তর: ক. বিষমীভবন
প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন
৩৫. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
ক. ফলার খ. তত্ত্ব
গ. কপাট ঘ. আলাদা
উত্তর: গ. কপাট
৩৬. করিয়া > কইরা > করে কীসের উদাহরণ?
ক. সম্প্রকর্ষ খ. অপিনিহিতি
গ. অন্তৰ্হতি ঘ. অভিশ্রুতি
উত্তর: ঘ. অভিশ্রুতি
৩৭. কোনটি বিষমীভবনের উদাহরণ?
ক. জন্ম > জন্ম খ. লাল > নাল
গ. সত্য > সচ্চ ঘ. লাফ > ফাল
উত্তর: খ. লাল > নাল
৩৮. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধনির পরিবর্তন ঘটে এমন উদাহরণ কোনটি?
ক. আশা > আশা খ. চক্র > চকক
গ. জানালা > জানলা ঘ. বিলাতি > বিলিতি
উত্তর: খ. চক্র > চকক
৩৯. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন খ. ব্যঞ্জন বিকৃতি
গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. বিষমীভবন
উত্তর: ঘ. বিষমীভবন
৪০. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে এর উদাহরণ কোনটি?
ক. লাল >নাল খ. লগ্ন > লগন্
গ. করলাম > কল্লাম ঘ. পিশাচ > পিচাশ
উত্তর: ক. লাল >নাল
৪১. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
গ. ধোপা ঘ. শরীল
উত্তর: গ. ধোপা
৪২. অন্ত্যস্বরাগম এর উদাহরণ কোনটি?
ক. সত্য > সত্যি খ. দেশি > দিশি
গ. সত্য > সইত্য ঘ. সত্য > সচ্চ
উত্তর: ক. সত্য > সত্যি
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৪৩. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
ক. ফলার খ. তক্ব
গ. কপাট ঘ. আলাদা
উত্তর: গ. কপাট
আরও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর PDF পেতে এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেল
নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং টিউটরিয়াল গুলি ধারা বাহিক ভাবে দেখতে থাকুন। এছাড়াও learn.ntbangla.com ভিডিও টিউটরিয়ালে লগইন করে ভিডিও কোর্সসমুহ সম্পন্ন করুন।