এসএসসি – বাংলা দ্বিতীয় – বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অধ্যায়-১: ভাষা ও ব্যাকরণ
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র-প্রথম অধ্যায়-ভাষা ও ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
তথ্য কণিকা
১. ভাষার মূল উপাদান – ধ্বনি।
২. মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম – ভাষা।
৩. বাগযন্ত্রের বোধগম্য ধ্বনিসমষ্টিকে বলে – কণ্ঠধ্বনি।
৪. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – সাড়ে তিন হাজারের ওপরে।
৫. বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা – ত্রিশকোটির ওপর।
৬. পৃথিবীর সব ভাষারই আছে – উপভাষা।
৭. উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই – আদর্শ চলিত ভাষা।
৮. বাংলা ভাষায় রূপ – দুটি।
৯. সাধু ভাষাকে বলে – সর্বজনস্বীকৃত লেখ্যরূপ।
১০. ভাষার লৈখিক রীতি – সাধু ও চলিত।
১১. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – বিশেষভাবে বিশ্লেষণ।
১২. প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় – চারটি।
১৩. প্রত্যেক ভাষার মৌলিক অংশ – ৪টি।
১৪. ণত্ব ও ষত্ব বিধান আলোচিত হয় ব্যাকরণের – ধ্বনিতত্ত্বে।
১৫. এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে তৈরি হয় – শব্দ।
১৬. কারক, সমাস, বচন, লিঙ্গ আলোচিত হয় ব্যাকরণের – রূপতত্ত্বে।
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
১৭. বিভক্তিহীন নাম শব্দকে বলে – প্রাতিপাদিক।
১৮. অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যেতকতা রয়েছে – উপসর্গের।
১৯. মৌলিক শব্দ ব্যতীত অন্যসব শব্দ- সাধিত শব্দ।
২০. বাক্যতত্ত্বের অপর নাম – পদক্রম।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম ঘ. ধ্বনির সমষ্টি
উত্তর: গ. ভাব প্রকাশের মাধ্যম
২. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ভাষা খ. অঙ্গভঙ্গি
গ. ইঙ্গিত ঘ. আচরণ
উত্তর: ক. ভাষা
৩. মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
ক. কলমের সাহায্যে খ. ঠোঁটের সাহায্যে
গ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ঘ. বাগযন্ত্রের সাহায্যে
উত্তর: ঘ. বাগযন্ত্রের সাহায্যে
৪. মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ঘ. ভাষা
উত্তর: ঘ. ভাষা
এসএসসি বাংলা সকল অধ্যায় নোট পেতে এখানে ক্লিক করুন
৫. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম–শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বর্ণ ঘ. ভাষা
উত্তর: ঘ. ভাষা
৬. নির্দিষ্ট পরিবেশে মানুষের বন্ধু ও ভাবের প্রতীক কোনটি?
ক. শব্দ খ. বাক্য
গ.পদ ঘ. অক্ষর
উত্তর: ক. শব্দ
৭. ভাষার মূল উপাদান কী?
ক. ধ্বনি খ. বাক্য
গ. শব্দ ঘ. বর্ণ
উত্তর: ক. ধ্বনি
৮. কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
ক. কাল ও দেশভেদে খ. পরিবেশ ও অঞ্চলভেদে
গ. দেশ, কাল ও পরিবেশভেদে ঘ. কাল ও স্থানভেদে
উত্ত:গ. দেশ, কাল ও পরিবেশভেদে
৯. বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা?
ক. প্রায় বিশ খ.প্রায় পঁচিশ
গ. প্রায় ত্রিশ ঘ. প্রায় পঞ্চাশ
উত্তর: গ. প্রায় ত্রিশ
১০. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজারের ওপর খ. পাঁচ হাজারের ওপর
গ. সাড়ে তিন হাজারের ওপর ঘ. সাড়ে সাত হাজারের ওপর
উত্তর: গ. সাড়ে তিন হাজারের ওপর
১১. ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
গ. অষ্টম ঘ. নবম
উত্তর: খ. চতুর্থ
১২. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহৎ মাতৃভাষার মধ্যে বাংলা ভাষার স্থান হলো–
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
উত্তর: খ. চতুর্থ
১৩. বাংলা ভাষার মূল উৎস কী?
ক. হিন্দি ভাষা খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ.অনার্য ভাষা
উত্তর: খ. বৈদিক ভাষা
১৪. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি
উত্তর: ঘ. বঙ্গকামরূপী
১৫. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত খ. চর্যাপদ
গ. রামায়ণ ঘ. জঙ্গনামা
উত্তর: খ. চর্যাপদ
১৬. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
ক. আসাম খ. পশ্চিমবঙ্গ
গ. গুজরাট ঘ. উত্তর প্রদেশ
উত্তর: খ. পশ্চিমবঙ্গ
১৭. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী খ. সিকান্দারনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. বৈষ্ণব পদাবলী
উত্তর: গ. শ্রীকৃষ্ণকীর্তন
১৮. মধ্যযুগের বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায়?
ক. কাব্য-সাহিত্যে খ. পুঁথি-সাহিত্যে
গ. চিঠি-পত্রে ঘ. দলিল-দস্তাবেজে
উত্তর: ঘ. দলিল-দস্তাবেজে
১৯. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগ খ. অন্ধকার যুগ
গ. মধ্যযুগ ঘ. আধুনিক যুগ
উত্তর: ঘ. আধুনিক যুগ
২০. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলিত খ. সাধু
গ. আঞ্চলিক ঘ. প্রাকৃত
উত্তর: খ. সাধু
২১. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
ক. সাধু ভাষা খ. মিশ্র ভাষা
গ. আদর্শ চলিত ভাষা ঘ. আঞ্চলিক ভাষা
উত্তর: গ. আদর্শ চলিত ভাষা
২২. বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুইটি
২৩. ভাষার কয়টি রূপ দেখা যায়?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
২৪. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
উত্তর: খ. দুটি
২৫. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন বুপে রয়েছে।
ক. লেখ্য খ. কথ্য
গ. আঞ্চলিক ঘ. উপভাষা
উত্তর: ক. লেখ্য
২৬. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. গুরুচণ্ডালী
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
উত্তর: ক. গুরুগম্ভীর
২৭. সাধু ভাষারীতির বাক্য কোনটি?
ক. জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ
খ. গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
গ. ধান কাটা হলো সারা
ঘ. দেখে এলাম তারে
উত্তর: ক. জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ
২৮. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলতি খ. সাধু
গ. আঞ্চলিক ঘ. প্রাকৃত
উত্তর: খ. সাধু
২৯. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
উত্তর: গ. সাধু ভাষা
৩০. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাঁদ মিত্র ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: ঘ. প্রমথ চৌধুরী
৩১. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়
উত্তর: গ. কৃত্রিমতাবর্জিত
৩২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণে খ. ক্রিয়া ও সর্বনামে
গ. বিশেষ্য ও ক্রিয়ায় ঘ. বিশেষণ ও ক্রিয়ায়
উত্তর: খ. ক্রিয়া ও সর্বনামে
৩৩. কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য?
ক. তৎসম শব্দবহুল খ. বক্তৃতার অনুপযোগী
গ. তদ্ভব শব্দবহুল ঘ. গুরুগম্ভীর
উত্তর: গ. তদ্ভব শব্দবহুল
৩৪. আমার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. চলিত রীতি খ. কথ্য রীতি
গ. সাধু রীতি ঘ. আঞ্চলিক রীতি
উত্তর: গ. সাধু রীতি
৩৫. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?
ক. চলিত খ. সাধু
গ. মিশ্র ঘ. উপজাতীয়
উত্তর: ক. চলিত
৩৬. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয় নয়।
ক. উপন্যাসে খ. নাটকে
গ. গল্পে ঘ. কবিতায়
উত্তর: ক. উপন্যাসে
৩৭. ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক. এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই
গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে।
৩৮. চলিত রীতির শব্দ কোনটি?
ক তুলা খ. শুকনা
গ. তুলো ঘ. পড়িল
উত্তর: গ. তুলো
৩৯. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
গ. বন ঘ. বুন
উত্তর: খ. বুনো
৪০. চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. বন্য খ. শুকনো
গ. তুলা ঘ. শুষ্ক
উত্তর: খ. শুকনো
৪১. পুল পেরিয়ে সামনের একটা বাঁশ বাগান পড়ল। কোন রীতির বাক্য?
ক. চলিত রীতি খ. সাধুরীতি
গ. আঞ্চলিক কথ্যরীতি ঘ. প্রমিত রীতি
উত্তর: ক. চলিত রীতি
৪২. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
উত্তর: খ. উপভাষা
৪৩. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
বা, শব্দের উৎসমূলক শ্রেণিবিভাগ কয়টি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: গ. পাঁচটি
৪৪. তৎসম শব্দের ‘তৎ‘ কোনটি বোঝায়?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. প্রাকৃত ঘ. অসমীয়া
উত্তর: ক. সংস্কৃত
৪৫. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ ঘ. বিদেশি শব্দ
উত্তর: ক. তৎসম শব্দ
৪৬. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. চন্দ্র/ধর্ম খ. গিন্নী
গ. ডিঙ্গা ঘ. ঈমান
উত্তর: ক. চন্দ্র/ধর্ম
৪৭. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. চাঁদ খ. ভবন
গ. কুলা ঘ. চামার
উত্তর: খ. ভবন
৪৮. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
ক. তৎসম খ. তদ্ভব
গ. দেশি ঘ. বিদেশি
উত্তর: ক. তৎসম
৪৯. তৎসম শব্দ কোনগুলো?
ক. পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র খ. টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল
গ. আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক ঘ. সূর্য, চন্দ্র, সাপ, গিন্নী
উত্তর: গ. আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক
৫০. তৎসম শব্দ কোনটি?
ক. চাঁদ খ. নক্ষত্র
গ. ইমান ঘ. চামার
উত্তর: খ. নক্ষত্র
৫১. কোনটি বিদেশি শব্দ নয়?
ক. পত্র খ. দোয়াত
গ. কলেজ ঘ. আইন
উত্তর: ক. পত্র
৫২. সংস্কৃত ‘চর্মকার‘ শব্দটির তদ্ভব ‘চামার’-এর প্রাকৃত রূপ কোনটি?
ক. চম্মকার খ. চম্মকর
গ. চম্মআর ঘ. চম্মার
উত্তর: গ. চম্মআর
৫৩. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক. হাত খ. চামার
গ. ছেরাদ্দ ঘ. গৃহিণী
৫৪. কোনটি অর্ধ–তৎসম শব্দের উদাহরণ?
ক. কুচ্ছিত খ. ভবন
গ. মনুষ্য ঘ. বৈষ্ণব
উত্তর: ক. কুচ্ছিত
৫৫. ‘গিন্নী‘ কোন শ্রেণির শব্দ?
ক. খাঁটি বাংলা খ. দেশি
গ. বিদেশি ঘ. অর্ধ-তৎসম
উত্তর: ঘ. অর্ধ-তৎসম
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
৫৬. কোন শব্দগুলোকে খাটি বাংলা শব্দও বলা হয়?
ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ ঘ. অর্ধতৎসম শব্দ
উত্তর: খ. তদ্ভব শব্দ
৫৭. কোনটি তদ্ভব শব্দ?
ক. কুলা খ. চাবি
উত্তর: ঘ. চামার
৫৮. নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক. ভবন খ. চামার
গ. কুচ্ছিত ঘ. টোপর
উত্তর: খ. চামার
৫৯. তদ্ভব কোন ধরনের শব্দ ?
ক. আঞ্চলিক খ. হিন্দি
গ. পারিভাষিক ঘ. সংস্কৃত
উত্তর: গ. পারিভাষিক
৬০. নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ?
ক. চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র খ. আইন, আদালত, দারোগা, পুলিশ
গ. চোখ, নাক, কান, মাথা ঘ. লাল, নীল, সবুজ, খয়েরী
উত্তর: গ. চোখ, নাক, কান, মাথা
৬১. নিচের কোনটি খাটি বাংলা শব্দ?
ক. জ্যোছনা খ. চামার
গ. চাকু ঘ. টেকি
উত্তর: খ. চামার
৬২. ‘হাত’ শব্দটি কোন শ্রেণির?
ক. তদ্ভব খ. তৎসম
গ. দেশি ঘ. বিদেশি
উত্তর: ক. তদ্ভব
৬৩. খাটি বাংলা শব্দ কোনগুলো?
ক. চন্দ্র, ভবন খ. হস্ত, চর্মকার
গ. আলমারি, গির্জা ঘ. খেমটা, ঢেপসা
উত্তর: ঘ. খেমটা, ঢেপসা
৬৪. বাংলাদেশের আদিম অধিবাসদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান
বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে কী বলে?
ক. দেশি শব্দ খ. সংকর শব্দ
গ. মুণ্ডারী শব্দ ঘ. পারিভাষিক শব্দ
উত্তর: ক. দেশি শব্দ
৬৫. অনেক সময় কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না?
ক. দেশি খ. বিদেশি
গ. অর্ধ-তৎসম ঘ. তদ্ভব
উত্তর: ক. দেশি
৬৬. কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক. লুঙ্গি খ. খোকা
গ. সাবেক ঘ. সম্রাট
উত্তর: খ. খোকা
৬৭. কোনটি দেশি শব্দ?
ক. হরতাল খ. চাহিদা
গ. চাকর ঘ. কুলা
উত্তর: ঘ. কুলা
৬৮. কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক. লুঙ্গি খ. খোকা
গ. গঞ্জ ঘ. সম্রাট
উত্তর: গ. গঞ্জ
৬৯. ‘কুড়ি‘ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. মুণ্ডারী ভাষা খ. তামিল ভাষা
গ. কোল ভাষা ঘ. পর্তুগিজ ভাষা
৭০. কোনটি দেশি শব্দ?
ক. ঢেঁকি খ. কাগজ
গ. আনারস ঘ. উকিল
উত্তর: ক. ঢেঁকি
৭১. কোনটি তুর্কি শব্দ?
গ. দারোগা ঘ. খদ্দর
উত্তর: গ. দারোগা
৭২. লুঙ্গি কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. তুর্কি
গ. মায়ানমার ঘ. জাপানি
উত্তর: গ. মায়ানমার
৭৩. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
ক. চাকু খ. চুলা
গ. চিনি ঘ. চাকর
উত্তর: খ. চুলা
৭৪. তামিল ভাষার শব্দ কোনটি?
ক. পেট খ. কুলা
গ. চুলা ঘ. কুড়ি
উত্তর: ক. পেট
৭৫. নিচের কোনটি দেশি শব্দ?
ক. ডাব খ. নগদ
গ. মেথর ঘ. হাত
উত্তর: ক. ডাব
৭৬. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. আরবি
উত্তর: ঘ. আরবি
৭৭. কোনটি ধর্ম সংক্রান্ত ফারসি শব্দ?
ক. কুরআন খ. রোযা
গ. নালিশ ঘ. ঈদ
উত্তর: খ. রোযা
৭৮. তারিখ কোন ভাষার শব্দ?
ক. ফারসি খ. আরবি
গ. তুর্কি ঘ. পর্তুগিজ
উত্তর: ক. ফারসি
৭৯. ‘দফতর’- কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. ফারসি খ. ফরাসি
গ. আরবি ঘ. পর্তুগিজ
উত্তর: ক. ফারসি
৮০. পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. ফারসি খ. বাংলা
গ. সংস্কৃত ঘ. উর্দু
উত্তর: ক. ফারসি
৮১. ‘চশমা‘ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. ওলন্দাজ
উত্তর: খ. ফারসি
৮২. পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?
ক. হাসপাতাল খ. নভেল
গ. ফুটবল ঘ. স্কুল
উত্তর: ক. হাসপাতাল
৮৩. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. ওলন্দাজ
গ. গুজরাটি ঘ. তুর্কি
উত্তর: ক. পর্তুগিজ
৮৪. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
ক. পাউরুটি খ. চাহিদা, শিখ
গ. তুরুপ ঘ. কুপন, ডিপো
উত্তর: ক. পাউরুটি
৮৫. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
ক. ডিপো খ. খদ্দর
গ. বালতি ঘ. চিনি
উত্তর: গ. বালতি
৮৬. কোনটি ইউরোপীয় ভাষার শব্দ?
ক. কার্তুজ খ. নমুনা
গ. খারিজ ঘ. আমদানি
উত্তর: ক. কার্তুজ
৮৭. ফরাসি শব্দ কোনটি?
ক. হরতাল খ. পাদ্রি
গ. তোপ ঘ. কুপন
উত্তর: ঘ. কুপন
৮৮. হরতন, রুইতন‘ শব্দগুলো কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ খ. পর্তুগিজ
গ. ফরাসি ঘ. জাপানি
উত্তর: ক. ওলন্দাজ
৮৯. ‘গুজরাটি‘ শব্দের উদাহরণ কোনটি?
ক. হরতাল খ. লুঙ্গি
গ. রিক্সা গ. চাকু
উত্তর: ক. হরতাল
৯০. ‘চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে।
ক. পর্তুগিজ খ. চীনা
গ. পাঞ্জাবি ঘ. তুর্কি
উত্তর: গ. পাঞ্জাবি
৯১. চাকর, চাকু, দারোগা– এ শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. ওলন্দাজ খ. তুর্কি
গ. ফরাসি গ. গুজরাটি
উত্তর: খ. তুর্কি
৯২. ‘রিক্সা’- কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি খ. পাঞ্জাবি
গ. তুর্কি ঘ. জাপানি
উত্তর: ঘ. জাপানি
৯৩. কোনটি মিশ্র শব্দ?
ক. হাট-বাজার খ. চা-চিনি
গ. নামাজ-রোজা ঘ. কেতাব-কলম
উত্তর: ক. হাট-বাজার
৯৪. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির?
ক. তৎসম খ. দেশি
গ. বিদেশি ঘ. মিশ্র
উত্তর: ঘ. মিশ্র
৯৫. ‘চৌ–হদ্দি’ শব্দটি কোন প্রকারের?
ক. তৎসম খ. অর্ধ-তৎসম
গ. মিশ্র ঘ. তদ্ভব
উত্তর: গ. মিশ্র
৯৬. ‘চৌ–হদ্দি’– মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে?
ক. হিন্দি + আরবি খ. ফারসি + আরবি
গ. বাংলা + ফারসি ঘ. তৎসম + ফরাসি
উত্তর: খ. ফারসি + আরবি
৯৭. ‘ডাক্তারখানা‘ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ক. ইংরেজি – ফারসি খ. ইংরেজি — আরবি
গ. ইংরেজি – সংস্কৃত ঘ. বাংলা — আরবি
উত্তর: ক. ইংরেজি – ফারসি
৯৮. ‘খ্রিষ্টাব্দ’ কোন জাতীয় মিশ্র শব্দ?
ক. ইংরেজি + তৎসম খ. ইংরেজি + ফারসি
গ. ইংরেজি + বাংলা ঘ. ইংরেজি + আরবি
উত্তর: ক. ইংরেজি + তৎসম
৯৯. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. তৎসম শব্দ
উত্তর: খ. পারিভাষিক শব্দ
১০০. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
গ. সচিব ঘ. ব্যাগ
উত্তর: গ. সচিব
১০১. কোনটি পারিভাষিক শব্দ?
ক. মসজিদ খ. হাসপাতাল
গ. সমীকরণ ঘ. হরতন
উত্তর: গ. সমীকরণ
১০২. ‘Oxygen’-এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
ক. উদযান খ. সহযান
গ. অম্লজান ঘ. অক্সিজেন
উত্তর: গ. অম্লজান
১০৩. সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে।
ক. সাধু রূপের খ. চলিত রূপের
গ. আদর্শ চলিত রূপের ঘ. আঞ্চলিক রূপের
উত্তর: ঘ. আঞ্চলিক রূপের
১০৪. কোন মাধ্যমে গুরুচণ্ডালি দোষ প্রচলিত?
ক. নাটক খ. উপন্যাস
গ. প্রহসন ঘ. কবিতা
উত্তর: ঘ. কবিতা
১০৫. নিচের কোনটি চলিত ভাষা?
ক. জুতা খ. তুলা
গ. সহিত ঘ. বুনো
উত্তর: ঘ. বুনো
১০৬. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা খ. শুকনো
গ. পড়িল ঘ. শুকনা
উত্তর: ঘ. শুকনা
১০৭. ‘ভাষা’ শব্দটি কোন শব্দ থেকে আগত?
ক. ফারসি খ. পর্তুগিজ শব্দ
গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব
উত্তর: গ. তৎসম শব্দ
১০৮. ‘ব্যাকরণ‘ শব্দের সঠিক অর্থ কোনটি?
বা ব্যাকরণ‘ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক. বিশেষভাবে জ্ঞাপন খ. বিশেষভাবে বিশ্লেষণ
গ. বিশেষভাবে বিয়োজন ঘ. বিশেষভাবে সংযোজন
উত্তর: খ. বিশেষভাবে বিশ্লেষণ
১০৯. কী কারণে ব্যাকরণ পাঠ প্রয়োজনীয়?
ক. ভাষা শিক্ষার জন্য খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ. ভাষা বিষয়ে জ্ঞানদানের জন্য ঘ. ভাষার বিকাশের জন্য
উত্তর: খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
১১০. ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো লেখক তৈরি করা
গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা
ঘ. দ্রুত লেখন শেখানো
উত্তর: গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা
১১১. পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরী খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. মনুয়েল দ্য আসসুম্প সাঁও
উত্তর: ঘ. মনুয়েল দ্য আসসুম্প সাঁও
১১২. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক. গৌড়ীয় ব্যাকরণ খ. মাগধীয় ব্যাকরণ
গ. মাতৃভাষার ব্যাকরণ ঘ. ভাষা ও ব্যাকরণ
উত্তর: ক. গৌড়ীয় ব্যাকরণ
১১৩. কোন বাঙালি প্রথম বংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?
ক. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ. রাজা রামমোহন রায়
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ঘ. ড. এনামুল হক
উত্তর: খ. রাজা রামমোহন রায়
১১৪. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. ড. উইলিয়াম কেরি খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. ড. মি. এন.বি. হ্যালহেড
উত্তর: ঘ. ড. মি. এন.বি. হ্যালহেড
১১৫. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী?
ক. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ ঘ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
উত্তর: গ. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
১১৬. প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়-
বা প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে–
বা প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: খ. চারটি
১১৭. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি
১১৮. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি
১১৯. ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে?
ক. ধ্বনি খ. বর্ণ
গ. অক্ষর ঘ. কার
উত্তর: খ. বর্ণ
এসএসসি সকল বিষেয় সাজেশন পেতে এখানে ক্লিক করুন
১২০. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান খ. বাক্য গঠন ও উচ্চারণ
গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয় ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
উত্তর: ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২১. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. ধ্বনিমূল খ. শব্দমূল
গ. রূপ ঘ. রূপমূল
উত্তর: গ. রূপ
১২২. বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্বে খ. রূপতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তর: ঘ. ধ্বনিতত্ত্বে
১২৩. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে
গ. বাক্যতত্বে ঘ. রূপতত্ত্বে
উত্তর: ক. ধ্বনিতত্ত্বে
১২৪. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
উত্তর: ক. ধ্বনিতত্ত্ব
১২৫. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
ক. ধ্বনিতত্ত্ব খ. প্রবন্ধ রচনা
গ. বিবরণ ঘ. ভাবসম্প্রসারণ
উত্তর: ক. ধ্বনিতত্ত্ব
১২৬. রূপতত্ত্বের অপর নাম কী?
ক. বাক্যতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম
উত্তর: খ. শব্দতত্ত্ব
১২৭. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. ছন্দতত্ত্ব
উত্তর: খ. রূপতত্ত্ব
১২৮. বাক্যের ক্ষুদ্রতম একক কী?
বা, বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. শব্দ খ. বর্ণ
গ. ধ্বনি ঘ. চিহ্ন
উত্তর: ক. শব্দ
১২৯. বচন, ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্বের খ. ধ্বনিতত্ত্বের
গ. বাক্যতত্বের ঘ. অর্থতত্ত্বের
উত্তর: ক. রূপতত্ত্বের
১৩০. রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
ক. সন্ধি/ণত্ববিধি খ. প্রত্যয়
গ. সমাস ঘ. কারক
উত্তর: ক. সন্ধি/ণত্ববিধি
১৩১. বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম ঘ. বাক্যপ্রকরণ
উত্তর: ক. রূপতত্ত্ব
১৩২. ‘পদ প্রকরণ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্বের খ. ধ্বনিতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
উত্তর: ক. রূপতত্ত্বের
১৩৩. কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. সাহিত্যতত্ত্বে
উত্তর: ক. রূপতত্ত্বে
১৩৪. ‘প্রত্যয়’ ও ‘সমাস‘ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
উত্তর: গ. শব্দতত্ত্বে
১৩৫. ‘ধাতুরপ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে/রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে
উত্তর: খ. শব্দতত্ত্বে/রূপতত্ত্বে
১৩৬. লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. বাক্যতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে
উত্তর: গ. শব্দতত্ত্বে
১৩৭. ‘পদের রূপ পরিবর্তন’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে
উত্তর: খ. শব্দতত্বে
১৩৮. বাক্যতত্বের অপর নাম কী?
ক. ভাষা খ. প্রাতিপদিক
গ. পদক্রম ঘ. সাধিত শব্দ
উত্তর: গ. পদক্রম
১৩৯. বাকপ্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে কী বলা হয়?
ক. ভাষা খ. ধ্বনি
গ. ধ্বনিমূল ঘ. শব্দ
উত্তর: গ. ধ্বনিমূল
১৪০. প্রাতিপদিক কী?
ক. সাধিত শব্দ খ. বিভক্তিযুক্ত শব্দ
গ. বিভক্তিহীন নামশব্দ ঘ. উপসর্গযুক্ত শব্দ
উত্তর: গ. বিভক্তিহীন নামশব্দ
১৪১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. প্রাতিপদিক খ. বিদেশি শব্দ
গ. দেশি শব্দ ঘ. সাধিত শব্দ
উত্তর: ক. প্রাতিপদিক
১৪২. নিচের কোনটি প্রাতিপদিক ?
বা প্রাতিপাদিক–এর উদাহরণ কোনটি?
ক. কলম খ. হাতা
গ. হাতল ঘ. মুখর
উত্তর: ক. কলম
১৪৩. শব্দমূল কোনটি?
ক. নাম প্রকৃতি খ. প্রত্যয়
গ. বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি
উত্তর: ক. নাম প্রকৃতি
১৪৪. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না?
ক. অব্যয় খ. সর্বনাম
গ. ক্রিয়া ঘ. বিশেষণ
উত্তর: ঘ. বিশেষণ
১৪৫. এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. পদ খ. শব্দ
গ. ধাতু ঘ. প্রকৃতি
উত্তর: খ. শব্দ
১৪৬. যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. সন্ধি
গ. প্রকৃতি ঘ. সমাস
উত্তর: গ. প্রকৃতি
১৪৭. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. কৃদন্ত শব্দ ঘ. তদ্ধিতান্ত শব্দ
উত্তর: ঘ. তদ্ধিতান্ত শব্দ
১৪৮. ‘ব্যাকরণ’– শব্দটির সঠিক ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কোনটি?
ক. বি+আ+Öকৃ+অন খ. বি+অ+Öকৃ +অন
গ. বি+আ+Öকৃ +আন ঘ. বি+অ+Öকৃ +আন
উত্তর: ক. বি+আ+Öকৃ+অন
১৪৯. কোনটির ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ?
ক. ধ্বনির খ. শব্দের
গ. বাক্যের ঘ. পদের
উত্তর: খ. শব্দের
১৫০. রূপ গঠন করে—
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ঘ. অর্থ
উত্তর: খ. শব্দ
১৫১. পদের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্ব
উত্তর: গ. বাক্যতত্বে
১৫২. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোকিত হয়?
ক. ধ্বনিতত্বে খ. রূপতত্বে
গ. বাক্যতত্বে ঘ. অর্থতত্ত্বে
উত্তর: গ. বাক্যতত্বে
১৫৩. প্রবাদ–প্রবচন, প্রকথ রচনা বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক. শব্দতত্ত্ব খ. পদক্রম
গ. অর্থতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তর: খ. পদক্রম
১৫৪. উক্তি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. বাক্য তত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
উত্তর: গ. বাক্য তত্ত্ব