NT Bangla:গতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সূত্রাবলী, গাণিতিক সমস্যা সমাধান দেখানো হয়েছে। স্কেলার রাশি ভেক্টর রাশি, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ গতিরসমীকরণ ইত্যাদি বিষয়াদি বিশদ বিশ্লেষণ করা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে গতির গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে।
এই পাঠ শেষে শিক্ষার্থীরা–
- স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবে পরমস্থিতি ও পরমগতি ব্যাখ্যা করতে পারবে
- বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য নিরূপন করতে পারবে স্কেলার ও ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবে
- সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ এর সংজ্ঞা ও পার্থক্য ব্যাখ্যা করতে পারবে।
- গতি সংক্রান্ত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে।
- বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবে।
- লেখচিত্রের সাহায্যে বিভিন্ন রাশির সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে।
- গতির সমীকরণগুলি প্রতিপাদন করতে পারবে।
- গতিবিষয়ক সূত্র ও সমীকরণ প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে।
- সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংক্রান্ত বিষয়গুলিতে দক্ষতা অর্জন করতে পারবে।
- আমাদের জীবনে গতির প্রভাব উপলদ্ধি করতে পারবে।
পদার্থ নোট (Physics Note): NTBangla নোটটিতে দ্বিতীয় অধ্যায় এর সাজেশন, সুপার টিপস, সৃজনশীল প্রশ্নোত্তর এবং বহুনির্বাচনি প্রশ্নোত্তর সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। এই নোটটির বৈশিষ্ট্য হল শিক্ষার্থীদের জন্য সহজ বাংলা ভাষায় দ্বিতীয় অধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করা। অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যগুলি পরীক্ষায় ভাল ফলাফল এবং দক্ষতা অর্জনে সহায়ক। আশা রাখি পাঠ্য পুস্তকের পাশাপাশি নোটটি অনুশীলন করলে দক্ষতা বৃদ্ধি পাবে।
আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীকে শিক্ষায় সহায়তা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা। পরীক্ষায় ভালো সাফল্য আনতে এবং পরীক্ষা ভীতি দূর করতে এই নোটটি পাঠ্য বইয়ের সহায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে। বোর্ড নির্দেশনা অনুসারে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নোত্তর গুলি কিভাবে করতে হয় তা বিশ্লেষণ করে দেখানো হয়েছে। উদাহরণ ও প্রয়োজনীয় চিত্রের মাধ্যমে জটিল সমস্যাগুলি সমাধান করে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা অনুশীলনের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সক্ষম হবে।
এছাড়া বিগত সালের পাবলিক পরীক্ষার প্রশ্নগুলি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। যা শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত সঠিক ধারনা দিতে সক্ষম হবে। জ্ঞানের এই প্রক্রিয়াটির আওতায় দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত পটভূমির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দক্ষ ও সক্ষম নাগরিক হওয়া মাধ্যমিক শিক্ষার বিষয়। এই ওয়েব সাইটের আমার লক্ষ্য সরকারের আধুনিক ডিজিটাল শিক্ষার অগ্রগতি আনতে হবে। সুতরাং, আমার অনুরোধ শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলেই আমার ওয়েব সাইটে প্রবেশ করুন এবং আমাকে কাজ করতে উৎসাহিত করুন।

নবম ও দশম পদার্থ দ্বিতীয় অধ্যায়-গতি থেকে গুরুত্বপূর্ণ তথ্য, গণিতিক সমস্যা সমাধান পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।



নবম ও দশম রসায়ন প্রথম অধ্যায়-রসায়নের ধারনা থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।



নবম ও দশম রসায়ন প্রথম অধ্যায়-রসায়নের ধারনা থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।


ntbangla.com: এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বিষয়ভিত্তিক নোট, গুরুত্বপূর্ণ তথ্য, সাজেশন, এবং প্রশ্নের ধরণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন। বিশেষত আপনি এখানে বিজ্ঞান এবং গণিতের বিশেষ নোট পাবেন যা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্যই প্রচুর উপকারী। পাঠ্যপুস্তকের সাথে আমার এই নোটগুলি অনুশীলন করলে দক্ষতা অর্জন ও পরীক্ষায় ভাল ফলাফলের সহায়ক হবে। ওয়েবসাইটটির নির্মাতা নিতীশ চন্দ্র রায় যিনি ছাতিয়ানি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে ২৩ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তিনি আশা করেন যে এই ওয়েবসাইটটি বাংলা সংস্করণ শিক্ষক / শিক্ষার্থীদের সমস্ত চাহিদা পূরণ করবে। তিনি এই ওয়েবসাইটটি দেশে এবং বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেই অনুরোধ করেছেন।
সুন্দর
জি
vaii class 10 er arts er sheet upload dean
Vaii arts er sheet gula upload dean
কোন বিষয়
Sobgulai lagbhy vaii.. But akta akta kory dety thaken
খুবই সুন্দর
কিন্তু যদি নবম দশম শ্রণীর সবগুলোঅধ্যায় মিলে একটা সিট করে দিতেন খুবই ভালো হতো 🥰🥰
ধন্যবাদ